বন্ধুত্ব.......
লিখেছেন লিখেছেন কাহাফ ০১ ডিসেম্বর, ২০১৪, ০২:৪৯:৪৭ দুপুর
সময়ের পরিক্রমায় মানুষের জীবনে প্রয়োজনীয় অনেক কিছুর সাথে অপ্রয়োজনীয় কত বিষয় একাত্ম হয়ে যায়!
আবার কখনো বা প্রয়োজনীয় বিষয়টারই কিছু অংশ কত ঝামেলা সৃষ্টি করে!
তখন মানুষের জন্যে করণীয় হল- অপ্রয়োজনীয়-ঝামেলাযুক্ত সকল বিষয় ছুড়ে ফেলে পরম মমতায় প্রয়োজনীয় অংশটা সুরক্ষা করা!এর জন্যে তৎপর হওয়া!
উদাহরণত বলা যায়- 'মানুষের একান্ত প্রয়োজনীয় হাতের নখ যখন বড় হয়ে যায়! তখন, মানুষ সেই নখ কেটে ফেলে দেয়! হাতের আংগুল কিন্তু কাটে না!
তেমনি-
মানুষ সামাজিক জীব হিসেবে চাইলেও একক ভাবে তার পক্ষে চলা অসম্ভব পর্যায়ের! জীবনের প্রয়োজনেই কারো না কারো সাথে তাকে মিশতে হবে! কাছা-কাছি আসতেই হবে!
আর এভাবে মানুষ পরস্পরে বন্ধুত্ব বা অন্য যে কোন সম্পর্কে জড়িয়েই যায়!
এ বন্ধুত্ব-সম্পর্কের ক্ষেত্রে ভূল বুঝা-বুঝি-টানাপোড়েন সৃষ্টি হতেই পারে!
যদি, এই বন্ধুত্ব বা অন্য কোন সম্পর্কে কখনো অবিশ্বাস বা অহংকার চলে আসে তবে মানুষের উচিৎ হল- সেই অবিশ্বাস বা অহংকার কে মুছে ফেলা,বন্ধুত্ব কে নয়!
বরং বিশ্বাস ও আস্হার বাধঁন কে আরো সুদৃঢ় করে বন্ধুত্ব-সম্পর্ক কে মজবুত করতে হয়!
কেননা, বিশ্বাস একবার হারিয়ে গেলে তা আর অর্জন করা যায় না!
অতএব,
মানব জীবনে 'বন্ধুত্ব-সম্পর্ক' কখনই নষ্ট করতে নেই! কারণ,বন্ধুত্ব-সম্পর্ক হল পানির মত!
পানি যতই ময়লা হোক না কেন।আগুন নেভাতে তা কাজে আসে! তেমনি 'বন্ধুত্ব-সম্পর্ক' হয়তো কখন.............!!
"বন্ধু... তোমায় ভালবাসি! ভালবাসি!! ভালবাসি!!!"
বিষয়: বিবিধ
১৯৫২ বার পঠিত, ৪৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্বীকৃত দখলবাজরা তো অনুপস্হিত!
আপনার দখল সব সময়ই কার্য্যকর!
ভাল থাকবেন অনেক........!!
“ তোমার চারপাশের সকল মানুষের প্রতি সদয় হও বা তাদের সাথে বন্ধুত্ব পূর্ণ ব্যাবহার কর, কিন্তূ বন্ধুত্ব করবে তিন-চার জনের সাথে। এবং বন্ধুত্ব করার পূর্বে তাদের কে অবশ্যয় পরিক্ষা করে নিবে”।
২
“প্রকৃত বন্ধু হবে আয়নার মত। যে অকৃপণ ভাবে তোমার সমস্ত দোষ-ত্রুটি তুলে ধরবে,তোমাকে এক জন সেরা মানুষ বানানোর উদ্দেশ্যে”।
এটা আমার ও Philosophy ।
ধন্যবাদ কাহাফ ভাই।
চমৎকার ব্যাখ্যাময় সুন্দর মন্তব্য অনেক ভাল লাগল!
জাযাকাল্লাহু খাইরান ভাই!
ভাল থাকবেন-এই শুভ কামনা!!
ভালো বাসি আমার বন্ধুদেরকে
দখলের রাজনীতি এখানেও প্রভাব ফেলেছে!
ভাল লাগল এমন বিষয়! ধন্যবাদ অজস্র!
ধন্যবাদ কাহাফ ভাই ।
আপনার সুন্দর মন্তব্যে স হমত!
একজন প্রকৃত ভাল বন্ধু জীবনে আলোকবর্তিকার মত! আল্লাহ যেন সকল বন্ধুদের ভাল করেন!
“ তোমার চারপাশের সকল মানুষের প্রতি সদয় হও বা তাদের সাথে বন্ধুত্ব পূর্ণ ব্যাবহার কর, কিন্তূ বন্ধুত্ব করবে তিন-চার জনের সাথে। এবং বন্ধুত্ব করার পূর্বে তাদের কে অবশ্যয় পরিক্ষা করে নিবে”।
২
“প্রকৃত বন্ধু হবে আয়নার মত। যে অকৃপণ ভাবে তোমার সমস্ত দোষ-ত্রুটি তুলে ধরবে,তোমাকে এক জন সেরা মানুষ বানানোর উদ্দেশ্যে”।
এটা আমার ও Philosophy ।
অনেক অনেক ধন্যবাদ ছোট বোন আফরু মনি। ধন্যবাদ কাহাফ ভাই
রহমতের প্রকৃত আধার হয়ে ভাল বন্ধু জীবন কে আলোকময় করুক- খোদার কাছে আমারও এই কামনা!
সুন্দর অনুভূতির জন্য জাযাকুমুল্লাহু খাইরাল জাযাই!
ভাল লাগলো..
মন্তব্যের ছোঁয়া রেখে যাওয়ায় ধন্যবাদ ও জাযাকিল্লাহু খাইরান আপনাকে!
বাস্তববাদী কথা। ভালো লাগলো।
মন্তব্যের ছোঁয়ায়ই সবার হ্রদয় জুড়ে আপনি থাকবেন!
ভাল থাকার কামনা!!!
বন্ধু নির্বাচনের ক্ষেত্রে থাকতে হবে বিচার বিবেচনা
দেখে নিতে হবে আদৌ সে বন্ধু হবার যোগ্য কিনা
একাকী নিঃসঙ্গতার চেয়ে যে ভালো বন্ধু উত্তম
কিন্তু মন্দ বন্ধুর চেয়ে নিঃসঙ্গ জীবন সর্বোত্তম......
কাব্যিকতার মোড়কে আপনার চির সুন্দর কথামালা অনুভূতিকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে!
নান্দনিক মন্তব্যের জন্যে শুকরিয়া ও জাযাকুমুল্লাহু খাইরান শ্রদ্ধেয়া আপুজ্বী!!
“ তোমার চারপাশের সকল মানুষের প্রতি সদয় হও বা তাদের সাথে বন্ধুত্ব পূর্ণ ব্যাবহার কর, কিন্তূ বন্ধুত্ব করবে তিন-চার জনের সাথে। এবং বন্ধুত্ব করার পূর্বে তাদের কে অবশ্যয় পরিক্ষা করে নিবে”।
২
“প্রকৃত বন্ধু হবে আয়নার মত। যে অকৃপণ ভাবে তোমার সমস্ত দোষ-ত্রুটি তুলে ধরবে,তোমাকে এক জন সেরা মানুষ বানানোর উদ্দেশ্যে”।
এটা আমার ও Philosophy ।
ধন্যবাদ আরোহী রায়হান প্রিয়ন্তি আপু , ধন্যবাদ কাহাফ ভাই,
ধন্যবাদ নাতনী জামাই!
এই কপি করাটাই পারি না আমি! কিভাবে যে ........
সুন্দর বললেন তো! আমরা যদি সর্বোত্তম বন্ধু আল্লাহ কে গ্রহন করি তাহলেই সফলতা সর্বক্ষেত্রে!
اللهم انت الرفيق الاعلى...( হে আল্লাহ! তুমিই আমার সর্বোত্তম বন্ধু!)
সুশীল সাব ভাইয়া, কোথায় আপনি.....???
ভালোলাগা রেখে গেলাম।
তা যথার্থ বলেছেন! আমরা বন্ধু নির্বাচনে সতর্ক হই!
ধন্যবাদ ও জাযাকিল্লাহু খাইরান আপনাকে!!
আমি নাদান উপস্হাপন করলান শুধু!
ধন্যবাদ ও জাযাকাল্লাহু খাইরান শ্রদ্ধেয় শেখের পোলা!!!
কত না কষ্ট অহেতুক দিয়েছি-
তবুও ভালবাসা শুধুই পেয়েছি!
আমার প্রিয় বন্ধুরা! ভাল থেকো অনেক!!!
কত না কষ্ট অহেতুক দিয়েছি-
তবুও ভালবাসা শুধুই পেয়েছি!
আমার প্রিয় বন্ধুরা! ভাল থেকো অনেক!!!
সুন্দর বললেন তো.....!!
আসলেই প্রকৃত ভাল বন্ধু কে শর্তহীন ভাবেই ভালবাসতে হয়!
ধন্যবাদ আপনাকে!!!
হয়তো অভিমান করে আছে,সরাসরি ভাংগাতে সমস্যা হলে মাধ্যম গ্রহন করতে পারেন!
আসলেও বন্ধুত্বে ভুল বুঝাবঝি হলে আখেরে নিজেরই ক্ষতি!
আপনার জন্যে শুভ কামনা রইল!!
বন্ধুত্বের স্বরুপ বুঝাতে আপনার অতুলনীয় মন্তব্যের জন্যে জাযাকাল্লাহু খাইরান!!!
এই দুনিয়ায় যে যেমন বন্ধু নির্বাচন করবে হাশরও তাদের সাথেই হবে।তাই বন্ধু নির্বাচনে সতর্কতা জরুরী আর নিয়্যাতটাও বিরাট ভুমিকা রাখে।ধন্যবাদ।
অনেক সুন্দর বললেন হে শ্রদ্ধেয়াজ্বী!
বন্ধুত্বের ক্ষেত্রে সঠিক চয়ন ও নিয়্যাতের ভূমিকা অপরিসীম!
কাযাকিল্লাহু খাইরান!!!
সুন্দর ও নান্দনিক মন্তব্যের সাথে পুর্ম সহমত পোষণ করে অনেক ধন্যবাদ ও কাযাকুমুল্লাহু খাইরান জানাচ্ছি!!
বন্ধুত্বের মধুরতা দিয়ে এ সব কিছু কে ছাপিয়ে যেতে হবে!
অনুভূতি রেখে গেলেন! ব্লগাংগিনায় স্বাগতম ও অভিনন্দন আপনাকে!!!
মন্তব্য করতে লগইন করুন