১৫৪ জন শূন্যভোট পেয়ে এমপি,মন্ত্রী। জনগনের ভোট কোথায় ?

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০১ ডিসেম্বর, ২০১৪, ০৮:০০:৫৩ সকাল



১৫৪ জন শূন্যভোট পেয়ে এমপি , মন্ত্রী।

জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা আংশিক) আসনের উপ-নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ম ম আমজাদ হোসেন মিলনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

৩০ নভেম্বর ২০১৪

রোববার সন্ধ্যা সোয়া ৫টার দিকে নির্বাচন কমিশনের স্থানীয় অফিসে এই ঘোষণা দেয়া হয়।



সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করে জানান, জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা আংশিক) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ম ম আমজাদ হোসেন মিলনের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

জনগনের কোটি কোটি টাকা নষ্ট করে খয়রাতি এমপি মন্ত্রী দিয়ে দেশ চলছে। এটা কোনো গনতন্ত্র হতে পারে না। দেখে নেই সেই বিনা ভোটের সংসদের এমপি দের চেহারা





























































































বিষয়: বিবিধ

২০২১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

290152
০১ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:৫১
হতভাগা লিখেছেন : এদের এতই হাই পার্সোনালিটি যে প্রতিপক্ষও এদেরকে সন্মান করে মাঠে নামে নি । আর জনগন এদের সবসময়ই চায় বলে শুধু শুধু নির্বাচন দিয়ে সময়ক্ষেপন ও টাকার শ্রাদ্ধ করতে চায় না ।
০১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৪১
233974
মাহফুজ মুহন লিখেছেন : আপনার বাণী শুনে বিনাভোটের মন্ত্রী এমপিরা মুখ লোকাবে
290219
০১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:২০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এই দেশে আবার ভোট কিসের। মানুষ শান্তিতে আছে।
০১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৪০
233973
মাহফুজ মুহন লিখেছেন : বিরাট অশান্তির মধ্যে বেদনার বাণী
290437
০২ ডিসেম্বর ২০১৪ সকাল ০৭:৪৮
কাঁচের বালি লিখেছেন : আজব দেশ তাই শুধু মাত্র এই দেশেই এরকম ফ্রি মন্ত্রী , এমপি পাবেন , আপনার পোস্ট গুলো ভালো লাগে কারণ খুঁজে লিংক গুলি আমাদের সামনে আনেন , আমরাও অনেক কিছু জানতে পাড়ি , অনেক ধন্য এই সব অবৈধ ছাগলদের কে আমাদের চেনানোর জন্য ।
০২ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৫৬
234190
মাহফুজ মুহন লিখেছেন : জনগণ ভোট দেয়নি , তারপর ও এরা বলছে জনগনের বিশাল মতামত নিয়ে ক্ষমতায়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File