*!*¡*!*¡*!*¡*বৃদ্ধ!*¡*!*¡*!*¡*!*¡*!
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ জানুয়ারি, ২০১৮, ০২:১৫:১৭ দুপুর
বৃদ্ধ লোকের আয় থাকেনা
লাঠি থাকে হাতে
সকল কথা গায় মাখেনা
দুঃখ বাড়ে তাতে।
বৃদ্ধ লোকের মনে থাকেনা
ভুলে যাবার স্বভাব
টাকা পয়সার ধার ধারেনা
নাইতো কোন অভাব।
বৃদ্ধ লোকের ভার লাগেনা
অচল দেহ অঙ্গ
একটু পেলে আর রাগেনা
আপনজনের সঙ্গ।
বিষয়: বিবিধ
৬৫৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মনে থাকেনা।
আবার অনেকেরই বস কিছু মনে থাকে।
মন্তব্য করতে লগইন করুন