"স্বপ্নময়"
লিখেছেন লিখেছেন জোবাইর চৌধুরী ২৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:৫২:১৩ দুপুর
স্বপ্ন তরীর
মাঝি আমি
অথৈই জলে ভাসি,
হর হামেশায়
স্বপ্ন ভেঙ্গে
নিজে নিজে হাসি।।
ঘুম ভাঙ্গলে
ঘুম আসেনা
এপাশ ওপাশ ঢাকি,
নিত্য ভোরে
স্বপ্ন মোরে
দেয় যে শুধুই ফাঁকি।।
আমিও জানি
স্বপ্নরা সব
পূরণ হবার নয়,
তবু যেন
ভোরটি আমার
হয় যে স্বপ্নময়
বিষয়: বিবিধ
১৬৫৩ বার পঠিত, ৩৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ হাবিব ভাই আপনাকে।
অনেক অনেক ধন্যবাদ প্রেরণার সাথী হওয়ার জন্যে।
অনেক ধন্যবাদ।
হয় যেন ভাই প্রতিটা ভোর
প্রতিটা ক্ষন স্বপ্নময়
তাহার কাছে করছি দোয়া
যেজন শুধু দয়াময়।
মনের কাছে
বসত করে
একজন খুবি দামী,
নাম না লিখে
লিখে শুধু
প্যারিস থেকে আমি।
হা হা হা ধন্যবাদ সাইফুল ভাই আপনাকে।
আপনার ভালো লাগা, আমারও ভালো লাগল। অসংখ্য ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপনাকেও
আপনার ভালো লাগা, আমারও ভালো লাগল। অসংখ্য ধন্যবাদ।
স্বপ্নেই হোক
অবাধ বিচরন,
স্বপ্নেই হোক
নিষ্পাপ সব আচরন।
ধন্যবাদ অনেক ভালো লাগল।
থ্যান্ক য়ু, কিন্তু আপনার নতুন কবিতা পাচ্ছিনা কেন? কবি সাহেবা।
অনেক শুকরিয়া প্রিয় ভাইয়া।
কবিতা কেনো এতকম কবি ভাই
সুন্দর মিষ্টি কবিতা চাই চাই
আরো চাই শ্রদ্ধেয় কবি ভাই
মন্তব্য করতে লগইন করুন