কোন বাংলাদেশের পতাকা আমি ফেসবুক প্রোফাইলে দিবো???

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ০১ ডিসেম্বর, ২০১৪, ০৮:৩১:৫২ সকাল



কোন বাংলাদেশের পতাকা আমি প্রোফাইলে দিবো???

যে বাংলাদেশ নিষ্পাপ কাদের

মোল্লাকে যুদ্ধাপরাধী বানিয়ে ফাঁসির

কাষ্ঠে ঝুলিয়েছে।

- যে বাংলাদেশ ভাষা সৈনিক

গোলাম আযম কে বিন্দু মাত্র সম্মান

না দিয়ে ধুঁকে ধুঁকে মৃত্যুর

দিকে ঠেলে দিয়েছে।

- যে বাংলাদেশ বিশ্ব বরেণ্য আলেম

কোরানের পাখি আল্লামা সাঈদী কে কোরান

প্রেমীদের কলিজা থেকে দূরে সরিয়ে মালীর কাজ

করতে বাধ্য করিয়েছে।

- যে বাংলাদেশ টগবগে তাজা যুবক

দেলোয়ার ভাই কে মিথ্যা রিমান্ডের

নামে হাত পা ভেঙ্গে পঙ্গু

বানিয়ে দিয়েছে।

- যে বাংলাদেশ তাহাজ্জুদ

পড়ুয়া বোনদের মারধর করে হাত

থেকে কোরান কেড়ে নিয়ে বলতে শিখিয়েছে তোদের

আল্লাহ্ এখন কোথায়?

- যে বাংলাদেশ নাস্তিকদের কথায়

হাজার হাজার আলেম দের

গুলি করে মারতে শিখিয়েছে।

- যে বাংলাদেশ সাপের মত

পিটিয়ে পিটিয়ে মানুষ

মারতে শিখিয়েছে।

- যে বাংলাদেশ ৫৬ হাজার বর্গমাইলের

এক জেলখানায় তার ১৬

কোটি জনগন কে প্রতিনিয়ত রিমান্ড

দিয়ে চলেছে।

-যে বাংলাদেশ স্বাধীনতার

মিথ্যে ধোঁকা দিয়ে তার সন্তানদের

শকুনের নখের নিচে ছেঁড়ে দিয়েছে।

এমন বাংলাদেশের পতাকা বিশ্ব

কে দেখিয়ে নিজেকে লজ্জিত

করতে পারবোনা।

যেদিন এদেশের প্রতিটি মানুষ নিজের

অধিকার নিয়ে বাঁচতে পারবে,

বাংলার মানুষ প্রান

খোলে হাসতে পারবে,

এদেশের আলেমরা হবে সবচেয়ে সম্মানিত ব্যক্তি,

থাকবেনা কোনো মিথ্যা আদালত,

ইসলামের আলোয় উদ্ভাসিত হবে চারদিক্

সেদিন কারো বলা লাগবেনা আমি নিজেই

বাংলাদেশ কে বিশ্বের

দরবারে পরিচয় করিয়ে দেয়ার জন্য

সবার আগে এগিয়ে যাবো ইনশাআল্লাহ্।

বিষয়: বিবিধ

১৫৮৭ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

290151
০১ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:৪২
হতভাগা লিখেছেন : আপনি আপনার ফেসবুক প্রোফাইলে বাংলাদেশে না , এই পতাকাটা দেন




আর কাদের মোল্লার ছাপসহ বাংলাদেশের পতাকাটা মুছে ফেলেন । পতাকাটাকে আর কত অপবিত্র করাবেন ?
০১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৩৫
233968
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, মন্তব্যরে জন্য।
290157
০১ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:৪৪
কাহাফ লিখেছেন :

হিটলার অথবা চেতনায় কাতর মাইয়ার ছবি দিলে বাংগালী ছেতনা ফুডে উঠবে..... Praying Praying Praying
০১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৩৫
233969
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, মন্তব্যরে জন্য।
290164
০১ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:০৫
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : আপনার কথার সঙ্গে আমি একমত না।
কতিপয় লোকের জন্য প্রিয় বাংলাকে দায়ী করবেন কেন? আপনি কি মনে করেন এই সুবিধাবাদীরাই ৭১ এ বিজয় এনেছিল? না, কখনোইনা। আমাদের দেশের দেশপ্রেমিক এবং খোদাপ্রেমিক লোকগুলোই এ বিজয় ছিনিয়ে এনেছিল।

০১ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:১৯
233914

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : ১৯৭১ সালে আপনার খোদা প্রেমিকরা সব রাজাকারের খাতায় নাম লিখে ছিল।
০১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৩৬
233970
বাংলার দামাল সন্তান লিখেছেন : ভাইয়া বর্তমানে যারা সরকারের সমালোচনা করে, তারাই রাাজকার।
290209
০১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:০৫
মুিনর লিখেছেন : হে মুক্তিযুদ্ধের ভন্ড কন্য আপনি লিখেছেন ১৯৭১ সালে আল্লাহ প্রেমিক সবাই রাজাকারের খাতায় নাম লিখিয়ে ছিলে। কিন্তু কেন? কারণ এসব আল্লাহ প্রেমিকগণ পাকিস্তান থেকে স্বাধীন হয়ে আবার ভারতের গোলাম বা দাস হতে চান নাই। যে টা আমরা এখন দেখতেছি। মুক্তিযুদ্ধের চেতনার নামে আমরা এখন কি দেখতেছি। হয়ত ঐ সময়ের আল্লাহ প্রেমিকগণ দেশ স্বাধীন হোক সেটা চেয়েছেন। কিন্ত স্বাধীনের পর ও পরাধীন থাকবে সেটা চান নাই। ধন্যবাদ
০১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৩৬
233971
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, মন্তব্যরে জন্য।
290218
০১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:১৯
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এরকম অহমিকা ঠিক না। যে দেশে খাচ্ছেন ঘুরছেন পড়ছেন সে দেশের বিরুদ্ধে কেন কথা বলেন? তাদের পাপের শাস্তি তারা পাচ্ছে আর যদি পাপ না করে তাহলে তো শহীদ। তো সমস্যা কি?
০১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৩৮
233972
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনাকে কেউ একজন বলল আপনি মারা, গেলেন, আপনি যাচাই না করে বললেন আপনি মারা গেলেন জাচাই না করে।
290445
০২ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:১১
কাঁচের বালি লিখেছেন : স্বাধীনতা অর্জন করে যদি রক্ষাই করতে না পারলাম তবে কিসের স্বাধীনতা উৎযাপন করবো বলতে পারেন ?
290479
০২ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:০৩
আলরাজি লিখেছেন : পাকিস্তানের পতাকা কেন? এই পতাকা হলে সমস্যা কি?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File