অস্ট্রেলিয়াকে হারাবো কবে?

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ০৫ জুন, ২০১৭, ০৯:২৭:০৫ রাত

আমাদের ক্রিকেট টিম, ক্রিকেট অধিনায়ক, আর ক্রিকেট সংগঠক অতীতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড টিমকে হারিয়েছে , আমার প্রত্যাশা আজ বাংলাদেশ টিম অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় ছিনিয়ে আনুক।

আমাদের রাজনৈতিক নেতারা কবে সুশাসন, গণতন্ত্র , জবাবদিহিতা, আর উন্নয়নে অস্ট্রেলিয়াকে হারাবে?

খেলায় হার/জেতা সাধারণ মানুষ বা দেশের কোন উপকার বা ক্ষতি করেনা, এটা একটা ইমোশনাল আনন্দের ব্যাপার, যেটা মানুষের মধ্যে খুবই স্বাভাবিক। কিন্তু রাজনৈতিক নেতাদের নৈতিক হার বা জিত কিন্তু পুরো দেশকে ক্ষতি বা উপকৃত করে। অথচ নেতারা লুটপাটে ব্যাস্ত, গণতন্ত্র ধ্বংস। আর জনগণ উদাসীন ( সবাই হয়তো নয় )।

অথচ এই খেলায়-ই মত্ত বেশীরভাগ মানুষ।

আর দুষ্ট রাজনৈতিকদের টুটি চেপে ধরতে, প্রতিবাদ করতে, দুর্নীতি রুখতে, আইনের শাসন ও সম অধিকার প্রতিষ্ঠায় বেশী লোক পাওয়া যায়না।

নাগরিক ঘুমেঃ যারা দলীয় সুবিধা পায়, লুটপাটে ভাগ পায়, নেতা আর মুক্তিযুদ্ধের নাম ভাঙিয়ে ইনকামে ব্যস্ত- তারা আরামের ঘুমে। মুখে মুখে শুধু চেতনা। আরেক শ্রেণী ভয়েও ঘুমে।

নাগরিক গুমেঃ অসংখ্য মানুষ গুমের শীকার- যারা অন্যায়ের প্রতিবাদ করছে।

( মাইন্ড করবেন না , আমি কিন্তু একবারও জাতীয় পার্টিকে গৃহপালিত বিরোধী দল বানানো, অবৈধ অনির্বাচিত আওয়ামিলীগের কথা বলিনি।)

বিষয়: বিবিধ

৮৭৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383269
০৬ জুন ২০১৭ সকাল ০৬:৩৩
মনসুর আহামেদ লিখেছেন :
ভালো লাগলো , অনেক ধন্যবাদ
383287
০৭ জুন ২০১৭ রাত ০৮:০৯
হতভাগা লিখেছেন : প্রচন্ড গরমের সময় বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ক্রিকেট দলের খেলার সূচি রাখা যেতে পারে। যেদিন খেলা থাকবে সেদিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File