২৮ হউক ৩২

লিখেছেন লিখেছেন নোমান২৯ ২২ জানুয়ারি, ২০১৪, ১০:২৪:৫৮ রাত



২৮ হউক ৩২

আজ ২৮ অক্টৌবর।স্নায়ু তনে্ত্রর অনুরনণে স্মৃতির পাতায় ভেসে ওঠে ২৮ অক্টোবর ২০০৬'র কথা ।মনে

পড়ে মুজাহিদ,শিপন,জসিম ১,জসিম ২,মাসুম প্রমুখ শহীদ ভাইদের কথা।যাঁরা সভ্যতার এই যুগে রং হেডেড

খেতাব প্রাপ্ত নেত্রির আদেশের বশবতী হয়ে কতিপয় গৃহপালিত মনুষ্য রুপ পশুর

লগি বৈঠার বলি হয়েছেন আজ তাঁদের খুব মনে পড়ছে।মনে পড়ছে তাঁদের পরিবারের কথা আল্লাহর কাছে

এই গুনাহগার বান্দার আরজি তিনি যেন তাঁদের সর্বোচ্চ প্রাপ্য দান করেন এবং তাঁদের পরিবারকে ধৈর্য

ধরার ক্ষমতা দেন।সেদিন কিছু মানুষ কর্তৃক (আস লে তারা মানুষ না,তাই কী?)ঢাকার রাস্তাই প্রদর্শিত

হয়েছিল প্রকাশ্যে অভূতপূর্ব হত্যার রাজনীতি।তাদের আস্ফালন ধৈর্যের সীমা অতিক্রম করেছিল।তারা শুধু

হত্যা করেই ক্ষ্যন্ত হয়নি।লাশকে বানিয়েছিল নৃত্য মঞ।নির্বাক হয়েছিল মানুষ।ভারী হয়ে ওঠেছিল ঢাকার

বাতাস।অশ্রু ঝরেছিল টিভি-ক্যামেরার সাংবাদিকের।প্রকৃতপক্ষে ২৮ অক্টোবর (২০০৬)শুধু বাংলাদেশের

নয় পুরো বিশ্বের মানব ইতিহাসের এক কলঙিকত দিন।আমরা সেদিন কি ঘটেছিল জানতে চাই।জানাতে

চাই।আর চাই ঐ দিনের পুনরাবৃতি যেন না ঘটে।না সেজন্য আমরা কোন প্রস্তাব রাখব না যে ২৮ অক্টোবর

কে শোক দিবস ঘোষণা করা হউক।এমনিতেই আমরা আলশে জাতি।তবে হ্যঁআ একটা প্রস্তাব রাখতে পারি যে

১৫ ই######## ########### ########### ########### সাথে আরেকটি

প্রস্তাব থাকবে যে বাংলাদেশের দিনপঞ্জিতে ২৮ অক্টোবর বলতে কোন তারিখ থাকবে না।২৮ অক্টোবরের

পরিবর্তে থাকবে ৩২ অক্টোবর।এর মাধ্যমে ২৮ অক্টোবরকে স্মরণে রাখতে কোন শোক দিবসের দিবসের

দরকার হবে না।আগ্রহী মানুষ আপনা আপনি জ়ানতে উদ্বুদ্ধ হবে।সাথে এই জাতির ব্যতিক্রমী ধর্ম বজায়

থাকবে।বজায় থাকবে স্বাতন্ত্র্য।বাঁচবে দুটি দিন।৪৮ ঘণ্টা।কর্মচঞল হয়ে ওঠবে ৩২ কোটি হাত।বিশেষ

পরিচিতি পাবে বাঙালি,না না বাংলাদেশী রা।বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াবে বাংলাদেশ।

বিষয়: বিবিধ

১০৪২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

166151
২৩ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:৪২
সাইদ লিখেছেন : আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দেন।
166209
২৩ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৩০
নোমান২৯ লিখেছেন : আমিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File