নামাজ
লিখেছেন লিখেছেন জবলুল হক ২৬ জানুয়ারি, ২০১৪, ০৪:২৪:২০ বিকাল
নামাজ হলো প্রভুর সাথে
নিরব আলাপন,
শুদ্ধ করে পড়লে নামাজ
প্রশান্তি পায় মন।
প্রতিদিনকার নামাজ যারা
সময়মত পড়ে
আশালীন আর মন্দ হতে
নামাজ রাখে দূরে।
রোজ হাশরে প্রথম হবে
হিসাব নামাজের
নামাজ পারে ফিরিয়ে দিতে
শান্তি সমাজের।
চলো সবাই মসজিদে যাই
নামাজ আদায় করি
মহান আল্লাহ পাকের রজ্জু
শক্ত হাতে ধরি।
25.01.14
Bilbao, Spain.
বিষয়: বিবিধ
১২২৪ বার পঠিত, ৩৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চমতকার ছড়া দিয়েছেন ।
দারুণ!
খুব ভালো লাগ্লো...
আল্লাহ তায়ালা আপনাকে এভাবে কবিতা লিখে আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করে দিবেন বলে আশা রাখি।
আপনাকে অনেক ধন্যবাদ।
আমি আসলে কবিতা লিখি জেদ করে। এক ব্লগে আমি কিছু এস এম এস কাব্য লিখতাম, একদিন তার জন্য এক কবি ভাই খুব বকা বকি করতে শুরু করলেন। কি এ সব ছোট ছোট এস এম এস কাব্য লিখ। সেই থেকে টুক টাক লিখি।
আপনার লিখা সুন্দর..................
আপনি শব্দের ব্যবহারে একটু খেয়াল দিন ...। দারুন হবে
রসুল (সা) বলেছেন,
"সল্লু কামা রআইতুমুনি উসল্লি"
তোমরা ঠিক সেভাবেই সালাত পড় যে ভাবে আমাকে পড়তে দেখেছো
আল্লাহু আকবার।
ক্ষণ এলো জাগবার
ঐ শোন শোন সালাতের ধ্বনি
আল্লাহু আকবার
মন্তব্য করতে লগইন করুন