এই উপমাটি ইসলাম বিদ্দেশি দের মুখে চুনকালি লেপন নয়কি।
লিখেছেন লিখেছেন নাবীল ২৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৪৯:২২ বিকাল
বাংলাদেশের বহু মাত্রিক সরকার জামাত কে নিয়ে কি না করেছে।
এমন কি সাতক্ষীরায় সাবেক এমপির দোতলা বাড়ি পর্যন্ত ভেঙ্গে গুটিয়ে দিয়েছে।
তারপরে ও জনগন তাদের গ্রহন করেছে।সরকার এবং ইসলাম বিদ্দেশিদের কথায় জনগন পাত্তা দেয় নাই।
একটি কাহিনী মনে পড়ে,
আমাদের দেশে বিয়ের আগে প্রেম পিরিত অহরহ একটি ঘটনা।
এক ছেলে তার চাচাতো বোনের ঘরে সব সময় যাতায়াত করতো,এই টা আমাদের পারিবারিক সামাজিক অবস্থানে তেমন অন্যায়ের কিছুনা।অনেকে খারাপ চোখে ও দেখে।
যাক তার পরে ও ছেলেটি বোনের ঘরে যাতায়াত করতো।
মেয়ের মা বাবা এই ছেলেকে দেখতে পারতোনা,মেয়েকে সেই ছেলের সাথে কথা না বলার জনা নিষেধ করল।
আচ্ছা বলেন তো ছেলে মেয়েরা যখন প্রেম করে তখন এই দিক সেই দিক দেখার সময় পায় কিনা এগিয়ে চলে সামনে।
মেয়ে তার মা বাবা কে অনেক বুঝায়,যে সেই ছেলের সাথে তার কোন খারাপ সম্পর্ক নাই।
মেয়ের মা বাবা বলে ছেলের চরিত্র খারাপ আমরা জানি,একটা দোষ দিয়ে দিল।
মেয়ে তার মা বাবার কথায় কান না দিয়ে আবার সেই ছেলের সাথে দেখা করে এবং সময় দিয়ে কথা ও বলে।এতে মা বাবা মহা বেজার,এক সময় মেয়ের বাবা মেয়েকে অনেক মারধর করে।এবার মেয়ের মন অনেক খারাপ হয়ে গেল।
মেয়ে তখন বলে দোষ না করে যখন দোষি হলাম,যা হবার তাই হয়েছে,একদিন মা বাবার উপর রাগ করে সেই ছেলেকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলে।
সচেতন জনগন,বুঝলেন তো আসল ঘটনা টা। বেশি বাধা দিলে যা হবার তাই হয়েছে।
ছেলেঃ- জামাত শিবির।
মেয়েঃ- দেশ দরদি জনগন।
মেয়ের মা বাবাঃ- সরকারি দল।
সরকার এতো করে বুঝালো তাদের কাছে যেওনা,দেখা গেল জনগনের অন্তরে যারা ইসলামকে পছন্দ করে তাদের জন্য প্রেম পিরিত রয়েছে।
এই নির্বাচন তো প্রমান করেছে জামাত শিবির কত খারাপ।
মায়াচ্ছালাম।
বিষয়: বিবিধ
১৬১৯ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি কিন্তু ধর্ম নিরপেক্ষ দের দারে কাছে নেই।
তবে এবার আমার এক ফুফা ধর্ম নিরপেক্ষ থেকে মুখ পিরিয়ে তওবা করলেন।
২য় মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হোন।
বিশ্ব বাসি কে দেখানো আমাদের দেশে জঙ্গী আছে।এগিয়ে আসো সাহায্য কর।
আমাকে নিয়ে যাচ্ছে,পাহারা দাও।
কথায় কথা আসে।
মন্তব্য করতে লগইন করুন