একটি লাশ চায়...
লিখেছেন লিখেছেন Sada Kalo Mon ১১ জুন, ২০১৪, ০৬:২৩:১০ সন্ধ্যা
আজকের রাতটা পূর্ণিমার রাত হয়েও
চারদিকে গাঢ় অন্ধকার
আকাশে ভীষন মেঘ
গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে
নিশ্চুপ রাতে বৃষ্টির ঝিরিঝিরি
শব্দই শুনা যাচ্ছে,
ভুতুড়ে পরিবেশ!
একটি কাক পুরোনো অসত্ত গাছের মগডালে বসে
একাই ডেকে যাচ্ছে
সাথে আছে কিছু অশরীরী আত্না
আর পিচাশের ভুবন কাঁপানো হুংকার!
তারা একটি লাশ চাই
একটি মাত্র লাশ
মানুষরূপী ডাইনীর লাশ!
সত্যপথের যাত্রীদের হত্যাকারীর লাশ।
যে লাশের নিপাতে শান্তি ফিরে পাবে-
একটি অত্যাচারিত এলাকার জনগণ
স্রোতহারা হবে খুনের নদী
পথহারা হবে তার আচঁলে লুকানো সন্ত্রাসীরা
তাই তাদের এই বিভৎস আওয়াজ
তারা সেই লাশটি চায়,
কি করে দিই তাদের এই লাশ?
অশরীরী আত্নাদের ভুবন কাঁপানো হুংকার!
বিষয়: রাজনীতি
১৩২৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ.....
মন্তব্য করতে লগইন করুন