ছদ্মনামী বেনামী লেখা প্রসংগে

লিখেছেন লিখেছেন আবু মাহফুজ ২৩ এপ্রিল, ২০১৩, ১২:০০:০৬ দুপুর

বি.ডি টুডে ব্লগ দেখে প্রথমে কয়েকদিন পর্যবেক্ষন করেছি। মোটামুটি ভাল লেগেছে বলে রেজিস্ট্র্যশন করে মাঝে মধ্যে দু এক কলম লেখার চেষ্টা করি।

এই ব্লগের আরেকজন ব্লগার আয়না শাহ আবদুর রহমান আবিদ সহ আমরা কিছু ব্লগার বা লেখক ২০০৩ সাল থেকেই সেই তথাকথিত কিছু নাস্তিক ব্লগারদের মিথ্যাচার এবং গাঁজাখুরি লেখার মোকাবেলা করে এসেছিলাম। ২০০৩-০৪ এর দিকে ব্লগে বাংলায় লেখার প্রচলন এত সহজ ছিলনা, সে সময় আমরা মাইক্রসফট ওয়ার্ড এ বাংলায় লিখে পি.ডি.এফ করে অনলাইন এ প্রকাশ করতাম। সে সময় তথাকথি মুক্তমনা নামে কট্ররপন্থী কিছু ইসলাম বিদ্ধেষী নামে বেনামে এবং ছদ্মনামে ইসলামের বিরুদ্ধে লিখতেন। তাদের মধ্যে সে সময় সিংগাপুরের একটি বিশ্ববিদ্যালয়ের জনৈক ইসলাম বিদ্ধেষী হিন্দু ভদ্রলোক (যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে আছেন) মুসলমান নাম ব্যাবহার করে ইসলামের বিরুদ্ধে তাঁর গাঁজাখুরি গল্প রচনা করে যাচ্ছিলেন। সে সময় সে লেখাগুলি অনলাইনে তুখোড় ঝড় তুলেছিল। সেীভাগ্যাক্রমে খুব সম্ভব আবদুর রহমান আবিদ বা কোন একজন ইসলামপন্থী (প্রসংগত বলে রাখি আবিদ তাবলিগপন্থী সাবেক বুয়েট) মুসলিম নাম ব্যাবহার কারি সেই হিন্দু ভদ্রলোক টেকনলজির মাধ্যমে ধরে ফেলতে সক্ষম হন যে, সেই প্রচন্ড ইসলাম বিদ্ধেষি হিন্দু ভদ্রলোকই বিভিন্ন মুসলিম নামে লিখে নিজের কম্পিউটারে পি.ডি.এফ করে অনলাইনে ইসলামের বিরুদ্ধে প্রচারনা ছড়ান ।

তাঁদের সেই লেখাগুলোর মধ্যে রং চং দিয়ে কোরআনের কিছু আয়াত কপি করে রাতারাতি পন্ডিত সাজেন। আর কোরআনের ভুল ধরা কসরত করেন।

ইসলাম বিদ্ধেষী লেখা আজ নতুন নয়। এমনকি রাসুল সাঃ এর যুগেও রাসুলের বিরুদ্ধে কবিতা লেখা হয়েছিল। বেশ কিছু কট্ররপন্থী আরব খৃষ্টান কোরআনকে অপব্যাখ্য করে বই লেখেন পরে চরমপন্থী কিছু ইহুদীবাদী এবং চরমপন্থী খৃষ্টান এবং তাদের সংগঠন সে সমস্ত সাহিত্য বিভিন্ন ভাষায় অনুবাদ করেন।

বাংলাদেশের কিছু স্বল্পবিদ্যা ভয়ংকরী রাতারাতি গজিয়ে উঠা বুদ্ধি বিক্রিকারী জীব এসব গাঁজাখুরি সাহিত্য পড়ে ইসলামের বিরুদ্ধে কুৎসা রটনায় লিপ্ত হয়।

স্বভাবতই পবিত্র কোরআন থেকে এদের কোটেশন দেখে কিছু কিছু সরলপ্রাণ মুসলমান বিভ্রান্ত হয় এই ভেবে যে এরা বুঝি ইসলামের উপর অনেক জ্ঞান রাখেন। প্রকৃতপক্ষে এরা কোরআন বা হাদীসে একেবারে ক্ষুদ্রতম কোন জ্ঞানই রাখে না। এরা যে গ্রন্থগুলো থেকে কোটেশন নিয়ে আসে সেগুলো পাশ্চাত্যের ইসলাম বিদ্ধেষী ডানিয়েল পাইপ বা এ জাতীয় কিছু লেখক কোরআন এবং হাদীসের অপব্যাখ্যার চর্বিত চর্বনই মাত্র।

আমি সম্পাদকের দৃষ্টি আকর্ষন করছি। মূল্যবোধ পরিপন্থি কোন লেখা প্রকাশ করা উচিত নয়। এটার নাম গনতন্ত্র নয়। নাস্তিক ইনুরা যেখানে সত্য প্রকাশকারী একটি মিডিয়াকেও গলা টিপে ধরে। আর ধর্মনিরপেক্ষতার দাবী করে। আর নিরীহ সাধারন মানুষরা তখন গনতন্ত্রের দোহাই দিয়ে নাস্তিকদের গাঁজাখুরী কল্পকাহিনী প্রচার করে। আমি সম্পাদককে অনুরোধ করবো। দয়া করে গাঁজাখোর দের গাঁজাখুরী আষাঢ়ে গল্প প্রচার করে অত গনতান্ত্রিক দেখিয়ে কোন লাভ নেই। আমরা সবাই সেই অকুতভয় বর্তমান শতাব্দীর মহাপুরুষ মাহমুদুর রহমান থেকে শিক্ষা গ্রহন করা উচিত। বর্ণচোরা গাজাঁখোরদের লেখা প্রকাশ না করাই সত্যিকার গনতন্ত্র।

বিষয়: বিবিধ

১৭০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File