এই উপমাটি ইসলাম বিদ্দেশি দের মুখে চুনকালি লেপন নয়কি।

লিখেছেন লিখেছেন নাবীল ২৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৪৯:২২ বিকাল

বাংলাদেশের বহু মাত্রিক সরকার জামাত কে নিয়ে কি না করেছে।

এমন কি সাতক্ষীরায় সাবেক এমপির দোতলা বাড়ি পর্যন্ত ভেঙ্গে গুটিয়ে দিয়েছে।

তারপরে ও জনগন তাদের গ্রহন করেছে।সরকার এবং ইসলাম বিদ্দেশিদের কথায় জনগন পাত্তা দেয় নাই।

একটি কাহিনী মনে পড়ে,

আমাদের দেশে বিয়ের আগে প্রেম পিরিত অহরহ একটি ঘটনা।

এক ছেলে তার চাচাতো বোনের ঘরে সব সময় যাতায়াত করতো,এই টা আমাদের পারিবারিক সামাজিক অবস্থানে তেমন অন্যায়ের কিছুনা।অনেকে খারাপ চোখে ও দেখে।

যাক তার পরে ও ছেলেটি বোনের ঘরে যাতায়াত করতো।

মেয়ের মা বাবা এই ছেলেকে দেখতে পারতোনা,মেয়েকে সেই ছেলের সাথে কথা না বলার জনা নিষেধ করল।

আচ্ছা বলেন তো ছেলে মেয়েরা যখন প্রেম করে তখন এই দিক সেই দিক দেখার সময় পায় কিনা এগিয়ে চলে সামনে।

মেয়ে তার মা বাবা কে অনেক বুঝায়,যে সেই ছেলের সাথে তার কোন খারাপ সম্পর্ক নাই।

মেয়ের মা বাবা বলে ছেলের চরিত্র খারাপ আমরা জানি,একটা দোষ দিয়ে দিল।

মেয়ে তার মা বাবার কথায় কান না দিয়ে আবার সেই ছেলের সাথে দেখা করে এবং সময় দিয়ে কথা ও বলে।এতে মা বাবা মহা বেজার,এক সময় মেয়ের বাবা মেয়েকে অনেক মারধর করে।এবার মেয়ের মন অনেক খারাপ হয়ে গেল।

মেয়ে তখন বলে দোষ না করে যখন দোষি হলাম,যা হবার তাই হয়েছে,একদিন মা বাবার উপর রাগ করে সেই ছেলেকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলে।

সচেতন জনগন,বুঝলেন তো আসল ঘটনা টা। বেশি বাধা দিলে যা হবার তাই হয়েছে।

ছেলেঃ- জামাত শিবির।

মেয়েঃ- দেশ দরদি জনগন।

মেয়ের মা বাবাঃ- সরকারি দল।

সরকার এতো করে বুঝালো তাদের কাছে যেওনা,দেখা গেল জনগনের অন্তরে যারা ইসলামকে পছন্দ করে তাদের জন্য প্রেম পিরিত রয়েছে।

এই নির্বাচন তো প্রমান করেছে জামাত শিবির কত খারাপ।

মায়াচ্ছালাম।

বিষয়: বিবিধ

১৬১৯ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

181266
২৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৩
সিটিজি৪বিডি লিখেছেন : দেশের জনগন এখন জামায়াতের প্রেমে পড়তে শুরু করেছে। আগামী ইলেকশনে আরো কিছু প্রমাণ পাব।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৯
134024
নাবীল লিখেছেন : ধন্যবাদ।
181283
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৭
প্যারিস থেকে আমি লিখেছেন : চমৎকার বলেছেনতো!
181289
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২২
সাদাচোখে লিখেছেন : বড় বেশী 'ধর্ম নিরপেক্ষ' টাইপের উপমা দিলেন - আশা করি ধর্মনিরপেক্ষ রূপী ধর্মবিকৃতকারী ও নাস্তিক সরকার ও তার চেলাচামুন্ডারা এ নিয়ে ভাবনা চিন্তা করবেন।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:১১
134244
নাবীল লিখেছেন : আপনাকে ধন্যবাদ।
আমি কিন্তু ধর্ম নিরপেক্ষ দের দারে কাছে নেই।
তবে এবার আমার এক ফুফা ধর্ম নিরপেক্ষ থেকে মুখ পিরিয়ে তওবা করলেন।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:২২
134250
সাদাচোখে লিখেছেন : শিশু যেমন আগুন ধরতে চায়, মাথা মোটা মানুষ ও ধর্মনিরপেক্ষ হওয়ার নামে আল্লাহর সাথে ফাইট করতে চায়। ধন্যবাদ আপনাকে এবং আপনার ঐ ফুফাকে - যারা আল্লাহ প্রদত্ত মাথাকে যথাযথভাবে কাজে লাগাচ্ছেন এবং ইনশাল্লাহ এই দুনিয়া এবং আগামী দুনিয়া - দুটোতেই সাফল্য পাবেন। আপনার ফুফাকে দোয়া করতে বলবেন - কারন উনি লিটারেলী নও মুসলিম এর মত। ধন্যবাদ।
181295
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সুন্দর পোস্ট , অনেক ধন্যবাদ
181299
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
তহুরা লিখেছেন :
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
134040
মাজহার১৩ লিখেছেন : এই দৃশ্য দেখতে আর বেশি সময় লাগবে না।
২য় মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হোন।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:১৪
134245
নাবীল লিখেছেন : এই নাটকের পিছে ও একটা উদ্দেশ্য আছে।
বিশ্ব বাসি কে দেখানো আমাদের দেশে জঙ্গী আছে।এগিয়ে আসো সাহায্য কর।
আমাকে নিয়ে যাচ্ছে,পাহারা দাও।
181378
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
সজল আহমেদ লিখেছেন : লেখার সময় বোধ হয় আনমনা ছিলেন!শিরোনামে একটু ভুল পাওয়া গেছে,সেরে নিবেন।
181393
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
বিন হারুন লিখেছেন : কারো সাথে গায়ে পড়ে দুষমনি করলে নিজেরই ক্ষতিহয় বেশি.
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:১৯
134249
নাবীল লিখেছেন : গায়ে পড়ে দুশমনি টা দেশে ক্ষমতাশীন রাই চালু করেছে।
কথায় কথা আসে।
181468
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৯
হতভাগা লিখেছেন : এত ফাল পাইড়েন না । স্থানীয় নির্বাচন আর সাধারন নির্বাচন এক না । এক হইলে জামায়াতের কাছে আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তর করতো ।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:১৬
134246
নাবীল লিখেছেন : হতভাগা ভাই রাগের কি আছে,এত কিছু বললে আমার বুঝি একটু লাগেনা।
193072
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
প্রবাসী মজুমদার লিখেছেন : every action has an opposite reaction. This is the reality...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File