দ্বিধায়...

লিখেছেন লিখেছেন কাহাফ ০১ অক্টোবর, ২০১৫, ০৭:২২:২২ সকাল



"জীবনের এই পথচলা-

কতই না ভয়ানক কষ্টকর,

বিধির বিধানে 'হারাম' ঘোষিত,

অথচ এ ধরা বলে-'তুই মর'!"

(সংগ্রহ:ফেইসবুক)

বিষয়: বিবিধ

১৫৪২ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

343906
০১ অক্টোবর ২০১৫ সকাল ০৭:৪৯
নৌশাদ আল নোমানী লিখেছেন : ভাল লাগল ।
০২ অক্টোবর ২০১৫ রাত ০৩:৪৪
285383
কাহাফ লিখেছেন :
ভাল লাগা তা স্হায়ী হোক আপনার-এই কামনা!Good Luck
343908
০১ অক্টোবর ২০১৫ সকাল ০৮:৪৭
অনেক পথ বাকি লিখেছেন : জীবনের এই পথচলা-
কতই ভয়ানক কষ্টকর

সত্যরে ভাই টের পাইতেছি হাড়ে হাড়ে
০২ অক্টোবর ২০১৫ রাত ০৩:৪৬
285384
কাহাফ লিখেছেন : তবুও চলতে হয়,চলতেছি!
আল্লাহ মহান সকলের জন্যে পথচলা স হজ করে দিন,আমিন!Good Luck
343909
০১ অক্টোবর ২০১৫ সকাল ০৯:২৪
নাবিক লিখেছেন : মরতে পারলেই ভালো
০২ অক্টোবর ২০১৫ রাত ০৩:৪৭
285385
কাহাফ লিখেছেন :
নিজে মরা তথা আত্মহত্যা যে হারাম ভাই!
মরলে তো সব দিকেই ক্ষতি আর ক্ষতি!!Good Luck
343932
০১ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৪৭
আবু জান্নাত লিখেছেন : দুজীবনের এই পথচলা-
কতই ভয়ানক কষ্টকর
মরতে পারলেই ভালো
ভাইয়া
০২ অক্টোবর ২০১৫ রাত ০৩:৪৯
285386
কাহাফ লিখেছেন :
আপাতঃ দৃষ্টিতে আসলেই তাই মনে হয়, আখেরে ফল ভাল হয় না বলেই হয়ত 'আত্মহত্যা' মহাপাপ বলে ঘোষিত!
আল্লাহ কারীম!Good Luck
343953
০১ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:৫২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ছবিটিতে একজন বসে আছে লোকটির সমস্যা কি তা বুঝতে পারিনি বুঝিয়ে বললে ভালো হতো। ধন্যবাদ।
০২ অক্টোবর ২০১৫ রাত ০৩:৫১
285387
কাহাফ লিখেছেন : জীবন চলার মাঝপথেই সব শেষ যেন!
অনেক অনেক বোঝা মনে হয় অনাগত সময় কে!
আত্মহত্যা কঠিন গোনাহ না হলে.........
০২ অক্টোবর ২০১৫ সকাল ০৯:৫২
285402
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সময় এমন করেই আসে....!কখনো সুখবর কখনো দুঃখের সবই পরীক্ষার অংশ। আল্লাহ আমাদের বুঝ দান করুন, আমিন।
343976
০১ অক্টোবর ২০১৫ রাত ০৮:০২
শেখের পোলা লিখেছেন : 'জিন্দেগী কিয়া হ্যায়, গমকা দরিয়া হ্যায়,জাহাঁ জীনা নেহী বাসমে, মরনা নেী বাসমে আজব দুনিয়া হ্যায়'৷
০২ অক্টোবর ২০১৫ রাত ০৩:৫৪
285388
কাহাফ লিখেছেন :


'কিয়া চিজ হে এ দিল ভি-
যব হো জায়ে একেলা,
রাহতা হে সাথ উনকে-
ইয়াদও কা এল মেলা!'
আসলেই দুনিয়া বড়ই আজব!
343995
০১ অক্টোবর ২০১৫ রাত ১০:৪১
আব্দুল গাফফার লিখেছেন : Thinking Thinking Good Luck Good Luck ধন্যবাদ
০২ অক্টোবর ২০১৫ রাত ০৩:৫৪
285389
কাহাফ লিখেছেন :
সাথে সাথে দুয়ার বিনীত আর্জি হে মুহতারাম!
জাযাকুমুল্লাহু খাইর!!Good Luck Good Luck Good Luck
344055
০২ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৪০
আফরা লিখেছেন : জীবন যত কষ্টের ই হোক তবু আমি বাঁচতে চাই ।

ধন্যবাদ ভাইয়া ।
০৩ অক্টোবর ২০১৫ রাত ০৪:৫৩
285487
কাহাফ লিখেছেন :
এবং এই আত্মবিশ্বাস সবার মাঝেই হওয়া দরকার হে শ্রদ্ধেয়াজ্বী!
কল্যাণের দুয়া ও ফিরতি ধন্যবাদ রইল!!Good Luck
349234
১০ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৫৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভাল কালেকশান..আরো চাই।
ধন্যবাদ কাহাফ ভাই..
১১ নভেম্বর ২০১৫ রাত ০৩:৪৯
289926
কাহাফ লিখেছেন :
মুহতারাম ভাই, আমি আসলে কমেন্ট ব্লগার!
এক সময় প্রচুর ব্লগ পড়তাম এবং দু'এক শব্দ মন্তব্যের ঘরে জমা দিতাম!
সময়-সুযোগ কম থাকায় অনিয়মিত কিছুটা!
তবে,আপনাদের নান্দনিক উপস্হাপনায় চোখ বুলিয়ে যাই নিরবেই!
জাযাকুমুল্লাহু খাইর!
১০
350157
১৮ নভেম্বর ২০১৫ দুপুর ০১:২৮
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভাই, কবিতাই যখন লিখবে তয় দুই চার লাইন বাড়াইয়া লেইখেন.......তয় কবিতাখানা ভালাই লাগছে।
১৯ নভেম্বর ২০১৫ রাত ০৩:৫৭
290729
কাহাফ লিখেছেন : ভাই জান,আমি আসলে লিখতে পারি না!
আপনাদের নান্দনিক সব উপস্হাপনা পড়ে কিছুটা শিখতে চেষ্টা করি শুধু!
দুয়ার আবেদন রইল!
জাযাকাল্লাহু খাইরান!!
১১
362172
১১ মার্চ ২০১৬ বিকাল ০৪:৩৭
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম

বল্লেই যেমন মরা যায় না
তেমনি চাইলে ও মরা যায় না

এর ই মাঝে বেচে থাকতে হয় Love Struck
১২
377133
০৪ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১১:২৯
কাহাফ লিখেছেন : ওয়ালাইকুম সালাম.......
দুয়ার দরখাস্ত ভাই....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File