বিয়ের আগে কনে দেখতে যে বিষয়গুলো লক্ষ্য রাখা জরুরী
লিখেছেন লিখেছেন সত্যের বিজয় ০৮ জানুয়ারি, ২০১৮, ০৬:৫৯:৩০ সন্ধ্যা
জনৈক বন্ধুর কনে দেখা সম্পর্কিত একটি পোষ্ট পড়লাম। কনে দেখতে গিয়ে তিনি কিছুটা হতাশ হয়েছেন! প্রস্তাবিত কনে হিজাব-নিকাব এবং হাত মুজা পা মুজা পরে সামনে এসেছিলেন। জিজ্ঞেস করা একটি কথারও জবাব সুন্দর ভাবে দিতে পারেন নি। তিনি নাকি একজন আলেমা!
অনেকে বিভিন্ন মন্তব্য করেছেন। পক্ষে বিপক্ষে।
এখানে আমার কিছু কথা আছে!
প্রথমত: বর্তমানে আমাদের সমাজে যেভাবে কনে দেখার একটি প্রচলন আছে তা অত্যন্ত নির্মম, এবং একজন মেয়ের জন্য খুবই অপমান জনক! এভাবে কনে দেখার কোন নিয়ম ইসলাম দেয়নি। ইসলাম কোন সুযোগ মতো দেখে নিতে বলেছে।
প্রতিটি মানুষেরই পছন্দ-অপছন্দ যেমন একটি গুরুত্ত্ব পূর্ন বিষয়, তেমনি একজন মানুষের ইজ্জত-সম্মান রক্ষা করা সেটাও জরুরী ।
একটি ছেলে একটি মেয়েকে ঢাক-ঢোল বাজিয়ে দেখে অতপর পছন্দ নয় বলে চলে গেলো! এখন আপনি একটিবার চিন্তা করুন তো, ঐ মেয়েটির মানসিক অবস্থা কেমন হবে?? সে নিজেকে পরিবারে কতটুকু অপমানিত আর মূল্যহীন ভাববে!
হে জালেম পুরুষ!
তোমাকে কে এই অধিকার দিয়েছে একজন নারীকে এভাবে অপমানিত করার?
বিষয়টি নিয়ে আমাদের অবশ্যই একটু সচেতন ভাবে চিন্তা করা জরুরী।
আমার কথা হলো ---
০১.
কনে দেখার ব্যবস্থা করতে হবে এরকম হেকমত ও কৌশলে যাতে পিতা-মাতা ছাড়া পরিবারের অন্য কেউ জানা দূরে থাক বুঝতেই যেন না পারে। প্রথম সাক্ষাত এবং পছন্দ অপছন্দের বিষয় সমাধান হলে পরিবারের অন্য কাউকে জানাতে আপত্তি নেই।
০২.
কনে দেখার সময় কনের হাত মুজা পা মুজা অতিরিক্ত হিজাব-নিকাব পরা এক ধরনের বোকামি বা চালাকি! এজন্য কনে দেখতে যাওয়ার সময় বিশ্বাস যোগ্য কোন মহিলা সাথে নেওয়া জরুরী। তার শারীরিক বড় কোন সমস্যা আছে কি-না, সেটা ও পরিষ্কার জিজ্ঞেস করে নেওয়া চাই।
পাত্র কনের চেহারা হাত পা ইত্যাদি দেখার অধিকার রাখে। নিজের একজন মহিলার মাধ্যমে গলা চুল ইত্যাদি দেখে নেওয়া যেতে পারে।
০৩.
আজ কাল যেহেতু বিভিন্ন দাজ্জালী ফিতনা প্রসার লাভ করেছে, তাই কনেকে তার মানহাজ-মাজহাব বিষয়ে পরিষ্কার জিজ্ঞেস করে নেওয়া চাই।
আর সব চেয়ে জরুরী হলো উভয় প্রথম কথাবার্তায় সৎ হওয়া। চালাকির বিয়ে যেমন শান্তি হয়না তেমনি ঠিকেও থাকেনা।
যেহেতু মানুষের জীবনে বিয়ে-শাদী একটি অত্যন্ত গুরুত্ব পূর্ন বিষয়, তাই এ বিষয়ে সাবধানতা অবলম্বন করা চাই!
এখন আর আগের যুগ নয়। তাই কনে দেখার সময় প্রথম সাক্ষাতেই জিবন-জীন্দেগীর পথ স্টাইল সম্পরকে পরস্পর বুঝে নিতে হবে।
কনে দেখার সময় কনের মিকাপ করা প্রতারণা হিসেবে গন্য হবে। নিজে যেমন...... সেভাবেই নিজেকে উপস্থাপন করতে হবে। ভালো মেয়েরা এ সময় মিকাপ করেনা।
আত্নিয়তা শুধু দুই মানুষের মধ্যেই হয়না বরং দুই পরিবারের মধ্যে হয়, তাই ফাইনাল সিদ্ধান্ত নেবার আগে পরিবারের সবার সাথে সাক্ষাত জরুরী, অন্যতায় পড়ে পরিতাপ করে লাভ নেই!
আপনি মা বাবাকে নিয়ে একত্রে থাকতে চাইলে আগেই স্ত্রীর মতামত জেনে নিবেন যাথে পরবর্তীতে আমার 'হক হক' বলে ঝামেলা সৃষ্টি করতে না পারে। বর্তমান সময়ে এটা অত্যন্ত জরুরী বন্ধু গন!
বিয়ের মতো একটি গুরুত্ব পূর্ণ বিষয় দুনিয়াবি কোন স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত না নেওয়া চাই। এটি মারাত্মক ক্ষতিকর।
কথাবার্তা আচার ব্যবহারে কোন রূপ লুকোচুরির আবাস পেলে সাথে সাথে সটকে পরুন। ভালো মানুষ কখনো এ ব্যাপারে লুকোচুরি করেনা।
আরেকটি কথা না বললেই নয়! সব সময় তাড়াহুড়া থেকে বেঁচে থাকতে হবে।
আশাকরি আমার অবিবাহিত বন্ধুদের এই ছয়টি কথা কাজে লাগবে।
#md Abu Usuf
বিষয়: বিবিধ
১৩৬৯ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর মেয়ের ব্যাপারে খোঁজ নেবার পাশাপাশি অবশ্যই এটা খোঁজ নেওয়া উচিত - মেয়ের মায়ের তার শশুড় বাড়ির লোকদের সাথে ভাব কেমন । মেয়ের ফুফুদের সাথে মায়ের কেমন মিল ?
মেয়ের ব্যাপারে সবচেয়ে একুরেট বলতে পারবে তাদের বাসার কাজের বুয়া।
মন্তব্য করতে লগইন করুন