"বাঁধন"
লিখেছেন লিখেছেন জোবাইর চৌধুরী ১৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:০৭:১০ বিকাল
যত্ন করে
বুঝাই তারে,
হাতটি আমার
রেখো ধরে।।
মনের উপর
থেকো যেন
মেঘের আদল নিয়ে,
অভিমানে মনকে দিও
বৃষ্টি দিয়ে ধুয়ে।।
বৃষ্টি আমার
ভীষন প্রিয়
জোসনা ভরা রাতে,
ভিজতে খুবি
ইচ্ছে করে
তোমায় নিয়ে সাথে।।
মোদের ভুবন
ভরিয়ে দিতে
এলো জিদান আঁধন,
যাই হবে হোক
হোক না যেন,
অটুট থাকে বাঁধন।।
সবার দোয়া কাম্য।
বিষয়: বিবিধ
১৭৪৯ বার পঠিত, ৪১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রথম মন্তব্যকারী ও দোয়ার জন্যে অনেক অনেক ধন্যবাদ।
কি মিষ্টি ।
খুব ধন্যবাদ।
পিলাচ।
গুড়ুগড়ু আকাশ ।
মুরুমুরু বৃস্টি।
শুকরিয়া
অশুভকামনা ।
অন্নেক দোয়া চাই।
কবি ভাই।
দোয়া রইলো।
বাঁধন কেন ছুটবে
শক্ত করে বাঁধলে তবে
কভু নাহি টুটবে
ধন্যবাদ আপনাকেও, ভালো থাকবেন সব সময়।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আল্লাহ আপনাকেও অনেক অনেক ভালো রাখুক।
প্রিয় সাইফুল ভাই
খোঁচা দিয়ে লাভ নাই।
অতীতেও ছিলেন প্রিয়তে
আজীবন থাকবেন তাই।
আপনি আপনার লেখনি দিয়ে আমার প্রিয়তে ছিলেন,আছেন এবং থাকবেন সব সময়। ধন্যবাদ আপনার খোঁচা মারা মন্তব্যের জন্যে।
এটাই মোর কামনা,
ভবিষ্যতের লেখার জন্য
রইল ফের শুভ কামনা।
চমৎকার কাব্যিক মন্তব্যের জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
তাইলেও আরো ভালো।
"স্বপ্নেতে করি বাস
সাথে নিয়ে কল্পনা,
আবেগের তুলি দিয়ে
এঁকে যাও আল্পনা"।।
হা হা হা..। অনেক অনেক ধন্যবাদ।
থ্যান্ক য়ু, আল্লাহ যেন আপনাকেও সব সময় ভালো রাখেন। দোয়া করার জন্যে অনেক অনেক ধন্যবাদ।
যতই বাধা বিপদ আসুক তেড়ে।
ধন্যবাদ কবি হে ...............
সুন্দর ছড়া মন্তব্যের জন্যে অনেক অনেক ধন্যবাদ।
এক ঢালি ফুলের শুভেচ্ছা আপনাকেও।
অনেক অনেক ধন্যবাদ।
থ্যান্ক য়ু, দোয়ায় স্মরন রাখার অনুরোধ রইল।
ধন্যবাদ আপনাকেও। ভালো থাকবেন সব সময়।
ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অনেক ধন্যবাদ।
দোয়া করি নিত্য
বাঁধন যেন হয় পোক্ত
অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও।
আপনি বুঝে নিয়েন 'হারিকেন' একটা ছড়া মন্তব্য করেছে
নিলাম বুঝে,
চমৎকার ছড়া মন্তব্যের জন্যে হারিকেনকে অনেক অনেক শুভেচ্ছা ।
মন্তব্য করতে লগইন করুন