আমি লজ্জিত !

লিখেছেন লিখেছেন সত্যের বিজয় ২৪ জানুয়ারি, ২০১৪, ০২:১৮:৪১ দুপুর

গ্রাম বাংলায় আজও একটি প্রবাদ প্রচলিত আছে"পুরুষের বুদ্ধি পায়ের নলায়-মহিলাদের বুদ্ধি থাকে গলায়"।অর্থাৎ একটা পুরুষের চাইতে একটা মহিলার বুঝ-জ্ঞান,বিবেক বিবেচনা সাধারণত একটু কম থাকে।আর এই প্রবাদ টা বারবার সত্যে পরিনত করে চলেছেন আমাদের বিধবা প্রধানমন্ত্রীরা । একটা প্রধান মন্ত্রী হয়ে কিভাবে ব্যঙ্গ করে বলতে পারে-'গোলাপীরে গোলাপী ! নির্বাচনী ট্রেন মিস করিলি।"

আচ্ছা আপনারাই বলেন,একজন প্রধানমন্ত্রীর ভাষা কি এমন হতে পারে ? বিরোধীদলীয়নেত্রী খালেদাজিয়া যদিও হাসিনার চেয়ে একটু ভদ্র কিন্তু মাঝে মাঝে এমন কিছু সিদ্ধান্ত গ্রহন করেন বা এমন কিছু বলেন যা তারও জ্ঞানের অদূরদর্শীতাকেই প্রমান করে।জাষ্ট একটা এক্সাম্পল দেই।গত ৫ই মে যখন হেফাজতে ইসলাম তাদের ঘোষিত ন্যায্য ১৩ দফা দাবী আদায়ের জন্য শাপলা চত্ত্বরে অবস্হান করেছিল তখন ঐ রাতে খালেদা জিয়া সরকার কে ক্ষমতা ছাড়ার জন্য 24 ঘন্টার আল্টিমেটাম দিলেন কেন ? হেফাজতে ইসলাম কি সরকার পতনের জন্য আন্দোলন করেছিল ? হেফাজতে ইসলাম কি খালেদা কে গদিতে বসানোর জন্য আন্দোলন করেছিল ? আজ কোথায় গেল তার সেই আল্টিমেটাম ? হেফাজতের কাঁধে ভর করে ক্ষমতায় যাবার দিবাসপ্ন দেখেছেন উনি ! আজ সময় এসেছে এদেশের পুরুষ রাজনীতিবিদদের হাতে চুড়ি পরে, নাকে নাক ফুল পড়ে, নিজেদেরকে আবেদনময়ী করে, রাজপথে উপস্থাপন করার। ছিঃ লজ্জা !

আমরা মুসলিম হয়েও যে ইতিহাস রচনা করলাম, তা পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই। কোন ইয়াহুদি খৃস্টান রাস্ট্রে ও নেই। এতটা কলঙ্কময় রাস্ট্র আর লেডিস পাগল রাজনীতি, ইতিহাসে আর একটাও নেই।

পৃথিবীর ইতিহাসে মোট ২২৮ টি রাস্ট্র আছে। তার ভিতর মুসলিম রাষ্ট্র আছে ৬৫ টি। আর এই ২২৮ টি রাস্ট্রের ভিতর বর্তমানে বিশ্বের ২৫ টি দেশের শীর্ষ পদে নারীরা রয়েছে।

কিন্তু এই কৃতিত্ব অন্য কোন রাস্ট্রে নেই, যা আমাদের আছে।ইস ! কেমন ফাটা কপাল আমাদের ! আমাদের প্রধান মন্ত্রী একজন নারী, বর্তমান বিরোধী নেত্রী একজন নারী, রাজপথে ১৮ জোটের যে নেতৃত্ব দিচ্ছেন, তিনি একজন নারী। সংসদের স্পিকার তিনি ও একজন নারী।জাতীয় পার্টির পল্টিবন্ধু এরশাদ কে ডবল পল্টি দিয়ে রওশন এরশাদ এখন সরকারের গৃহপালিত বিরোধী দলীয় নেতা।তিনিও একজন নারী।

একটা দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাস্ট্রের গুরুত্ব পূর্ন চারটি পদে যদি চার জন নারীই থাকে। তাহলে চুড়ি আর নাক ফুল পরা ছাড়া আমাদের কী বা উপায় আছে ???

যদি অভিশপ্ত নারী নেতৃত্ব, আমাদের রাজনীতি থেকে বিতাড়িত না করা যায় ? তাহলে এই রাজনীতি করারই বা কী দরকার আছে ???

