*!*¡*!*¡*!*¡*জ্যাম!*¡*!*¡*!*¡*!*¡*!
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ জানুয়ারি, ২০১৮, ০৫:৪০:৪৭ বিকাল
নারিকেল তেল জমে গেছে
আটকে পড়ে শুঁই
কুসুম রোদে গলবে আবার
গলবি নাকি তুই।
লেপ তোষকে জমে গেছে
উষ্ণ উষ্ণ ঘুম
শনি, রবি হয়নি দেখা
আসবি নাকি সোম?
ঠান্ডা পানি জমে গেছে
গোসল গোসল ভয়
তোর ছোঁয়াতে ঝাপটা মেরে
ডুব দেব ছয়।
শীতকালটা জমে গেছে
জমলনা আর প্রেম
বসন্তরাজ দিচ্ছে নাড়া
লাগল প্রেমে জ্যাম।
বিষয়: বিবিধ
৬৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন