নাটকঃ ভাষা বিড়ম্বনা
লিখেছেন লিখেছেন আবু জারীর ১৭ এপ্রিল, ২০১৩, ০৮:১৯:১২ রাত
নাটকঃ ভাষা বিড়ম্বনা
অফিস বয়: আস্সালামু আলাইকুম
সৌদি: ওয়াআলাইকমু….
বাংলাদেশী: হাজা সূরুজ মিয়া!
সৌদি: কুল্লু বাংলাদেশী মিয়া...? মাফি আলফ্?
বাংলাদেশী: এই হল তোর অফিস, ইনি ম্যানেজার, এখানে বস আমি বিকাল বেলা এসে তোকে নিয়ে যাব।
সৌদি: গুম গুম, ইয়া নেপালী?
অফিস বয়: আমার যে ঘুম আসছে তা বুঝল কিভাবে?
সৌদিঃ লাহাওলা ওয়ালা কুওয়াতা আল্লাহ বিল্লাহ! লেশ নুম, নুম হাজা মকতব এ আল্লাহ গুম গুম!
অফিস বয়ঃ কি যে মসিবতে পড়লাম, একদিকে ঘুমোতে বলে আবার ডানা ধরে টানাটানি করে। আবার অফিসরে কয় মকতব! কানারে হাইকোট দেখায়। আমারে বোকা পাইছে। মনে করছে কোনটা অফিস আর কোনটা মকতব তাও আমি বুঝিনা! বলতে বলতে বাথরুমে গিয়ে মুখ ধুয়ে পান চিবুতে চিবুতে আবার অফিসে প্রবেশ করবে। পানের পিক গালের কোনায় এসে যাবে।
সৌদিঃ ইয়া নেপালী লেস দম মিন জুয়া?? এস মুশকিলা??
অফিস বযঃ দমও না এটা পানের চিপ্টি!
সৌদি: এস ফি পান?
অফিস বয়ঃ এক পকেট থেকে ১টা পান, অপর পকেট থেকে সুপারি ও চুন বের করে, এটা পান, এটা সুপারি, এটা চুন ও জদ্দা, সবগুলো মিশিয়ে খাওয়া, (বলে মুখে দিবে)
সৌদিঃ তাইয়্যেব, তাইয়্যেব, (পরার লুংগির গিটের দিকে ইশারা করে বলবে) এস হাদা??
অফিস বয়ঃ হাদা না হাদা না এটা লুংগি, মানে লুংগির গিট্টু
সৌদিঃ আনা সুপ গিট্টু।
অফিস বয়ঃ লুংগি দেখানোর জন্য তোপ উঠাতে যাবে কিন্তু লুংগিও সাথে সাথে উঠে যাবে। লুংগি অর্ধ হাটু পর্যন্ত উঠাবে।
সৌদিঃ খাল্লি খাল্লি
অফিস বয়ঃ খালি না লুংগিও আছে।
সৌদিঃ লা হাওলা ওয়ালা.. . . . ., মুখ মাফি বাংগালী।
(পকেট থেকে ৫ রিয়ালের বেড় করে দিয়ে বলবে, জিবলী স্যান্ডুস, সামুলি, ফুল।
অফিস বয়ঃ নিজে নিজে বলে মনে হয় ম্যানেজারের জন্মদিন তাই নতুন ছ্যান্ডেল পরবে আর শিউলি ফুলের মলা গলায় দিবে)
অফিস বয়ঃ একজোড়া ছ্যান্ডেল আর ফুলের মালা নিয়ে আসবে।
অপিস বয়ঃ স্যার এইযে স্যান্ডেল আর এইযে শিউলি ফুলের মালা।
(এ বলে স্যান্ডেল টেবিলে রাখবে আর শুভ জন্মদিন গান গাইতে গাইতে মালাটা ম্যানেজারকে পরাতে যাবে।)
ম্যানেজারঃ (রাগের সাথে) লা হাওলা ওয়ালা কুয়াতা….. ওয়াক্খার ওয়াখ্খার!!! বলতে বলতে অফিস বয়ের দিকে ধেয়ে যাবে, অফিস বয় স্টেজ থেকে বেরিয়ে যাবে। পিছে পিছে সৌদিয়ান ও বেরিয়ে যাবে।
বিষয়: বিবিধ
৪২০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন