হজ্ববরল কথা বার্তা

লিখেছেন লিখেছেন নাবীল ০২ ডিসেম্বর, ২০১৫, ০২:৩২:০৪ দুপুর

বাংলাদেশের অবৈধ সরকার মানুষের মত প্রকাশের স্বাধীনতার উপর কুঠাল মেরেছে।

ফেইসবুক , ভাইবার এই জাতীয় নেট পোগ্রাম বন্ধ করলে নাকি দেশে খুন খারাবী হবেনা । এতো জ্ঞান যদি তাদের থাকে তাহলে অবৈধ ভাবে ক্ষমতা দখল কেন করছো।

তারানা হালিম নাকি পালিয়ে গিয়ে বিয়ে করে ট্রেনে নাকি বাসর রাত করা হালিমা মন্ত্রী নাকি আবার বলে ফেইসবুক চালাতে নাকি ন্যাশনাল আইডি নাম্বার লাগবে । আমার কাছে মনে হলো পাগলের কথা ।মানুষ দিশা হারা হয়ে গেলে আবল তাবল বলে ।আওয়ামী লীগ কি আসলে দিশা হারা হয়ে গেছে। যদি না হয় তাদের এক এক মন্ত্রীর কথা এক এক মতে সব জেনো লেজে গোবরে অবস্হা।

জামাতের নেতাদের ফাসি দিয়ে ও তাদের মনে শান্তি নাই ভয়ে । কি জানি হয় ।

ফেইসবুকে অনেক মুখরোচক কথা দেখি,একজন টিটকারী করে দিলো বারাক ওবামা আর হালিমার ছবি ।হালিমা বললেন ফেসবুকের কারণে নাকি দেশে খুন খারাবী হচ্ছে।

বারাক ওবামা বললেন টুইন টাওয়ারে বিমান দিয়ে হামলা হয়েছে বিধায় তো বিমান বন্ধ করা হয়নি।

এই যদি অবস্থা হয় তাহলে কি বলবো।

বিষয়: বিবিধ

১৩১০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352415
০২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বলার মুখ বন্ধ করাই তো তাদের বদ উদ্দেশ্য!
০২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:০১
292588
নাবীল লিখেছেন : ফেরাউন যেমন সফল হয়নি তেমনি তার গোত্র রা ও সফল হবেনা।
352425
০২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:১৮
কুয়েত থেকে লিখেছেন : অরক্ষিত সাধীনতাই পরাধীনতা বাকশালীদের নীতিই হলো প্রচার মাধ্যম বন্ধ করা। আপনাকে ধন্যবাদ
০২ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:৪৪
292611
নাবীল লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File