বিষয়: বিবিধ

১২২৬ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

166722
২৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:২২
হতভাগা লিখেছেন : একমাত্র পরাশক্তি আমেরিকা যেখানে নারী স্বাধীনতা সারা বিশ্বের জন্য অনুকরনীয় তারাও তাদের গত ২২৫ বছরের ইতিহাসে কোন নারীকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত তো দূরের কথা মনোনয়নও দেয় নি ।

এমন কি রমনি নাম নিয়েও একজন পুরুষকে গতবার হারতে হয়েছে ।

থ্যাচারের পর বৃটেন আর কোন রমনীকে পায় নি প্রধানমন্ত্রী হিসেবে ।

নারী যদি কোন কিছুর ক্ষমতা পেয়ে যায় তাহলে সে সেই পদের সর্বোচ্চ অপব্যবহার করে যার দৃষ্টান্ত দুনিয়াতে নজিরবিহীন হয়ে যায় - সেটা ঘরে হোক কিংবা বাইরে ।

২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৫
121222
সত্যের বিজয় লিখেছেন : সঠিক বলেছেন । ধন্যবাদ আপনাকে ।
166726
২৪ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:০৩
ইবনে হাসেম লিখেছেন : লজ্জিত আমিও। এ লজ্জা শুধু আমার আর আপনার নয়, এ লজ্জা বাংলাদেশের সমগ্র পুরুষ সমাজরে। ঠিকই বলেছেন, সবাইকে এখন হাতে চুড়ি আর নাকে নাকফুল, কানে দুল পরে, ঘরে বসে পড়ার সময় হয়েছে....
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৭
121225
সত্যের বিজয় লিখেছেন : ঠিক বলছেন ! তবু যদি আমাদের আক্কেল হত !
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪১
121261
হতভাগা লিখেছেন : হিটলার কিছু ইহুদী রেখে গিয়েছিলেন কারণ উনি দেখাতে চেয়েছেন যে কেন উনি ইহুদীদের উপর এত ক্ষাপ্যা ছিলেন ।

বাংলাদেশের মানুষ যে এত নারী স্বাধীনতা , নারীর ক্ষমতায়ন বলে চিতকার চেঁচামেচি করে - তাদের জন্য একটা চরম শিক্ষা হয়ে আছে এই গত দুই যুগ ।

দূর্নীতি ও দুঃশাসন কাহাকে বলে এবং তা কত প্রকার ও কি কি তা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি । টের পেলেও কোন লাভ হচ্ছে না । কারণ এর থেকে যে আমরা বেরই হতে পারছি না ।

তবে আমাদের সাফারিংস থেকে বিশ্বের অন্য দেশগুলো বিশেষ করে নামী দেশগুলো একটা ভাল লিসেন নিয়েছে ।
166735
২৪ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৫
ইমরান ভাই লিখেছেন : Silly Silly Silly Day Dreaming Day Dreaming Day Dreaming
এই সিসটেম পাল্টাবে কে???????????????
Loser Loser Loser Loser
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৪১
121230
সত্যের বিজয় লিখেছেন : দোষ তো এই আমরা জনগনের । আমরাইতো লেডিস পাগল । এই পাগলামি যেদিন দূর হবে সে দিন আশা করা যায় এই সিস্টেম পাল্টাবে ।
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৩
121263
হতভাগা লিখেছেন : ভাই সুযোগ তো আসছিল ছয় - সাত বছর আগে
২৫ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৩
121276
ইমরান ভাই লিখেছেন : Day Dreaming Day Dreaming Day Dreaming
হুমমম..জাতির মাথায় এটা ভাবার মতো মগজ উৎপন্ন হউক এই দুআ করি।
166772
২৪ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৫
প্যারিস থেকে আমি লিখেছেন : কবে যে এই দুই নেত্রী থেকে আমরা মুক্তি পাব।
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৬
121265
হতভাগা লিখেছেন : মুক্তি কি আমরা আদৈ পেতে চেয়েছি সেই ছয় - সাত বছর আগে ?

বন্যেরা বনে সুন্দর , শিশুরা মাতৃক্রোড়ে

পুরুষেরা বাইরের কাজে , মেয়েরা ঘরের কোণে

যতই এর ব্যাতায় আমরা ঘটাতে চাইব , শান্তি আমাদের থেকে ততই দূরে সরে যাবে ।
166792
২৪ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৫
শিশির ভেজা ভোর লিখেছেন : প্যারিস থেকে আমি লিখেছেন : কবে যে এই দুই নেত্রী থেকে আমরা মুক্তি পাব।

সত্যি বলেছেন ভাই।
166811
২৪ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
মনসুর লিখেছেন : মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
166815
২৪ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
আলোকিত ভোর লিখেছেন : ধন্যবাদ Rose
167267
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৫
সত্যের বিজয় লিখেছেন : সুন্দর ও জ্ঞানগর্ভ কমেন্ট করার জন্য ধন্যবাদ সবাইকে ।
167268
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৫
সত্যের বিজয় লিখেছেন : সুন্দর ও জ্ঞানগর্ভ কমেন্ট করার জন্য ধন্যবাদ সবাইকে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File