ভালোবাসি
লিখেছেন লিখেছেন জবলুল হক ৩০ জানুয়ারি, ২০১৪, ০২:০১:৪৭ রাত
ভালোবাসি আমার গাঁয়ের
শস্য,ফুল ও ফল
নতুন শেখা অবুঝ শিশুর
মিষ্টি আধো বোল।
ভালোবাসি দিল খুলে যে
মিষ্টি করে হাসে
যার হাসিতে কষ্ট সকল
ভানের জলে ভাসে।
সকাল বেলার হিমেল হাওয়া
ঘাসের পরে শিশির,
কৃষক ভাইয়ের মাঠে ধাওয়া
পাখির কিচির মিচির।
মিনার হতে ভেসে আসা
আযান সুমধুর
ঘুম ভাঙাতে ভোরে মায়ের
আদর মাখা সুর।
ভালোবাসি জোনাকপোকা
জোসনা চাঁদনী রাতের
মায়ের রান্না ইলিশ ভাজি
ভর্তা বোনের হাতের।
ভালবাসি মায়ের মুখে
দেখতে মধুর হাসি
মায়ের ভাষা,জন্মভুমি
সবই ভালোবাসি।
বিষয়: সাহিত্য
১২৬১ বার পঠিত, ৩৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেখতে মধুর হাসি
মায়ের ভাষা,জন্মভুমি
সবই ভালোবাসি।
ভাইয়া সুন্দর কবিতার জন্য আপনাকে অনেক ধন্যবাদ +++
আশা করি সবাই উপকৃত হয়েছেন?
কবি সাহেবকে ধন্যবাদ না দিয়ে পারছি না।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
সুন্দর মন্ত্যবের মাধ্যমে। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
আপনার প্রতিভা দ্বারা সমাজ উপকৃত হোক, আমরা উপকার লাভ করি, এ আশায় আপনাকে ধন্যবাদ জানাই।
আপনার ভিতর যা দেখছি, একদিন অবশ্যই শুনতে পাবেন যে, আপনি একজন মহান।
কবি নজরুল কিন্তু আপনার মতই একদিন শুরু করেছিলেন। তিনি কখনো জানতেন না যে, তিনি একদিন এমন আসনে আরোহণ করতে পারবেন।
ভাই আমরা সেই দিনের অপেক্ষায় রইলাম।
আর নিজেকে কখনো ছোট ভাববেন না।
আপনার ভবিষ্যত জীবনের আলোকিত মুখ দেখার জন্য আমাদের সমাজও তাকিয়ে আছে।
অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন