মাল কথন।৮ শ কোটি টাকা কিছুই না।

লিখেছেন লিখেছেন নাবীল ০৩ জুন, ২০১৭, ০৩:০৩:৪৬ দুপুর

আবুল মালের আবুল কথায় অনেক মজাই লাগে।

এই মাল লুটেরার গোষ্ঠিরা বাংলাদেশের সব নামি দামী ব্যাংক নামি দামী লুট করে শেষ করে দিলো।

এতো টাকা লুটের লোভ সামলাতে না পেরে এখন জনগনের সামান্য টাকার চোখ পড়েছে।

তোদের বড় বড় চোররা কোটি কোটি টাকার কর পাকি দেয়।

সেইটা চোখে দেখছ না।

মানুষের জমানো টাকা মনে হয় তার বাবার

টেক্স বসানোর আর জায়গা পাইলোনা।

হায়রে চোখ কানা মাল ।

এই মাল বললো গত কিছু দিন আগে,৮০০ কোটি টাকা কিছুই না ।আর এখন ১লক্ষ টাকা যার কাছে আছে সে মানুষ নাকি সম্পদশলী,কি আজিব ব্যাপার।

এই আজিব মালের আজব কথায় জনগন হতাশাগ্রস্ত।

এই আজব প্রাণি টাকে যদি কোন শোরুমে রাখা হতো মানুষ তাকে দেখে টাকার দুঃখ ভুলে যেত।

অন্তত আটশ টাকা দিয়ে এক শো।

বিষয়: বিবিধ

৮৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File