স্বপ্ন পুরণের প্রচেষ্টায় আরও একধাপ এগিয়ে! গঠিত হল 'কমিউনিটি ব্লগারস ফোরাম-রিয়াদ'এর নতুন কমিটি!!

লিখেছেন লিখেছেন কাহাফ ১১ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:৩৬:০১ সকাল

'মুক্ত মত-মুক্ত পথ' শ্লোগান কে হ্রদয়ে ধারণ করা প্রাণোচ্ছল কিছু উদ্যমী মানুষদের নিয়ে গঠিত হল 'কমিউনিটি ব্লগারস ফোরাম-রিয়াদ'এর নতুন কমিটি!

রবি বার (০৮/০২/১৫ইং) সৌদি আরবস্থ রাজধানী রিয়াদের 'হারা'য় এক অনাড়ম্বর পরিবেশে গঠিত হল দীর্ঘ প্রতিক্ষিত রিয়াদের 'কমিউনিটি ব্লগারস ফোরাম-রিয়াদ'এর নতুন কমিটি!

প্রবাসের শত কর্মব্যস্থতার পরেও এক ঝাঁক বিশ্বাসী ও কল্যাণের স্বপ্নে বিভোর ব্লগারসদের এই আয়োজনে 'সিবিএফ সেন্ট্রাল সদস্য ব্লগার মেরাজ,নয়া দিগন্তের সৌদি প্রতিনিধি সাংবাদিক সিরাজুল হক মানিক সহ বিশিষ্টজনদের উপস্থিতি ও দিক নির্দেশনা মুলক আলোচনা নতুন কমিটির সুন্দর পদচারণায় ভূমিকা রাখবে ইনশা আল্লাহ!

মহা গ্রন্থ পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে ব্লগার বিপ্লবীর নান্দনিক পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য পেশ করেন বিশিষ্ট ব্লগার তীর্যক১০

নতুন এই কমিটিতে রয়েছেন অনেক বোদ্ধা ব্লগার,লেখক,অনলাইন এক্টিভিটিস ও সহযোগী। উপদেষ্টা মন্ডলীতে যুক্ত হয়েছেন কমিউনিটি ব্যক্তিত্ব,ব্যবসায়ী,চাকুরীজীবি ও শিক্ষাবিদ গণ।

সিবিএফ রিয়াদ-এর নতুন কমিটিতে যারা-

-----------------------------------------------

*সভাপতি: আমিনুল হুদা শাহীন (ব্লগার-তীর্যক১০)

*সিনিয়র সহ সভাপতি:মনিরুজ্জামান (ব্লগার-সোনালী দিন)

*সহ সভাপতি: লোকমান বিন নূর হাশিম (ব্লগার-লোকমান)

*সাধারণ সম্পাদক: ফখরুল ইসলাম (ব্লগার-ফখরুল)

*যুগ্ম সাধারণ সম্পাদক: শহীদ মোবারক (ব্লগার-বিপ্লবী)

*দপ্তর সম্পাদক: তসলীম খন্দকার।

*প্রচার সম্পাদক: কামরুল হাসান ফরাজী (ব্লগার-কাহাফ)

* সহ প্রচার সম্পাদক: আব্দুল আজীজ (দুখু মিয়া)

*অর্থ সম্পাদক: দ্বীন ইসলাম (ব্লগার-কাজল কালো)

*সমাজ কল্যাণ সম্পাদক: সাইদুর রহমান (ব্লগার-সাইদুর)

*তথ্য প্রযুক্তি ও মিডিয়া সম্পাদক: আহমদ আরিফ (ব্লগার-আহমাদ আরিফ)

*সাহিত্য বিষয়ক সম্পাদক: তৌহিদ বিন ইউসুফ (ব্লগার-তৌহিদ বিন ইউসুফ)

*শিক্ষা ও গবেষণা সম্পাদক: মুহাম্মাদুল্লাহ ছোটন (ব্লগার-ছোটন)

*প্রকাশনা বিষয়ক সম্পাদক: ফরিদ মাহবুব (ব্লগার-সালসাবীল_২৫০০)

*সংস্কৃতি বিষয়ক সম্পাদক: মুক্তার হুসেন।

*আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: কামাল পারভেজ।

*ধর্ম বিষয়ক সম্পাদক: কামরুল ইসলাম।

নতুন কমিটি ঘোষিত হওয়ার পর উপস্হিত সকল সদস্যদের নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়!দেশ ও জাতির স্বার্থে কাধে কাধ মিলিয়ে অমিত সম্ভাবনার এই সৃষ্টিশীল প্লাটফর্ম কে সামনে এগিয়ে নিতে বিদগ্ধ জনেরা গুরুত্বপুর্ণ পরামর্শ ও মতামত ব্যক্ত করেন!

