"রাজাকার প্রীতি এবং রাজাকার ভীতি"
লিখেছেন লিখেছেন জোবাইর চৌধুরী ২২ মার্চ, ২০১৪, ০৭:৩৩:২৮ সন্ধ্যা
সেদিন হাইব্রীড় মন্ত্রী কামরুল আহবান জানিয়েছে কোন রাজাকার ও জামায়াত শিবিরের কারো সাথে আত্মীয়তার সম্পর্ক না করতে। জানিনা ৭১ সালে রাজাকার ভাইয়ের ছাপাখানার দ্বায়িত্বশীল এবং হাল আমলের মুক্তিযুদ্ধের সোল এজেন্টধারী এই মন্ত্রীর কথা শুনে শেখ হাসিনা ও তার ভাই শেখ সেলিমের কি প্রতিক্রিয়া হয়েছিল।
এই সকল হাইব্রীড় বালরা রাজাকার রাজাকার করে লম্পঝম্প করলেও তাদের নেতা শেখ হাসিনা ও তার মারমুখো ভাই শেখ সেলিম নিজেদের কন্যা দান এবং গ্রহন যে দেশের দুই বিখ্যাত রাজাকার পরিবার থেকে করেছেন, সে কথা বেমালুম ভুলে যান। শাহবাগের গান্জাসেবীরাও বিরানীর টাকা বন্ধ হয়ে যাবার ভয় একবারও উচ্চারণ করেনা, ন তে নুরু রাজাকার, ম তে মুসা রাজাকার। ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, নুরু / মুসা রাজাকারের ফাঁসি চাই।
শুধু মাত্র রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যে ওরা তাদের রাজাকার প্রীতিকে পাবলিকের কাছে রাজাকার ভীতি হিসেবে চালিয়ে দেয়, তাও আবার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে।
আসলে এরা কখনোই বাংলাদেশী ছিল না, ৭১ সালেও না, এখনো নয়। না হয় আমার দেশের অনুষ্টান পরিচালনার ভাষা হিন্দি হয় কি করে?
বিষয়: বিবিধ
১৬৮০ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবি ছিলাম কবে?
গদ্য লেখায়
বাঁধা দিতে হবে?
হা হা হা....।
উৎসাহ দিলাম কবিভাই
হা হা হা।
আমি জানতাম, তাই থ্যান্ক য়ু.......।
উৎসাহ যোগানোর জন্যে আবারো ধন্যবাদ জানাই।
আমিও বুঝিনা
কেন দেয় হাসিনা
এত শত যাতনা।।
ধন্যবাদ মন্তব্যের জন্যে।
অভিজাত্যহীন এসব নেতারা জীবনে হয়তবা আর ক্ষমতায় ফিরে আসতে পারবেনা। তাই তারা বুকফাটা আর্তনাদের মধ্য দিয়ে জাতিকে জানাতে চায়, ক্ষমতা ছাড়লে বিডিআর, হেফাজতের আত্মাগুলো রুখে দাড়াব। পালানোর জায়গা যে নেই।
ধন্যবাদ।
সময় ফুরিয়ে এসেছে তাই শেষ হংকার । এদের অবস্থা এর চেয়েও করুণ হবে
আব্দুল মান্নান মুন্সী
*************
মন্ত্রী সাবের মাথায় টাক,
মাথার ভেতর মহা ফাঁক।
গায় গতরে মোটা তাজা,
ভাবখানা তার মহারাজা।
কথায় কথায় গালাগালি,
তার উপরে করতালি।
মনের ভেতর হাট্রিমাটিম,
তিনি ছাড়া সব পঁচাডিম,
চোখ রাঙ্গিয়ে কথা বলেন,
সম্মানীদের চামড়া তুলেন।
প্রথম ধাপেই মন্ত্রী হলেন,
বিষণ তাপে কথা বলেন।
আগে পিছে ভাবেন্না সে,
মিথ্যা বলেন ভেংচি হেসে।
ক্ষমতা তার অনেক বেশি,
যাকে তাকে দিবেন ফাঁশি।
দেশটা তাহার পিতামহের,
আর যতসব ভিন্ন গ্রহের...।
*কবি জোবাইর চৌধুরিকে আর বেশি বুঝানোর আছে কি...?*
৬/২/২০১২ইং
বিষয়শ্রেণী: সাহিত্য
শেয়ার করুনঃ
৩০৪ বার পঠিত, ৫০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন