সময়ের ক্ষমতা.......!!!
লিখেছেন লিখেছেন কাহাফ ২৫ মে, ২০১৫, ০৫:৫৫:৩৬ সকাল
"সময় ও আবস্হান বিবেচনায় বস্তুর মূল্যমান ও প্রয়িজনীয়তা অনুভূত হয়!
একটু গভীরে ভাবলেই তা ধরা পড়ে দৃষ্টিতে!
একজনের কাছে একেবারেই মূল্যহীন বস্তুও অন্য জনের কাছে কতই না মূল্যবান!
সম্পর্কের ক্ষেত্রেও এই সরল সমীকরণ প্রযোজ্য সমান তালে!
এক সময়ের পরম প্রিয় জনও সময়ের বিবর্তনে চরম শত্রু হিসেবে গণ্য হয়!
তাহলে কী আমরা সময় ও অবস্হার হাতে এ ভাবেই বন্দী???"
বিষয়: বিবিধ
১৮৩১ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
'ইমো'তে আমার বর্তমান অবস্হাই ফুটিয়ে তুল্লেন শ্রদ্ধেয় ভাই!
ধন্যবাদ ও জাযাকাল্লাহ!
হিউম্যান সাইকোলজি বদলালে অন্য সবকিছু বদলাতে বাধ্য...
যথার্থই বললেন শ্রদ্ধেয় 'অবাক মুসাফির' ভাই!
আমাদের বদলানো টা যেন কল্যাণের পথে হয়-এই দোয়া চাই!
জাযাকাল্লাহু খাইর!!
এই রহস্যময় মানব চরিত্রে বিভ্রান্ত হওয়া থেকে যেন আল্লাহ আমাকে-আমাদের রক্ষা করেন!আমিন!
জাযাকাল্লাহু খাইরান হে শ্রদ্ধেয়!!
এই পরিবর্তিত সময় ও দুনিয়ার সাথে আমি-আমরা যেন ধৈর্য্য ধারণ করে পথ চলতে পারি মহান রবের কাছে এই দোয়া!
সুন্দর মন্তব্যে ধন্যবাদ ও জাযাকাল্লাহ!!
উৎসাহময় ভাল লাগা ও মন্তব্য রেখে যাওয়ায় জাযাকআল্লাহু খাইরান!!
পরামর্শময়ী সুন্দর মন্তব্য সঠিক পথ দেখাবে ইনশা আল্লাহ!
দোয়ার দরখাস্ত রইল শ্রদ্ধেয় ভাই!
জাযাকুমুল্লাহু খাইরান!!
বদলে যাওয়া এই সময়েও যেন ন্যায়-কল্যাণের পথে থাকতে পারি-এই দোয়ার আবেদন হে শ্রদ্ধেয়া পিচ্চিজ্বী!!
জাযাকিল্লাহু খাইর!!
এই ঘটক ও সাক্ষী যেন আমার বিপক্ষে না হয় সেও দোয়ার আবেদন রইল শ্রদ্ধেয় 'শেখের পোলা' ভাই!
জাযাকাল্লাহু খাইরান সব সময়!!
এই বন্ধনে যেন কলুষতা কে ছেড়ে কল্যাণে আবদ্ধ হতে পারি-সেই দোয়ার দরখাস্ত রইল শ্রদ্ধেয় ভাই!
সুন্দর মন্তব্যে জাযাকাল্লাহু খাইরান!!
অনেক সময়ই সামান্ন স্বার্থের কারণেই খুব কাছের মানুষ পর হয়ে যায়! এটা আনেক কষ্টের!
সুন্দর মন্তব্যের জন্যে জাযাকাল্লাহ ভাই!
জাযাকিল্লাহু খাইরান!!
অন্যসব শুধুই মরীচিকা!
ধূধূ নিহারিকা.........
একদম যেনো লালবাগ কেল্লা!
মিথ্যে মরীচিকার এই বিষয়টা যেন আল্লাহ উপলব্ধিতে দেন আমার-এই দুয়া চাই!
জাযাকাল্লাহ
এই বদলানো টাই অনেক সময় অসহ্যের পর্যায়ে চলে যায়,তখনই উলট-পালট হয়ে যায় নিজস্ব পৃথিবী!
চমৎকার মন্তব্যের জন্যে জাযাকাল্লাহু খাইর ভাই!!
মন্তব্য করতে লগইন করুন