"বারণ"
লিখেছেন লিখেছেন জোবাইর চৌধুরী ২০ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:০১:৩৭ রাত
তোরা আমায়
করিস বারণ
বাসতে গেলে ভালো,
দলা দলির
ভরা স্বদেশ
জ্বালবি কিসে আলো?
ক্রোধের জ্বালা
যায় না মেটা
রক্ত দিয়ে ভাই,
চোখের বদলে
চোখ দিয়ে কি
হৃদয় জেতা যায়?
মতের সাথে
নাইবা হল
বরাবরেই মিল,
তাই বলে কি
মানুষ মেরে
ভরবি নালা ও ঝিল?
মনের উপর
জোর খাটিয়ে
করিস যতই শাসন,
দিন ফুরালে
পার পাবিনা
দিসনা যতই ভাষন।।
বিষয়: বিবিধ
১৫৫২ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ বরাবরেই প্রেরণা যোগানোর জন্যে।
অনেক অনেক ধন্যবাদ।
কারণ আমি তো কবিতা , ছড়া লিখতে জানিনা
সাদা মাটা ভাবে বলছি ...
অনেক সুন্দর, কবি আপনার কবিতা।
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্যে।
মন্তব্য করতে লগইন করুন