শিরোনা্মহীন কষ্ট
লিখেছেন লিখেছেন জবলুল হক ২৫ জানুয়ারি, ২০১৪, ০৩:৪৭:২৭ রাত
বাংলাদেশে শুষক খরা যখন নামে শীত
সাধের ইউরোপ এসে দেখি সবই বিপরীত।
হাড় কা্ঁপানো কনকনে শীত তাতেই জড়োসড়ো
তার উপরে বৃষ্টি বাদল বাতাস নামে ঝড়ো।
মনটা আমার আরাম প্রিয় অলস বরাবরের
ভাল্লাগেনা এমন দিনে বাইরে যেতে ঘরের।
তারপরেও ঘরের বাহির মনের বিপরীতে
জীবনতো আর যায় না থেমে বৃষ্টি বাদল শীতে।
বিষয়: বিবিধ
১০৭৭ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"তারপরেও ঘরের বাহির মনের বিপরীতে
জীবনতো আর যায় না থেমে বৃষ্টি বাদল শীতে"।
ছন্দের দারুণ সমাহার। ভালো লাগল। ধন্যবাদ।
মিষ্টি একটা শিশু।
আহারে কি মায়া লাগে কচি মুখটা দেখে্!
ভালো থাকবেন।
সবার কাছে দোয়া চাই।
ভালো লাগার জন্য ধন্যবাদ।ভালো থাকবেন এই কামনা রইল।
তাই আপনার সাথে একটু মজা করতে ইচ্ছা হল
মাইন্ড করলেন নাকি ভাই।
ভালো লাগলো।
ভালো থাকুন দোয়া রইল।
সুস্থ থাকুন, সুখে থাকুন।
আপনার জন্য0ও দোয়া রইল।
ভালো থাকুন সুস্থ আর সুখে থাকুন।
মন্তব্য করতে লগইন করুন