গীতিকাব্য। ফারহান আরিফ।
লিখেছেন লিখেছেন ফারহান আরিফ ১৯ জুন, ২০১৭, ১২:১৮:৩০ রাত
মাফ করে দাও ইয়া এলাহি
বান্দা যে তোমার,
তোমার দয়ায় ধন্য হবে
জিন্দেগি আমার। (২বার)
মাফ করে দাও ইয়া এলাহি
বান্দা যে তোমার,
দু'হাত তোলে আশায় থাকি
ক্ষমাযে পাবার। ( ২বার)
মাফ করে দাও ইয়া এলাহি
বান্দা যে তোমার,
তোমার দয়া না পাই যদি
দু-কূল হবে বেকার! (২বার)
মাফ করে দাও ইয়া এলাহি
বান্দা যে তোমার,
মাওলা মাওলা মাওলা
ইয়া মাওলা
ইয়া মাওলা
ইয়া মাওলা
মাওলা
মাওলা
ইয়া মাওলা।
(কথা ও সুর ফারহান আরিফ)
বিষয়: বিবিধ
৬৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন