পড়ে আছি বিদেশ বিভুই

লিখেছেন লিখেছেন জবলুল হক ২৩ এপ্রিল, ২০১৩, ১১:৪৫:২৮ সকাল

পড়ে আছি বিদেশ বিভুই

দেশের তরে অনেক টান

দেশের কোনো সুসংবাদে

নেচে উঠে হৃদয় প্রাণ।

দেশের ভেতর হানাহানি

মারামারি, খুনাখুন

এসব দেখে কষ্ট লাগে

প্রাণে জ্বলে তপ্ত আগুন।

আমরা যারা বিদেশ থাকি

ভালবাসি দেশকে খুব

চাই সকলে দেশ যেনো দেয়

উন্নয়নে সদা ডুব।

চোখের তারায় স্বপ্ন অনেক

একদা হবে বাংলাদেশ

মায়ের মত স্নেহে কোমল

রক্তপাতের হবে শেষ।

বিষয়: বিবিধ

১৬৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File