প্রভাতি শিশিরবিন্দু
লিখেছেন লিখেছেন ফারহান আরিফ ০৬ জুন, ২০১৭, ০১:১৭:৪২ রাত
প্রভাতি শিশিরবিন্দু।
ফারহান আরিফ।
মুক্ত আকাশ দিব,
চলে এসো।
বসন্ত এনে দিব ফুল ফোটিয়ে
চলে এসো।
সোনালি মেঘ এনে দিব দুহাতে
চলে এসো।
প্রভাতি শিশিরবিন্দু কুঁড়িতে এনে দিব,
চলে এসো।
প্রকৃতির মৃগনাভি এনে দিব,
চলে এসো।
রমনার নিষিদ্ধ নির্জন,
যাদুঘরের সবুজ আগুন,
সৈকতের রুপসী চেয়ার এনে দিব
চলে এসো।
বাবুইপাখি হয়ে বুনে দিব কবিতাকুঞ্জ,
ডানহাতে নিজে বেঁধে দিব বেগুনীফিতা অথবা,
চলে এসো।
বিষয়: বিবিধ
৬৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন