বিক্ষিপ্ত অনুভূতি.......!!!!

লিখেছেন লিখেছেন কাহাফ ১৪ মার্চ, ২০১৫, ০৬:৪৯:১৯ সকাল



"

সম্পর্ক সেই জন্ম লগ্ন থেকেই! প্রকৃতির হাত ধরে সূচিত সেই সম্পর্ক সময়ের আবর্তনে ফুলে-ফেপেঁ ধর্মীয় আভয়বে নতুন মাত্রা পায়! 'স্বামী-স্ত্রী'র নাম নিয়ে আজীবনের জন্যে শুরু হওয়া সম্পর্কের এই পথচলা এতো তাড়াতাড়ি সমাপ্তি ঘটবে তা ভাবিনি কখনই!

না ভাবলেই কী! নিয়তির হাতে বন্দি আমি স্বীয় কর্ম দোষেই হয়তো এমন পরিস্হিতির মুখোমুখী আজ! সব দোষই হয়তো আমার, গুনের ছিটেফোটাও হয়তো ছিল না তাতে! নিজেকেই প্রশ্ন করিঃ তাহলে এতো দিনের চেনা-জানার কী হল? আত্মার সাথে যাকে মিশিয়ে রেখেছি তাকে বিনা জীবন কাটবে কেমনে? এত তাড়াতাড়ি এমন চরম সিদ্ধান্ত নেয়া ........!

ভূল তো মানুষই করে! আবার বুঝার পর শুদ্ধতার ঐকান্তিক প্রলেপে তা মুছেও নিতে চায়! আমিও মানুষ!

ভালবাসার গভীরতা হয়তো কর্মে ফুটিয়ে তুলতে পারি না আমি! সময়-সুযোগ আর পারিপার্শ্বিকতাও এর জন্যে কম দায়ী নয়! আমার এই অযোগ্যতার শাস্তি এত কঠিন-নির্মম?"

.................................................................

চাওয়া-পাওয়ার মধ্যকার বিস্তর ফারাক মানুষকে ভয়ানক অসুস্হ্য করে তুলে! মৃত্যুর দিকে নিয়ে যায় ধীরে ধীরে! কল্পিত সুখে আচ্ছন্ন হয়ে ধ্বংশের শেষ সীমায় পৌছে যায়,যদিও বুঝতেই পারে না!

.......................................................................

অসহ্য মানসিক যাতনা-অস্হিরতায় নেট-ব্লগ থেকে দূরে ছিলাম প্রায়,বেশ কিছু দিন!সবার কাছে দোয়া চাই! করুণাময় আল্লাহ যেন পরিস্হিতি সামলে উঠার তৌফিক দেন!

বিষয়: বিবিধ

১৮৪১ বার পঠিত, ৪৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308774
১৪ মার্চ ২০১৫ সকাল ০৭:৪২
শেখের পোলা লিখেছেন : আল্লাহর রসুল সঃ বলেছেন, প্রকৃত সুখী ঐ ব্যক্তি যে তার বর্তমান অবস্থায় সন্তুষ্ট৷ আমরা অল্পে তুষ্ট হইনা তাই অসুখীই রয়ে যাই৷
০১ এপ্রিল ২০১৫ সকাল ০৬:০১
253160
কাহাফ লিখেছেন :
সর্বাবস্হায়ই যেন আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে পারি এই দোয়া চাই শ্রদ্ধেয় ভাই.....
308776
১৪ মার্চ ২০১৫ সকাল ০৭:৫৩
দ্য স্লেভ লিখেছেন : হুমম সম্ভবত সম্প্রতি ব্যপক চোট পেয়েছেন। কখনও কখনও আমাদের কিছুই করার থাকেনা । অনেক কিছু জানার বা বোঝার পরও আমরা আবেগে বেশীদূর এগিয়ে যাই আর তখনই পা পিছলে পড়ি। এজন্যে জীবনের প্রতিটি ক্ষনে এমন একটি ভারসাম্য বজায় রাখতে হবে,যার কারনে বিরহের পরিবেশ সৃষ্টি না হতে পারে। তবে মানুষ কখনই সবদিক ঠিক রেখে চলতে পারে না। এটা তার সীমাবদ্ধতা। আপনার জন্যে দোয়া রইলো। আল্লাহ আপনাকে প্রশান্ত আত্মার অধিকারী করুক
০১ এপ্রিল ২০১৫ সকাল ০৬:০২
253161
কাহাফ লিখেছেন :
আল্লাহ যেন তাই করেন! আপনার সুন্দর দোয়ায় আমিন! জাযাকাল্লাহু খাইরান।
308780
১৪ মার্চ ২০১৫ সকাল ০৮:০৫
জোনাকি লিখেছেন : apni beche asen, shustho achen ei beshi. abar shob hobe inshaAllah.

May Allah help u brother.
০১ এপ্রিল ২০১৫ সকাল ০৬:০৩
253162
কাহাফ লিখেছেন :
আল্লাহ বাচিঁয়ে রেখেছেন- আলহামদুলিল্লাহ!
দোয়া চাই হে শ্রদ্ধেয়া!!
308787
১৪ মার্চ ২০১৫ সকাল ০৮:২৯
আওণ রাহ'বার লিখেছেন : আমিন ইয়া রব্বুল কারিম।
ইয়া রব্ব ইয়া রব্ব শেফা দান করুন জিসমি , ক্বালবি, রুহানী ।
প্রশান্ত করুন দীল।
আমিন
০১ এপ্রিল ২০১৫ সকাল ০৬:০৩
253163
কাহাফ লিখেছেন : আমিন ছুম্মা আমিন!
জাযাকাল্লাহু খাইরান!!
308798
১৪ মার্চ ২০১৫ সকাল ১০:৩৬
হতভাগা লিখেছেন : এই সময়ে আপনি বেশী বেশী করে আপনজনদের সাথ দিবেন । নিজের কাজে ব্যস্ত থাকবেন । যখন একসাথে ছিলেন তখন ৯৫% সময়ই এমন একজনকে নিয়ে চিন্তা করতেন যে আপনার সাথে এখন আর নেই আর আপনাকে কখনও পছন্দও করতো না হয়ত । বিভিন্ন ছোট খাট ভাল কাজে নিজেকে জড়িয়ে রাখবেন ।

দেখবেন এই সময়টা আপনার জীবনের সেরা সময় হয়ে যাবে ।

২য় বার এরকম সম্পর্কে জড়ানোর আগে আগের সমস্যা ও ভুলগুলো ভাল ভাবে বিশ্লেষন করে , ভালভাবে খোঁজ খবর নিয়ে আগাবেন ।

তবে এসব ক্ষেত্রে আগের মত আবেগ আর কাজ করবে না ।
০১ এপ্রিল ২০১৫ সকাল ০৬:০৫
253164
কাহাফ লিখেছেন :
সুন্দর মন্তব্যে জাযাকাল্লাহু খাইরান!
সময় লাগছে সামলে নিতে পরিস্হিতি!
দোয়া চাই শ্রদ্ধেয় ভাই।
308803
১৪ মার্চ ২০১৫ সকাল ১০:৫৪
রাইয়ান লিখেছেন : আপনার জন্য দোয়া ও শুভকামনা রইলো ....
০১ এপ্রিল ২০১৫ সকাল ০৬:০৫
253165
কাহাফ লিখেছেন : আমিন ছুম্মা আমিন!!
308813
১৪ মার্চ ২০১৫ সকাল ১১:২০
প্রেসিডেন্ট লিখেছেন : কি ঘটেছে ভ্রাতা? খুলে বলুন। আপনার মঙ্গল কামনা করছি।
০১ এপ্রিল ২০১৫ সকাল ০৬:০৬
253166
কাহাফ লিখেছেন :
লেখাটা আমারই! আমারই বিষয়ে!
আপনাদের কাছে দোয়া চাইতেই ...।
308821
১৪ মার্চ ২০১৫ সকাল ১১:৪৮
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
অসহ্য মানসিক যাতনা-অস্হিরতায় নেট-ব্লগ থেকে দূরে ছিলাম প্রায়,বেশ কিছু দিন!সবার কাছে দোয়া চাই! করুণাময় আল্লাহ যেন পরিস্হিতি সামলে উঠার তৌফিক দেন!

