মৈত্রী ট্রেন বনাম ঢাকা ক্যান্টনম্যান্ট

লিখেছেন লিখেছেন হতভাগা ২১ সেপ্টেম্বর, ২০১৮, ১০:০৭:৪৭ সকাল

ঢাকা-কলিকাতা রুটে যে মৈত্রী ট্রেন চলাচল করে সেটা ঢাকায় ক্যাটনম্যান্ট স্টেশন থেকে ছাড়ে এবং পৌছায়।

আন্তর্জাতিক রুট বিধায় এখানে ইমিগ্রেশন ব্যবস্থা থাকে।

ক্যান্টম্যান্ট যে কোন দেশের খুবই ষ্পর্শ কাতর একটা জায়গা যেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না । আর আমরা কি না সেই ক্যান্টনম্যান্টেই প্রতিবেশী দেশের লোকদের যাতায়াতের ব্যবস্থা করে রেখেছি। এরকমটা কি কলিকাতার দাদাবাবুরা করেছেন তাদের ওখানে?

তাই ট্রেন লাইন ঢাকা বিমান বন্দরে টেনে নিয়ে মৈত্রী ট্রেনটিকে সেখান থেকে আসা যাওয়ার ব্যবস্থা করা হোক।

বিষয়: বিবিধ

১২৬৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385864
২১ সেপ্টেম্বর ২০১৮ দুপুর ০৩:২৬
আমি আল বদর বলছি লিখেছেন : আমরা শুধু সারাজীবন দিতেই যাবো কলিকাতার দাদাদের


২২ সেপ্টেম্বর ২০১৮ সকাল ০৯:৫৭
317944
হতভাগা লিখেছেন : উনারা যে আমাদের পার্কস্ট্রীটে থাকতে দিয়েছেন সেটার ঋণ শোধ নিচ্ছেন
385871
২৭ সেপ্টেম্বর ২০১৮ দুপুর ০২:১৪
কুয়েত থেকে লিখেছেন : বাংলাদেশ উন্নয়নে ভেসে যাচ্ছে কুয়েতের একটি হাইওয়ে রোড়ের মত রোড় বাংলাদেশে এখনো হয়নি তারপরেও তারা উন্নয়নের জন্য কাজ করেই যাচ্ছে। আর আমরা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য উন্নয়ন ছাড়া আর কিছুই উন্নতি করতে পারিনাই। যাতায়াত ব্যবস্থার উত্তর উত্তর উন্নতি বৃদ্ধিকরা প্রতিবেশীদের সাথে খুবই জরুরী তাইবলে আমাদের কেন্টনমেন্ট থেকেই ট্রেইন চলাচল করতে হবে কেন--? আপনাকে ধন্যবাদ
২৭ সেপ্টেম্বর ২০১৮ রাত ০৮:৫৬
317948
হতভাগা লিখেছেন : ক্যান্টনম্যান্ট স্টেশনের সাথেই হোটেল রেডিসন যেটা কি না আর্মির দ্বারা পরিচালিত। যাতায়াত ও যোগাযোগের সুবিধার্থে আগত ভারতীয়দের এই হোটেলে থাকা খুবই স্বাভাবিক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File