এখন কি হবে ?
লিখেছেন লিখেছেন হতভাগা ০৫ জুন, ২০১৭, ০৯:১৯:৪২ রাত
লন্ডনে আত্মঘাতী বোমা হামলা হল। এমন সময়ে যখন সেখানে চ্যাম্পিয়নস ট্রফি চলতেছে ।
ইংল্যান্ড বাদে বাকী ৭ দল কি এখন দেশে ফিরে যাবে ? নাকি তাদেরকে কমান্ডো গার্ড প্রদান করা হবে ।
এটা যদি বাংলাদেশে হত তাহলে কি টুর্নামেন্ট চালানো যেত বা দলগুলোকে কমান্ডো নিরাপত্তা দেওয়া হত?
আগামী অগাস্ট/সেপ্টেম্বের অস্ট্রেলিয়ার বকেয়া সফর আছে বাংলাদেশে যেটা কি না তারা টাল বাহানা করছে নিরাপত্তার ফালতু দোহাই দিয়ে । তারা নাকি ইংল্যান্ডকে যে রকম নিরাপত্তা দেওয়া হয়েছিল,সেরকম চাচ্ছে ।
ফ্রান্সে হামলার পরেও ইউরো হয়েছে ,সমস্যা হয় না । ইংল্যান্ডে হামলার পরেও খেলা চলছে , কালো ব্যাজ পড়েছে অস্ট্রেলিয়া। তাদের কিন্তু আজকের খেলা না খেলে অস্ট্রেলিয়াগামী বিমান ধরা উচিত ছিল।
বাংলাদেশে তেমন কিছু না হলেও ওরা এত আহলাদি কেন দেখায় সেটা বুঝে আসে না ।
বিষয়: বিবিধ
৮২৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চমৎকার
মন্তব্য করতে লগইন করুন