"এক কাপ চা"

লিখেছেন লিখেছেন জোবাইর চৌধুরী ১৯ ডিসেম্বর, ২০১৫, ০২:১৩:০৭ দুপুর

এই চা খাবে?

চা দিব এক কাপ?

সাথে দিয়ে, খানিকটা লেবু।

আনমনে ভেবেছি কেবল

যাপিত জীবনে-

কেউ কি এভাবে বলেছিল কভু?

Rose Good Luck Rose

বাহঃ

এক কাপ চায়ে

এতটুকু প্রীতি?

হেসে শেষে বলেছি শুধু

এ তোমার বোঝার সাধ্য নেই,

নেই মোর বোঝানোর-

এ যেন সবি আমার অমুল্য স্মৃতি।

Good Luck Rose Good Luck

সবারি তো থাকে কিছু

বলা না বলা

সুখ দুঃখের গল্প-

ভেজা চোখে খুঁজি তারে

অসময়ে যে আমারে,

শান্তনা দিয়েছিল অল্প।

Rose Good Luck @};

ধন্যবাদ সবাইকে।

বিষয়: বিবিধ

২০২৬ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354628
১৯ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:১২
রফিক ফয়েজী লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৯ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:০৮
294477
জোবাইর চৌধুরী লিখেছেন : ধন্যবাদ জনাব আপনাকে। Good Luck Good Luck Good Luck
354630
১৯ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:১৭
আওণ রাহ'বার লিখেছেন : অনবদ্য কবিতা!
মনে হলো আব্দুল মান্নান সৈয়দের কবিতা পড়ছি।
জাজাকাল্লাহ
কতদিন পর......!!
১৯ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১৩
294481
জোবাইর চৌধুরী লিখেছেন :
কোথায় উনি
আর
কোথায় আমি?
হা হা হা......।
চাকুরীর কারণে ব্যস্হ থাকতে হয় তাই লেখালেখিও হয়ে উঠেনা আগের মতন। যাইহোক, ধন্যবাদ আপনাকে। দোয়াতে মনে রাখবেন।
354631
১৯ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:১৮
আওণ রাহ'বার লিখেছেন : কেমন আছেন ভাইয়া?!
১৯ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১০
294479
জোবাইর চৌধুরী লিখেছেন : আলহামদুল্লিলাহ ভালো আছি। আপনি?
১৯ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৮
294486
আওণ রাহ'বার লিখেছেন : আলহামদুলিল্লাহ
354716
২০ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:৩৮
ঝিঙেফুল লিখেছেন : ধন্যবাদ Roseভালো লাগলো Good Luck Good Luck Good Luck
২৪ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৪
294973
জোবাইর চৌধুরী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। Good Luck Good Luck Good Luck
354838
২১ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:৩৬
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : জীবনের এতোটা পত শেষেও ‍আপনাকে কেউ এককাপ চা সেভাবে দিলো না। এই ধরনের কবিতা তো আমরাই লিখবো, হাহাহা...
সুন্দর অনুভূতি। শুভকামনা রইলো। কেউ আপনাকে এক কাপ চা দিক, যেভাবে আপনার মন চায়!
২৪ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৯
294974
জোবাইর চৌধুরী লিখেছেন :
এগুলো সবি তো ভাই কল্পনার আলপনা। এখানে বাস্তবতা খুঁজে বেড়ানোর বোকামি কারোরই করা ঠিক হবে না। বিশেষ করে আপনাদের মতো কবিদের তো নয়ই। হা হা হা ধন্যবাদ সিরাজ আপনাকে। অনেক অনেক শুভেচ্ছা রইল।
358028
৩০ জানুয়ারি ২০১৬ দুপুর ০২:০৫
জবলুল হক লিখেছেন : অনেকদিন পর আপনাকে পেলাম। আমিও মাঝে মাঝে ব্লগে উঁকি মারি। কেমন আছেন?
১৩ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৫৮
298013
জোবাইর চৌধুরী লিখেছেন : আমারও একই অবস্হা। কেমন আছেন আপনি? ভালো থাকবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File