পারিবারিক হলে জানানোর প্রয়োজন নেই। অন্য কোন বিষয় হলে জানতে আগ্রহী কি সমস্যায় পড়েছিলেন! আপনাকে অনেক দিন থেকে মিস করছি, আপনার কোন উপকার করতে না পারলেও অন্তত দোয়া তো করতে পারবো। সাধ্যের মধ্যে হলে পরামর্শ দিতে পারবো। জাযাকাল্লাহ খাইর।
০১ এপ্রিল ২০১৫ সকাল ০৬:০৮
253167
কাহাফ লিখেছেন :
আমারই বিষয়টা! আপনাদের কাছে দোয়া চাইতেই লিখেছি!
জবাব দিতেই অনেক দেরী হল! নিজে কে সামলে নিতে সময় লাগছে!
308849
১৪ মার্চ ২০১৫ দুপুর ০১:৫৯
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : মহান আল্লাহ আপনার আত্মাতে প্রশান্তি দান করুন। আর উত্তম ধৈর্য ও অটলতা নিয়ে আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকুন। আল্লাহ আপনাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন। আমিন ছুম্মা আমিন।
এখন থেকে নিয়মিত ব্লগে সময় দিন আর কোরআন ও হাদীস অধ্যয়ন করুন দেখবেন মনে প্রশান্তি অনুভব করবেন। আল্লাহর কোরআনের মাঝে তৃষিত আত্মার প্রশান্তি লুকিয়ে আছে, খুজে নিন সেখান থেকে শান্তি। আমিও এমনটি করি কোন কষ্ট মনে আসলে। মহান আল্লাহ আপনার সহায় হোন।
মিস করেছি আপনাকে ব্লগে কাটানো সময়ে.......।
০১ এপ্রিল ২০১৫ সকাল ০৬:০৯
253168
কাহাফ লিখেছেন :
ইনশা আল্লাহ আপনাদের দোয়া আল্লাহ কবুল করুন! সব সময়ই আপনাদের কাছে দোয়ার দরখাস্ত আমার!!
১০
308877
১৪ মার্চ ২০১৫ বিকাল ০৪:৩৮
আফরা লিখেছেন : ভাইয়া ভেংগে পড়বেন না আপনি যদি সঠিক পথে থেকে থাকেন নিশ্চয় আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করছে যদিও সাময়িক ভীষন কষ্ট পাচ্ছেন ।
আল্লাহ আপনার মনকে শান্ত ও করে দিন । আমীন ।
০১ এপ্রিল ২০১৫ সকাল ০৬:১১
253169
কাহাফ লিখেছেন :
ভেংগে যেতে হয় কখনো,না চাইলেও!
দুর্বল বান্দা আমি- আল্লাহর কাছে চাইতেও পারি না ভাল করে.....।
১১
308894
১৪ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৩১
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লা।

আল্লাহ সুবহানথু তায়ালা আপনাকে স্হিরতা বং প্রশান্তি দান করুন!আমীন!

জীবনের পথচলায় এমন জোয়ার ভাটা, ভাংগাগড়া আসেই শুধুমাত্র সবরকারীরাই উত্তম প্রতিদান পায়!

অনেক অনেক দোআ এবং শুভকামনা রইলো! বই পড়ুন এবং সামাজিক কাজ করুন আশাকরি ভালো লাগবে! Good Luck Praying
০১ এপ্রিল ২০১৫ সকাল ০৬:১১
253170
কাহাফ লিখেছেন : আল্লাহুম্মা আমিন ছুম্মা আমিন!
দোয়ার দরখাস্ত সব সময়!!
১২
308904
১৪ মার্চ ২০১৫ রাত ০৮:০৬
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কাহাফ ভাইয়া। আপনার ছোট লিখাটি পড়ে অনেক বড় কষ্ট পেলাম। আপনাকে আল্লাহ্‌ পাক খুব বেশী ভালোবাসেন তাই পরীক্ষাও একটু জটিল এবং যন্ত্রণাময়। আল্লাহ্‌র উপর ভরসা করে প্রশান্তি লাভ করুন এই ভেবে সৃষ্টিকর্তা নিশ্চয়ই এই ধৈর্যের বিনিময়ে আপনাকে উত্তম পুরুস্কার দিবেন ইনশআল্লাহ্‌।
আপাতঃ দৃষ্টিতে আমাদের কাছে মনে হয়, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, ধন সম্পদ, বিলাসী জীবনেই একমাত্র সুখের সংজ্ঞা। বিষয়টি আসলেই তা নয়। একমাত্র সুখ ও শান্তির পথই হল আল্লাহ্‌র সন্তুষ্টি অর্জন ভাইয়া।
ব্লগে আপনার অনুপস্থিতি অনেক বড় শূন্যতা। ব্লগে আপনার অনুপস্থিতি দেখে ভেবেছিলাম আপনার ব্লগে গিয়ে ম্যাসেজ দিই আপনি সুস্থ আছেন কি নেই জানার জন্য!? আবার ভেবেছি আপনাকে বিব্রত করা ঠিক হবে না। তাই আর আপনার ব্লগে যাওয়া হয়নি। আল্লাহ্‌ চাহে তো সব ঠিক এবং সুন্দর হয়ে যাবে ইনশআল্লাহ্‌।
পরম করুণাময় সকল কষ্ট মুছে দিয়ে আপনার ক্ষত অন্তরে অফুরন্ত সুখ ও শান্তি দিয়ে ভরে দিন এই নিরন্তর দোয়া ও শুভকামনা রইলো।

Rose Rose Rose Rose Rose Rose Rose
০১ এপ্রিল ২০১৫ সকাল ০৬:১৪
253171
কাহাফ লিখেছেন : ওয়াআলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লা...
অভাবিত বিপর্যস্ত সময় কাটছে যান! সমালে নিতে সময় লাগবে আরো!
আমার পাপের শাস্তিই মনে হয়! আল্লাহ যেন মাফ করে হেদায়েত-সবর দেন আমায় এই দোয়া চাই শ্রদ্ধেয়া আপুজ্বী!
১৩
309318
১৬ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৩১
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্রদ্ধেয় প্রিয় কাহফ ভাইয়া। কেমন আছেন? জানতে ভীষণ ইচ্ছে হচ্ছে।
ব্লগে নিয়মিত হোন। সবার সান্নিধ্যে থাকলে ভালো লাগবে ইনশআল্লাহ্‌। রহমতের মালিক দয়াবান আপনার অন্তরে শান্তি ঢেলে দিন। কষ্টগুলো মুছে দিয়ে মনকে প্রশমিত করুণ।
অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো।
০১ এপ্রিল ২০১৫ সকাল ০৬:২০
253173
কাহাফ লিখেছেন : وعليكم السلام ورحمة الله....
দুর্বল বান্দা আমি! সবর করতেও পারি না!
এতো বড় ঝড়ের মোকাবেলা কেমনে করবো আমি? আল্লাহ যেন হেদায়েত-সবর দেন আমায়!
পুর্ণতার কাছাকাছি গিয়েই অনেক দূরে ছিটকে পড়ি আমি! আমার নিয়তিই যেন এমন!
ইনশা আল্লাহ আজ থেকে আবার ব্লগে নিয়মিত হবো! আপনাদের দোয়া আর আল্লাহর রহমতই আমার পাথেয়!
জবাব দিতেই অনেক দেরী হল!
জাযাকিল্লাহু খাইরান!!
১৪
310757
২৪ মার্চ ২০১৫ সকাল ০৮:০৭
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আল্লাহ মাঝেমাঝে তাঁর প্রিয় বান্দাদের পরীক্ষা করে থাকেন, নিরাশ হবেন না, হয়তো আল্লাহ আপনার জন্য ভাল কিছুই রেখেছেন। দোয়া রইলো।
০১ এপ্রিল ২০১৫ সকাল ০৬:২১
253174
কাহাফ লিখেছেন :
দুর্বল বান্দা আমি পরীক্ষায় পাশ তো করতে পারবো না! আল্লাহ যেন আমাকে হেদায়েত-সবর দান করেন!
জাযাকাল্লাহু খাইরান!!
১৫
312171
০১ এপ্রিল ২০১৫ সকাল ১১:২৯
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আপনার লিখাটা পড়ে খারাপ লাগলো, আপনার জনন দোয়া রইলো। আল্লাহ আপনাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন।
০১ এপ্রিল ২০১৫ দুপুর ০১:১৯
253221
কাহাফ লিখেছেন :
আমিন ছুম্মা আমিন!
কল্যাণের পুর্ণতায় আপনাদের জীবন কেও আল্লাহ ভরে তুলুন-এই দোয়া আমারও!
১৬
312256
০১ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:২৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ধন্যবাদআসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া অনেক দিন থেকে আপনার লেখা পাচ্ছি না। কোন সমস্যা? নাকি অসুস্থ সেই ১৪ই মার্চে শেষ লেখা পোস্ট করেছেন এখনো আর নতুন কোন আপডেট পাইনি। কেন জানাবেন।
মহান আল্লাহ আপনাকে ও আপনার পরিবারকে সুস্থতা ও কল্যাণের মধ্যে রাখুন সব সময়!
আমিন ছুম্মা আমিন! এই মন্তব্য লিখতে গিয়ে দেখলাম আজকেই আপনার উপস্থিতি আলহামদুলিল্লাহ ভালো লাগলো। আবারো নিয়মিত হওয়ার অনুরোধ থাকলো।
০২ এপ্রিল ২০১৫ রাত ০৪:৫১
253404
কাহাফ লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ....
শ্রদ্ধেয়া আপুজ্বী! পরিস্হিতি সামলে নিতে সময় লাগছে! ১৪ই মার্চ থেকে অনুপস্হিত আমি ব্লগ জগতে! আজ আবার আসলাম! ইনশা আল্লাহ এখন থেকে নিয়মিত হবো!
আপনাদের আন্তরিক দোয়ায় শারিরীক ভাবে ভালই আছি! ভালই যেন থাকি সেই দোয়া চাই নিরন্তর! মহান আল্লাহ আপনাদের জীবনকেও কল্যাণের পুর্ণতায় ভরে দিন-এই দরখাস্ত তাঁর কাছে!!
১৭
312388
০২ এপ্রিল ২০১৫ সকাল ১০:৫৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। ব্লগে আপনার উপস্থিতি দেখে খুশি হলাম! ব্লগকে বাড়ি বানাবার প্রত্যাশা রেখে আমরা একটি ফেসবুক গ্রুপ খুলেছি.....! আপনার ফেসবুক লিংকটি শেয়ার করলে আরো উপকৃত হতাম! পরামর্শ পেতাম। সমস্যা না থাকলে.......এখানে দিবেন লিংক। ধন্যবাদ া
০৩ এপ্রিল ২০১৫ রাত ০৪:৪৮
253611
কাহাফ লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ....!
সময় লাগছে কিছুটা সামলে নিতে! ইনশা আল্লাহ নিয়মিত হবো এখন থেকে!
সুন্দর উদ্যোগে সাথেই থাকতে চাই আমি!
http://www.facebook.com/quamrulhasanforazi
০৩ এপ্রিল ২০১৫ সকাল ০৭:৪৬
253623
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
এটা কি দিলেন? সম্ভব না হলে না দিতেন!!!
০৩ এপ্রিল ২০১৫ সকাল ১০:০০
253632
কাহাফ লিখেছেন : সর‍্যি! কষ্ট দেয়ায় দুঃখিত!
সেটিং-এ মনে হয় সমস্যা করে ফেলেছি,তাই আসছে না এ ভাবে!বুজতেও পারছি না!

