এখন বৃষ্টি
লিখেছেন লিখেছেন Sada Kalo Mon ২৭ মে, ২০১৪, ০৬:১১:৩৩ সন্ধ্যা
এখন বৃষ্টি থেমে গেছে!
জাগতিক সবকিছুই সিক্ত,
মৃদু বাতাস বইছে
গাছের পাতা থেকে
বৃষ্টির কণাগুলো
হিরার কণার মত ঝরে পড়ছে।
মেঘময় ঝাপসা আলোয়
প্রকৃতিতে ফুঁঠে উঠেছে
এক রোমাঞ্চকর পরিবেশ
যা সহজেই হৃদয় বীণার প্রতিটি তারে
অদ্ভুদ এক শিহরণ তুলে!
তোমার বৃষ্টি ভেজা সিক্ত দেহ!
আমার হৃদয়ে তোলপাড় তুলতো
কিন্তু
তুমি নেই পাশে
তাই বৃষ্টিতে ভিজা হলো না!
বিষয়: সাহিত্য
১৩৩৮ বার পঠিত, ৪০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে অনেক ধন্যবাদ
আমি তো প্রায় সময়ই বৃষ্টিতে ভিজি, আবার মাঝে মাঝে এমনও হয়ে যে ভিষণ জ্বর এসে যায়, তারপরও ভিজতে মন চাই!
আপনাকে অনেক ধন্যবাদ
আপনাকে ধন্যবাদ
কান্না হয়ে ঝরবে মেঘ ভাসলে নয়ন জলে
অন্তরজ্বালা নিভে যাবে বুঝি কান্নার আঁচলে
দু:খটাকে কি নিয়ে যাবে সাথে,অশ্রুঝরনার ছলে?
আবেগীয় কাব্যর জন্য রক্তগোলাপ রইলো।
"শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড়ও বহে নয়নে বারি ঝরে।
শাওন রাতে যদি---------"
দুইয়ে মিলে চরম এক আবেগী আবেশ।
এ লেখাটাও সুন্দর হয়েছে
মন্তব্য করতে লগইন করুন