অভিমান
লিখেছেন লিখেছেন জবলুল হক ১৭ এপ্রিল, ২০১৩, ০৮:০৬:০৭ রাত
একদিন দূরে চলে যাব
পাবেনা সই খুঁজি
পথের পানে থাকবে চেয়ে
অপেক্ষাতে রোজই ।
আকাশ পানে চেয়ে থেকে
ভাববে আমার কথা
জানবে সবাই আমার তরে
তোমার নিরবতা।
জোসনা রাতে উদাস হবে
আমায় মনে করে
চক্ষু বেয়ে নিজ অজান্তে
অশ্রু পড়বে ঝরে।
নিজকে তোমায় লাগবে সেদিন
বড়ই অসহায়
অনুভবে খুঁজবে আমায়
খুঁজবে ভালোবাসায়।
১৬/০৪/১৩
তালাভেরা;স্পেন।
বিষয়: সাহিত্য
১১৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন