গোলাপিরে গোলাপি ট্রেন তুই মিস করলি।

লিখেছেন লিখেছেন নাবীল ২৫ জানুয়ারি, ২০১৪, ০২:৩১:০০ রাত

আওয়ামী লীগ একটি সুপ্রাচিন রাজনৈতিক দল।এই দলটি সর্ব প্রথম ছিলো আওয়ামী মুসলিম লীগ।শেখ মুজিব ইসলামের খেদমত বেশি করেছেন বিধায় মুসলিম নামটি বাদ দিয়ে শুধু আওয়ামী লীগ নাম রেখেছেন।

বর্তমানে এই দলটির প্রধান আছেন শেখ মুজিবুর রহমানের মেয়ে জনাবা শেখ হাছিনা।

তিনি গত ২ দিন আগে জনসভায় যে কথাটি বললেন তুই বলে যেই সম্ভোধন করলেন এইটা কি কোন রাজনেতিক নেতার বক্তব্য।কোন ভদ্র লোক কি এই ভাবে কথা বলতে পারে।রাজনৈতিক নেতাদের কথায় একটা মাধুর্য থাকা লাগে রাজনীতি করেন ব্যাবহার কিভাবে করতে হবে সেইটা জানেন না।মনে চায় এই সমস্ত রাজনৈতিক দের মুখে থুথু মারি।

প্রিয় ব্লগার বৃন্দ এবং সচেতন দেশবাসি আপনাদের অবশ্যই মনে থাকার কথা আমাদের এই প্রধানমন্ত্রী কে আগের ট্রার্মে আদালতের বিচারপতি বলেছিলো (রংহেড়েড়) মাথা খারাপ,কেন বললো তার রুক্ষ স্বভাবের জন্য।এখন মনে হয় উনি ৫ %জনগের প্রতিনিধিত্ব করার কারণে আরো রুক্ষ স্বভাবের হয়ে গেছেন।কাকে কি বলেন উনি বোধ শক্তি হারিয়ে পেলেন।

এই ধরনের নীতি হীন নেত্রী থেকে দেশের মানুষ কি আশা করতে পারেন।

সে যেই কলঙ্ক জনক একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন এতে যদি তার আক্কেল থাকতো তাহলে কথা বার্তা মেপে বলতেন।

আমাদের এলাকার একটা কথা বলে (চৈইর্বা আর জাইর্বায় সমান) তার ব্যাবহার দেখে সেই প্রবাদ মনে পড়ে।

সে যে বেয়াদব একজন মহিলা সারা বিশ্বের মানুষ ইতিমধ্যে দেখেছে।

আমাদের ভাগ্য টাই খারাপ আমাদের যারা নেতৃত্ব দিচ্ছে ৯৫% নেতা নেত্রীই বেয়াদর,লম্পট,দূর্নীতিবাজ,চোর,ড়াকাত,খুনি।

বিষয়: বিবিধ

১২০৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

167147
২৫ জানুয়ারি ২০১৪ সকাল ১১:২১
বিন হারুন লিখেছেন : গোপালীর চেয়ে গোলাপ ভাল. গোলাপী রংতো নারীর অলংকার. ঈর্ষা করে লাভ নেই.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File