স্বপ্ন পুরণের প্রচেষ্টায় আরও একধাপ এগিয়ে! গঠিত হল 'কমিউনিটি ব্লগারস ফোরাম-রিয়াদ'এর নতুন কমিটি!!
লিখেছেন লিখেছেন কাহাফ ১১ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:৩৬:০১ সকাল
'মুক্ত মত-মুক্ত পথ' শ্লোগান কে হ্রদয়ে ধারণ করা প্রাণোচ্ছল কিছু উদ্যমী মানুষদের নিয়ে গঠিত হল 'কমিউনিটি ব্লগারস ফোরাম-রিয়াদ'এর নতুন কমিটি!
রবি বার (০৮/০২/১৫ইং) সৌদি আরবস্থ রাজধানী রিয়াদের 'হারা'য় এক অনাড়ম্বর পরিবেশে গঠিত হল দীর্ঘ প্রতিক্ষিত রিয়াদের 'কমিউনিটি ব্লগারস ফোরাম-রিয়াদ'এর নতুন কমিটি!
প্রবাসের শত কর্মব্যস্থতার পরেও এক ঝাঁক বিশ্বাসী ও কল্যাণের স্বপ্নে বিভোর ব্লগারসদের এই আয়োজনে 'সিবিএফ সেন্ট্রাল সদস্য ব্লগার মেরাজ,নয়া দিগন্তের সৌদি প্রতিনিধি সাংবাদিক সিরাজুল হক মানিক সহ বিশিষ্টজনদের উপস্থিতি ও দিক নির্দেশনা মুলক আলোচনা নতুন কমিটির সুন্দর পদচারণায় ভূমিকা রাখবে ইনশা আল্লাহ!
মহা গ্রন্থ পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে ব্লগার বিপ্লবীর নান্দনিক পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য পেশ করেন বিশিষ্ট ব্লগার তীর্যক১০
নতুন এই কমিটিতে রয়েছেন অনেক বোদ্ধা ব্লগার,লেখক,অনলাইন এক্টিভিটিস ও সহযোগী। উপদেষ্টা মন্ডলীতে যুক্ত হয়েছেন কমিউনিটি ব্যক্তিত্ব,ব্যবসায়ী,চাকুরীজীবি ও শিক্ষাবিদ গণ।
সিবিএফ রিয়াদ-এর নতুন কমিটিতে যারা-
-----------------------------------------------
*সভাপতি: আমিনুল হুদা শাহীন (ব্লগার-তীর্যক১০)
*সিনিয়র সহ সভাপতি:মনিরুজ্জামান (ব্লগার-সোনালী দিন)
*সহ সভাপতি: লোকমান বিন নূর হাশিম (ব্লগার-লোকমান)
*সাধারণ সম্পাদক: ফখরুল ইসলাম (ব্লগার-ফখরুল)
*যুগ্ম সাধারণ সম্পাদক: শহীদ মোবারক (ব্লগার-বিপ্লবী)
*দপ্তর সম্পাদক: তসলীম খন্দকার।
*প্রচার সম্পাদক: কামরুল হাসান ফরাজী (ব্লগার-কাহাফ)
* সহ প্রচার সম্পাদক: আব্দুল আজীজ (দুখু মিয়া)
*অর্থ সম্পাদক: দ্বীন ইসলাম (ব্লগার-কাজল কালো)
*সমাজ কল্যাণ সম্পাদক: সাইদুর রহমান (ব্লগার-সাইদুর)
*তথ্য প্রযুক্তি ও মিডিয়া সম্পাদক: আহমদ আরিফ (ব্লগার-আহমাদ আরিফ)
*সাহিত্য বিষয়ক সম্পাদক: তৌহিদ বিন ইউসুফ (ব্লগার-তৌহিদ বিন ইউসুফ)
*শিক্ষা ও গবেষণা সম্পাদক: মুহাম্মাদুল্লাহ ছোটন (ব্লগার-ছোটন)
*প্রকাশনা বিষয়ক সম্পাদক: ফরিদ মাহবুব (ব্লগার-সালসাবীল_২৫০০)
*সংস্কৃতি বিষয়ক সম্পাদক: মুক্তার হুসেন।
*আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: কামাল পারভেজ।
*ধর্ম বিষয়ক সম্পাদক: কামরুল ইসলাম।
নতুন কমিটি ঘোষিত হওয়ার পর উপস্হিত সকল সদস্যদের নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়!দেশ ও জাতির স্বার্থে কাধে কাধ মিলিয়ে অমিত সম্ভাবনার এই সৃষ্টিশীল প্লাটফর্ম কে সামনে এগিয়ে নিতে বিদগ্ধ জনেরা গুরুত্বপুর্ণ পরামর্শ ও মতামত ব্যক্ত করেন!
