আড়ি আড়ি
লিখেছেন লিখেছেন জবলুল হক ২২ জানুয়ারি, ২০১৪, ১০:৫২:০১ রাত
রাত্রি নিঝুম দিচ্ছে সবাই
স্বপ্নপুরে পাড়ি
ঘুম দিয়েছে আমার সাথে
আজকে ভীষণ আড়ি।
কবে থেকে চক্ষু বুঁজে
তোর অপেক্ষায় আমি
চোখের পাতায় দয়া করে
আয় না বাপু নামি।
সকাল হলে আমায় আবার
যেতে হবে কাজে
আমার সাথে মান অভিমান
তোর কি বাপু সাজে।
বিলবাঊ স্পেন।
২১।০১।১৪
মাঝরাত
বিষয়: বিবিধ
১২৩৯ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লাখো তারার মেলা
ঘুমের রাজ্যে জমে তখন
রঙ্গীন স্বপ্নের খেলা ।
মন্তব্য করতে লগইন করুন