ঘুমাও প্রজন্ম ঘুমাও!

লিখেছেন লিখেছেন সত্যের বিজয় ১৫ জুন, ২০১৭, ১১:৩১:১৬ রাত

গত রমজানের আগের রমজানে

প্রশ্ন এসেছিল # সোমালিয়া

থেকে

.

“আমাদের যদি সেহরী বা ইফতার

খাবার জন্য কোন কিছু না থাকে

তবে কি আমাদের রোজা হবে???"

.

গত রমজানে প্রশ্ন এসেছিল

# ফিলিস্তিন থেকে

.

"আমি মোহাম্মদ, গাজা থেকে

বলছি, আমার বয়স হচ্ছে ১১। আমার

প্রশ্ন হল, শায়খ মিসাইলের

বিস্ফোরনের কারনে আমার

মুখের ভিতর ঢুকে যাওয়া ময়লা

এবং পাথরের কারনে আমার

রোজা কি ভেংগে যাবে?

.

এ রমজানে প্রশ্ন এসেছে

# সিরিয়া থেকে -

.

-কেমিক্যাল অস্ত্রের আক্রমনে

কি রোজা ভেংগে যাবে?

......

হে প্রজন্ম!

তুমি ঘুমাও শান্তিতে,

এরা তোমার কেউ না!

.

প্রজন্ম তুমি ক্রিকেটে বিশ্ব

জয়ের আনন্দে মাতো,

এদের পরোয়া করো না।

.

তুমি হারিয়ে যাও বন্ধু-আড্ডা-

গানে, এরা হারাক রক্ত আর

ধ্বংসস্তূপ এর নীচে!

প্রজন্ম ! ভুলেও এদের ভাবনা

মাথায় এনো না, এদের কথা মুখে

এনো না; পাছে কেউ তোমাকে

জংগী বলে ফেলে !!!

বিষয়: বিবিধ

১০৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File