'Quamrul Hasan Forazi' সার্চ দিলে আসবে মনে হয়!প্রোফাইল পিক কালো অন্ধকার!
আবারো সর‍্যি!!
০৩ এপ্রিল ২০১৫ দুপুর ১২:০৪
253653
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : পেয়েছি ধন্যবাদ।
১৮
315806
১৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:২৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! কি ব্যাপার ভাইয়া লেখা দিচ্ছেন না যে? ভাঙা মন গড়তে হবে! জালিমের সাথে লড়তে হবে! তবেই মুসলমানের বিজয় আসবে! চুপ থাকবেন না প্লিজ...লেখায় লেখায় প্রতিবাদি হোন!
২০ এপ্রিল ২০১৫ সকাল ০৫:১২
256935
কাহাফ লিখেছেন :
ওয়ালাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ...
শ্রদ্ধেয়া আপুজ্বী!
অনেক দুর্বল বান্দা আমি! নিজেকে সামলে নিতে এতো চেষ্টা,সবই যেন ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে! আল্লাহর কাছে প্রার্থনা করছি সব সময়ই,তাঁর সাহায্য ছাড়া কোনই পথ নেই!
কোন কিছুতেই মন বসাতে পারছি না!
দুয়া চাই শ্রদ্ধেয়া বোন!
'জাযাকিল্লাহু খাইরাল জাযাই' উৎসাহ দেয়ায়!!
১৯
318983
০৯ মে ২০১৫ সকাল ০৯:২৯
আওণ রাহ'বার লিখেছেন : এখন কি অবস্থা ভাইয়া মন কেমন?
আমার মনে হচ্ছে কুরআনের সাথে আপনার সম্পর্ক কমে গিয়েছিলো Straight Face Straight Face Straight Face Straight Face Straight Face Straight Face
১০ মে ২০১৫ সকাল ০৯:৫১
260287
কাহাফ লিখেছেন :
আলহামদু লিল্লাহ ভাল প্রিয় ভাই।
আপনার ধারণা আসলেই সত্য! জানা অনুয়াযী আমল না করায় আমার এমন করুণ পরিণতি! পাপী বান্দা তবুও হুশ হয় না আমার!
দোয়া করবেন ভাই- আল্লাহ যেন আমায় হেদায়েত দান করেন!
করুণাময় সবার প্রকৃত কল্যাণ করুন-এই দোয়া সব সময়!
২০
320104
১৪ মে ২০১৫ রাত ১১:১৮
বৃত্তের বাইরে লিখেছেন : আসসালামু আলাইকুম ভাইয়া। সরি আপনার লেখাটা অনেক দিন পর দেখলাম। খারাপ লাগলো পড়ে. ঘটনা কি জানতে চাইছিনা তবে বুঝতে পারছি অনেক কষ্ট নিয়ে লিখেছেন. আপনার মন্তব্য দেখে তো আশাবাদী মনে হয়. আশা করি এতদিনে ক্ষতগুলো সব ভুলে আবার নতুন করে সব শুরু করেছেন। শুভকামনা রইলো Good Luck Rose Good Luck
১৫ মে ২০১৫ রাত ০৪:৫৬
261250
কাহাফ লিখেছেন :
ওয়ালাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ.....প্রিয় ভাই! কিছু কিছু কাজের মাশুল দিয়ে দিয়েই যেতে হয়,শেষ হতেই চায় না!
আমার ক্ষেত্রেও এমনি! দগদগে ক্ষত টা কবে যে শুকাবে.........!
আপনাদের শুভ কামনাই চলার পাথেয়!
আল্লাহ সবারই ভালো করুন!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File