যন্ত্রণাক্লিষ্ট
লিখেছেন লিখেছেন ফারহান আরিফ ০৩ জুন, ২০১৭, ০৩:৩৮:১৫ দুপুর
যন্ত্রণাক্লিষ্ট।
ফা। র। হা। ন। আ। রি। ফ।
মেঘহীন অবেলায় নিস্পৃহ শামুক
আজও বৃষ্টির স্বপ্ন দেখি
দুরন্ত ঈগলের কৃষ্ণ চোখে,
পূষ্পসজ্জিত হেরেমীয় সুগন্ধি বিছানায়।
আঁধারে হারিয়ে আড়াল হই
পৃথিবী থেকে মায়ের স্তন্যহারা নবজাতক,
যন্ত্রণাক্লিষ্ট সময়ে বিরহী কোকিলের সুরে
বাজে আমার ক্ষুদার অভিব্যক্তি।
তপস্যায় আমি বাউণ্ডুলে
মরমী সাধক হাসনরাজা
ভাটিয়ালি আব্দুল করিম
অথবা নীলকণ্ঠী পাখি।
রমনায় পড়ে থাকা যুগ্ন জুটির
ড্রিঙ্ক বক্স অথবা এমসির ক্যাম্পাসের
সবুজ ঘাস।
অপেক্ষার প্রহর যায় কালের ফিনিক্সে
সন্ধ্যা শেষে রাত
তার পর প্রভাত।
বিষয়: সাহিত্য
৭৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন