হে নারী
লিখেছেন লিখেছেন Sada Kalo Mon ২৪ এপ্রিল, ২০১৪, ০৫:৩৪:৩৫ বিকাল
হে নারী-
তুমি যেন আজ খোসাবিহীন কলা
শত শত যুবকের নজর মাছি রূপে
তোমার উপর করছে আনাগোনা
সত্যিই তুমি আজ গুণেধরা!
হে নারী-
তুমিতো এখন পরিধান কর
জিন্স প্যান্ট ভেরি টাইট
একটু বাতাস আসলেই দেখা যায় ফিটনেস,
তুমি হলে ফুরাই কেয়ারফুলি কেয়ারলেস!
হে নারী-
খোলা থাকে তোমার চুলগুলো হেব্বি স্টাইল
ঠোঁটে থাকে সবসময় মিষ্টি স্মাইল,
মাঝে মাঝে থাকেনাতো ওড়নাটা
পড়লে কি সমস্যা হয় বোরখাটা!
ছেলেদের দোষ আমি কি করে দিবো
চোখ বন্ধ রেখে তো আর পথে চলা যায় না।
বর্তমান পৃথিবীর নারীর পোষাক বিবেচনা করে কমেন্ট করবেন। কারণ অনেকে আবার আমার ওপর হেব্বি রাগ করে বসে থাকবেন।
বিষয়: বিবিধ
১২১২ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এরপরেও যদি সবাই নিজেকে স্বাধীন হিসেবে দেখাতেই বেশী পছন্দ করে তাহলে অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় নেই ।
নসিহত তাদেরকেই করা উচিত যারা নসিহতের দাম দেয় ।
আজকে এই মেয়েদের পোশাকের জন্য আপনারা তাদের ফ্রী উপদেশ দিচ্ছেন ।
সে যদি আজকে রেডিসনে লান্চ/ডিনার করতে চায় বা পাতায়া/ফুকেট ঘুরে আসতে চায় তা কি আপনারা ফ্রী দেবেন ?
ধন্যবাদ আপনাকে মূল্যবান কমন্টে দেওয়ার জন্য!
তুমি যেন আজ খোসাবিহীন কলা
শত শত যুবকের নজর মাছি রূপে
তোমার উপর করছে আনাগোনা
সত্যিই তুমি আজ ঘুণেধরা!
ধন্যবাদ আপনাকে....
ধন্যবাদ কমেন্ট করার জন্য....
মন্তব্য করতে লগইন করুন