বাংলাদেশের বর্তমান অসহনীয় পরিস্থিতির অবসান কল্পে সাধ্যানুযায়ী প্রচেষ্টা ও মহান রবের কাছে বিনীত প্রার্থনার আহবান জানান সবার কাছে!
পরিশেষে-আয়োজকদের পক্ষ থেকে নৈশ ভোজে অংশ গ্রহন করেন সকল উপস্হিতি!
'সাদা ভাতের সাথে সবজী-মাংশ-ডাল' যেন ভৌগলিক ভাবে অনেক দূরে ছেড়ে আসা প্রিয় দেশ কেই সামনে নিয়ে আসল!দেশ গড়ার প্রয়োজনে সর্বস্ব বিলিয়ে দেয়ার প্রত্যয়ে নতুন করে আংগিকারাবদ্ধ হলেন সবাই!
সবার সার্বিক সহযোগিতায় ব্লগার ও লেখকদের এ সংগঠন শক্তিশালী হয়ে একটি সুস্থ-সুন্দর আদর্শিক পরিবর্তনে সিবিএফ-রিয়াদের পথচলা হোক অসত্যের বিরুদ্ধে দূর্বার গতিময়-এই শুভ কামনা ও প্রত্যাশা রইল!!!
বিষয়: বিবিধ
২৩১০ বার পঠিত, ৫৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নবী মোহাম্মদের সমালোচনা করে মুক্ত মত দেয়া যাবে?
মায়াবন বিহারিণী হরিণী! আপনি কি বুঝেন 'মুক্ত মত'এর অর্থ? মনে হয় তো না!!
একটা কথা হয়তো ভূলে গেছেন @মা বি হরিণী! পেঁচা কিন্তু সূর্য্যের দুশমন আর রুপালী চাঁদের দুশমন কুত্ত্বা!!
মুসা বিন মোস্তফা ভাই,আপনি একটু চেষ্টা চালালেই পেয়ে যাবেন তাদের কে। ফখরুল ভাই তো পথ বলেই দিলেন!
আপনাদের দোয়া ও পরামর্শ সদাই কাম্য শ্রদ্ধেয় আব্দুল গাফফার ভাই!
ভিন্ন আবয়বের চমৎকার মন্তব্য অনুপ্রণিত করবে সিবিএফ-রিয়াদ কে!
সুপরামর্শ ও পাশে থাকার আর্জি রইল শ্রদ্ধেয়া আপুজ্বী!!
আপনাদের শুভ মহতী আদর্শিক উদ্যোগকে স্বতঃস্ফুর্তভাবে স্বাগত জানাই। ক্ষুদ্র যোগ্যতা ও সীমাবদ্ধতা সত্ত্বেও পাশে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ্পাক আপনাদের উত্তম কাজগুলোকে কবুল করে নিন। আমীন।
নিজে কে সৌভাগ্যবান মনে হয়!আপনাদের পিছু হলেও থাকার দূর্বিনিত আকাংখা সব সময়ই আমার!
করুণাময়ের অপার রহমতে সিক্ত হোন আপনি-আমি-সবাই এই দোয়া আল্লাহর কাছে!!
অনেক ভাল লাগল ভাইয়া আনেক ব্লগারদের চেনা জান হল । শেয়ারের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া ।
আন্তরিক দরদভর্তি মন্তব্যে অভিভূত শ্রদ্ধেয়া পিচ্চি আফরাজ্বী! আল্লাহ আপনাদের কেও ভাল রাখুন সব সময়!!
আপনাদের শোকরিয়া জানাই শ্রদ্ধেয় ফখরুল ভাই। মায়ের গান কিন্তু শুনা হয়নি এখনো.....।!!!
ব্লগার সোনালী দিন ভাই জবাব দিয়ে দিলেন!
আমার আর কিছু বলার নাই হে শ্রদ্ধেয় সালাম আজাদী ভাই!
দোয়ার দরখাস্ত রইল!!
সময় তাহলে বের করেই ফেললেন কিছুটা?
অভিনন্দন আপনাকে এবং আগামী......কে!!
অভিভূত সিবিএফ-রিয়াদ আপনার নান্দনিক আন্তরিক মন্তব্যে!
জাযাকাল্লাহু খাইরান!!
আপনাকেও সুন্দর অনুভূতি রেখে যাওয়ায় অনেক অনেক ধন্যবাদ!!
মোবারকবাদ হে শ্রদ্ধেয়!
এডিট করে দিচ্ছি এখন!!
শুভেচ্ছা গ্রহন করুন সিবিএফ-রিয়াদের পক্ষ থেকে!দোয়ার আবেদন রইল!!
আপনাদের সুন্দর মতামত ও পরামর্শ কামনা করছে সিবিএফ-রিয়াদ!
সিবিএফ-রিয়াদ আপনাদের সবার এমন আন্তরিক মন্তব্যে অভিভূত!
ভাল থাকবেন ব্লগার নাছির আলী!
ভাই, gulf এর news paper গুলোতে মাঝে মাঝে দুই-চার লাইন লিখার চেসটা করেন ।
আস সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ.... শ্রদ্ধেয় লজিকাল ভাইছা!
বিনীত ধন্যবাদ জানাচ্ছি! আপনাদের সুন্দর মতামত ও পরামর্শ সব সময়ই প্রত্যাশা করবে সিবিএফ-রিয়াদ!
নেট-এর ব্যবহারে কাচাঁ একেবারেই আমি! আপনাদের পিছু থেকতে চাই তবুও!
ফেবুতে'Quamrul Hasan Forazi' লিখে সার্চ দিলেই আসবে ইনশা আল্লাহ
কৃতজ্ঞতা ও মোবারকবাদ সকল শুভাকাংখী গুনিজনদেরকে, আপনাদের অব্যাহত অনুপ্রেরণা, উতসাহ ও পরামর্শ আমাদের পথচলাকে সাবলিল ও সুগম করবে।
আমি দু:খিত পেশাগত ব্যস্ততার কারণে ব্লগে সময় দিতে পারছিনা বলে।
সিবিএফ-এর মুহতারাম সভাপতি বিদগ্ধ ব্লগার তীর্যক১০ ভাইয়ের মন্তব্যের সুচনা দারুণ উৎসাহী করবে অধম আমাকে!
আশা রাখবো- শত ব্যস্ততার পরেও কষ্ট করে ব্লগে একটু সময় দিবেন যেন আমরা শেখার ক্ষেত্রে আরও এগিয়ে যেতে পারি!
جزاهم الله خيرالجزا
কি হল? গালে হাত কেন?
কোন কাজে আসতে পারলে নিজেকেই ভাগ্যবান মনে করবো আমি!
আপনার-আপনাদের জন্যেও অনেক অনেক অনেক অনেক ভালবাসা ও শ্রদ্ধা!!
ইনশা আল্লাহ......
বিজয় হতেই হবে......
মানবতার প্রয়োজনেই!!
আমিও অভিনন্দন জানাই
দোয়ার দরখাস্ত আপনাদের কাছে সব সময়ই কাম্য! আমি অধম শেখার প্রচেষ্টায় তাদের সাথে যুক্ত আছি ভাই!!
দোয়ার দরখাস্ত রইল শ্রদ্ধেয় ভাই!!
এই সব সুশীল নামধারী হায়েনাদের জন্যেই সমাজের আজ করুণ অবস্হা!
মন্তব্য করতে লগইন করুন