"মানুষের রঙ"
লিখেছেন লিখেছেন জোবাইর চৌধুরী ৩০ জানুয়ারি, ২০১৪, ০২:৩১:৪৬ রাত
দিন যায়, দিন আসে
কেউ করে কান্না,
কেউ আবার হাসে।।
জীবনের পথে পথে
কত কেউ মেশে,
অভিনব পথ দেখে
চোখ জলে ভাসে।।
মানুষের রঙ দেখে
ব্যথা লাগে শ্বাসে,
নিয়তির বিচারে
সবি যেন আসে।।
আছি আমি বেশ তো
কেউ নেই পাশে,
অতীতের স্মৃতিগুলো
মুখ টিপে হাসে।।
বিষয়: বিবিধ
১৭৩৯ বার পঠিত, ৪৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ এগিয়ে যান।
আমরা আছি তো!!!
জেনে খুশী হলেম। ধন্যবাদ ভিশু আপনাকে।
এই ভাই? এত বিয়ে বিয়ে করেন কেন?
আপনি বিয়ে পাগল নাকি? হা হা হা
হা হা হা.... আরে শুনাব শুনাব, আগে লিখতে দিন না ভাই।
ভালো লাগা রেখে গেলাম।
অনেক ধন্যবাদ।
বরাবরের মতই আপনাকেও ধন্যবাদ।
দেখুন না প্যারিস থেকে আমি কি জ্বালাতন করছেন,আপনাকে বিচার দিলাম।
হা হা হা..।
আমিও তো তাই বলি
হাই আল্লাহ,
আপনাকে বিচার দিলাম,সুবিচারের আশায়।
এখন তো দেখি......।) ) )
কবি কবি বলে শ্রদ্ধা জানাই।
আমি একা কবি বলিনাকো ভাই।
উপরে দেখেন কে কে বলিলো তাই।
সুন্দর কবিতাটির জন্য অনেক শুকরিয়া
চমৎকার একটি ক্যাবিক মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ আপনাকে।
শ্রদ্ধেয় কবি জোবাইর ভাই
বেশি বেশি কবিতা চাই।
আমাকে কবি বলা মানে,দেশের কবিদের প্রতি অবিচার করা। যা আমি কখনো চাইনা। হা হা হা
আবারো ধন্যবাদ।
থ্যান্ক য়ু।
সূর্য উঠে
সূর্য আবার ডোবে
এরই ভেতর
কাজগুলোকে
সেরে নিতে হবে।
ভুল হলেযে
ভুলের মাশুল
বিপদ জনক হবে
খুব বেশীদিন
জীবন প্রদীপ
জ্বলবে কি এই ভবে?
খুবই ভালো লাগল।
সালাম তোমায়।
অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন