দৃষ্টিভঙ্গি

লিখেছেন লিখেছেন সত্যের বিজয় ১০ জুন, ২০১৮, ১০:২৩:২৫ সকাল

স্বামী ঘরে ঢুকতেই স্ত্রী রেগে চেঁচিয়ে

উঠলেনঃ- কোথায় ছিলে আজ সারা দিন?

- অফিসে

খবর নিয়েছি, সেখানেও যাও নি তুমি ব্যাপারটা কি

শুনি ?

স্বামী তোতলাতে তোতলাতে - ইয়ে মানে..

স্বামীর মুখের কথা কেড়ে নিয়ে স্ত্রী আবার

চেঁচিয়ে উঠলেনঃ- কোথায় গিয়েছিলে, বলছো না কেন ? আর এই নোংরা বাক্স আর কাপড়ের পোটলা কোথা থেকে উঠিয়ে নিয়ে এসেছ ?

স্বামী কোন মতে সাহস সঞ্চয় করে বললেনঃ-

আমি মাকে আনতে গ্রামের বাড়িতে চলে

গিয়েছিলাম।

আগুনে যেন পেট্রোল পড়ল!

স্ত্রী ঝাঁজিয়ে উঠে বললেনঃ- কি ই ই ই ই ই ই ? কি

বললে ? তোমার মাকে এখানে নিয়ে এসেছ ?

তোমার লজ্জা নেই ? তোমার ভাইয়ের কাছে

ওনার কি অসুবিধা হচ্ছিল ?

স্ত্রী রাগে এমন আচ্ছন্ন ছিলেন যে পাশেই সাদা

শাড়িতে মুখ ঢেকে এক বৃদ্ধা যে চোখের জল

রোধ করার চেষ্টা করছেন, সেটা খেয়ালই

করছেন না !

স্বামী বলছেনঃ- ওনাকে আমার ভাইয়ের কাছে রাখা

যাবে না।

স্ত্রীর চোখে আগুন জ্বলে উঠলঃ- কেন ?

এখানে ধনকুবেরের ভান্ডার আছে নাকি ? তোমার সাত হাজার টাকা মাইনে দিয়ে বাচ্চার পড়াশুনার খরচ বয়ে

পুরোটা সংসার আমি কিভাবে চালাচ্ছি, সেটা একমাত্র

আমিই জানি !

স্ত্রীর কণ্ঠে এতটাই ঝাঁজ ছিল !

স্বামী গলার স্বর দৃঢ় করে বললেনঃ- আজ

থেকে উনি আমাদের কাছেই থাকবেন।

স্ত্রী গলার সুর সপ্তমে নিয়ে বলছেনঃ- আমি বলছি

ওনাকে এই মুহূর্তে তোমার ভাইয়ের ওখানে

রেখে এসো! নইলে আমি এই ঘরে এক মুহূর্ত

থাকব না। আর এই মহারানীরও কি এখানে আসতে

একটুও লজ্জা করল না ?

এ কথা বলে স্ত্রী যেই সেই অসহায় বৃদ্ধার

দিকে তাকালেন, তার পায়ের নীচ থেকে মাটি

সরে গেল !!...

গলার সুর নরম করে আবেগতাড়িত হয়ে বললেনঃ- মা,তুমি ?

বৃদ্ধা কাঁদো কাঁদো হয়ে বললেন-- হ্যাঁ রে,

তোর ভাই আর ভাইয়ের বউ আমাকে ঘর থেকে

তাড়িয়ে দিয়েছে। এখন আমি কোথায় যাব! তারপর আমি

জামাইকে ফোন করলে সেই আমাকে এখানে

নিয়ে এসেছে !

বৃদ্ধার কথা শুনে স্ত্রী একরাশ কৃতজ্ঞ দৃষ্টি নিয়ে

স্বামীর দিকে তাকালেন আর হেসে বললেনঃ-

তুমিও খুব নাটকবাজ, প্রথমেই আমাকে বলে দিলে

না কেন যে তুমি আমার মাকে আনতে যাচ্ছ ???

মরালঃ

মা তো শুধুই মা।

তোমার মা আর আমার মা আবার কি???

শাশুড়ি কে শাশুড়ি না ভেবে মায়ের যায়গায় বসান দেখবেন পৃথিবীর সব সুখ আপনার কাছে। দৃষ্টিভঙ্গি পাল্টান।

আপনি হবেন পৃথিবীর সবচেয়ে সুখি মানুষ।

বিষয়: বিবিধ

১১৩২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385511
১২ জুন ২০১৮ রাত ০৩:৩৪
আমি আল বদর বলছি লিখেছেন : আহ এই হলো আমাদের সভ্য সমাজ,
কত নুংরা হয়েছে একবার ভাবলে গা শিওরে উঠেও যদিও আপনি এটি গল্প লিখেছেন , তবে এটা বর্তমান পরিস্তিতির ঘটনা গুলি ফুটে উঠেছে
২৫ জুন ২০১৮ দুপুর ০৩:৫৫
317814
সত্যের বিজয় লিখেছেন : জী জনাব,অন্তত আমরা নিজেরা যেন এ থেকে দূরে থাকতে পারি সে চেষ্টা করতে হবে।
385518
১৩ জুন ২০১৮ দুপুর ১২:৩২
হতভাগা লিখেছেন : এটা ইউটিউবে আছে।

মেয়েরা নিজের শাশুড়ীকে দু চোখে সহ্য করতে পারে না । ছেলে যে মায়ের সেবা করবে সেটাও তারা বরদাস্ত করে না।

উল্টো দিকে স্বামীকে দিয়ে সে নিজের মায়ের সেবা করিয়ে নেয়।

দৃষ্টিভঙ্গি ছেলেদের না বরং মেয়েদের পরিবর্তন করতে হবে । কারণ জামাই-শশুর ক্যাচাল/যুদ্ধ এরকম শোনা যায় না । মেয়েদের এরকম হীন মানসিকতার জন্য পরিবার তথা সমাজ কলুষিত হচ্ছে।
২৫ জুন ২০১৮ দুপুর ০৩:৫৬
317815
সত্যের বিজয় লিখেছেন : একহাতে তালি বাজেনা, সমস্যা দুইদিকেই।কম আর বেশী
385551
১৬ জুন ২০১৮ সন্ধ্যা ০৭:২৬
আব্দুল গাফফার লিখেছেন : আল্লাহ নারী জাতিদের সঠিক পথ দেখাও !অকৃতজ্ঞ বউ যার ঘরে কিনা দুর্ভোগ তার । আপনাকে ধন্যবাদ
২৫ জুন ২০১৮ দুপুর ০৩:৫৬
317816
সত্যের বিজয় লিখেছেন : আপনাকে ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File