আগাছা
লিখেছেন লিখেছেন জবলুল হক ২৪ জানুয়ারি, ২০১৪, ০২:৩৭:১২ দুপুর
বাংলাদেশকে খাচ্ছে লুঠে
গুটি কয়েক লোকে
ওদের জ্বালায় দেশ-জনগন
মরছে ধুকে ধুকে।
ওরা কেহ রাজনীতিবিদ
কেহ শিল্পপতি
ওরা ক'জন টাকার কুমির
প্রভাবশালী অতি।
ওরা লোভী;দুর্নীতিবাজ
করছে দেশের ক্ষতি
স্তব্ধ করে দিচ্ছে দেশের
উন্নয়নের গতি।
ওদের যবে উপড়ে দিতে
পারবে জনগন
সোনার বাংলার স্বপ্ন হবে
সেদিন বাস্তবায়ন।
বিষয়: বিবিধ
১০২৬ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গুটি কয়েক লোকে
ওদের জ্বালায় দেশ-জনগন
মরছে ধুকে ধুকে।
অবাস্তব কিছু লেখেননি তাই ধন্যবাদ
প্রশ্ন জাগে মনে!
দাবী আদায় করতে কেন
মরছে জনে জনে?
রক্ত তো সব ঢেলেই দিছি
একাত্তরের অক্তে
পিচ ঢালা ঐ কাল রাজপথ
আজ কেন লাল রক্তে?
পারছিনা আর সইতে প্রভু
মুক্ত করো দেশটা
আর কতকাল সইবো এমন
নোংরা পরি-বেশটা।
মন্তব্য করতে লগইন করুন