বাংলাদেশের বর্তমান অসহনীয় পরিস্থিতির অবসান কল্পে সাধ্যানুযায়ী প্রচেষ্টা ও মহান রবের কাছে বিনীত প্রার্থনার আহবান জানান সবার কাছে!

পরিশেষে-আয়োজকদের পক্ষ থেকে নৈশ ভোজে অংশ গ্রহন করেন সকল উপস্হিতি!

'সাদা ভাতের সাথে সবজী-মাংশ-ডাল' যেন ভৌগলিক ভাবে অনেক দূরে ছেড়ে আসা প্রিয় দেশ কেই সামনে নিয়ে আসল!দেশ গড়ার প্রয়োজনে সর্বস্ব বিলিয়ে দেয়ার প্রত্যয়ে নতুন করে আংগিকারাবদ্ধ হলেন সবাই!

সবার সার্বিক সহযোগিতায় ব্লগার ও লেখকদের এ সংগঠন শক্তিশালী হয়ে একটি সুস্থ-সুন্দর আদর্শিক পরিবর্তনে সিবিএফ-রিয়াদের পথচলা হোক অসত্যের বিরুদ্ধে দূর্বার গতিময়-এই শুভ কামনা ও প্রত্যাশা রইল!!!

Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose



বিষয়: বিবিধ

২৩১০ বার পঠিত, ৫৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303914
১১ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:০০
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : মুক্ত মত-মুক্ত পথ' শ্লোগান কে হ্রদয়ে ধারণ করা প্রাণোচ্ছ....

নবী মোহাম্মদের সমালোচনা করে মুক্ত মত দেয়া যাবে?
১১ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৪৭
245820
মুসা বিন মোস্তফা লিখেছেন : Good Luck Good Luck
১২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:৪৩
245927
কাহাফ লিখেছেন :
মায়াবন বিহারিণী হরিণী! আপনি কি বুঝেন 'মুক্ত মত'এর অর্থ? মনে হয় তো না!!
১২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৬:৩১
245941
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : মোহাম্মদ কি সমালোচনার উর্ধে নাকি @ কাহাফ?
১২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:০০
245955
কাহাফ লিখেছেন :
একটা কথা হয়তো ভূলে গেছেন @মা বি হরিণী! পেঁচা কিন্তু সূর্য্যের দুশমন আর রুপালী চাঁদের দুশমন কুত্ত্বা!!
১২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:৩০
245960
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : তা জানি, তো আপনার নবী কি কুত্তা না পেঁচা??
303920
১১ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৪৮
মুসা বিন মোস্তফা লিখেছেন : ঢাকায় CBF এর কার্যক্রম আছে ???
১১ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৫৩
245845
ফখরুল লিখেছেন : জি আছে মুসা ভাই। আপনি চাটিগা থেকে বাহার ভাইয়ের সাথে যোগাযোগ করুন।
১১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৫৮
245878
মুসা বিন মোস্তফা লিখেছেন : চাটগা ????????
১১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৪৮
245893
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : খান ভাই অাছেন!!!
১১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:২১
245903
মুসা বিন মোস্তফা লিখেছেন : খান ভাই কি দায়িত্বে ?
১২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:৪৫
245928
কাহাফ লিখেছেন :

মুসা বিন মোস্তফা ভাই,আপনি একটু চেষ্টা চালালেই পেয়ে যাবেন তাদের কে। ফখরুল ভাই তো পথ বলেই দিলেন!
303923
১১ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:১৩
আব্দুল গাফফার লিখেছেন : শুভেচ্ছা সবাইকে, এগিয়ে যান Applause Good Luck Rose
১২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:৪৯
245929
কাহাফ লিখেছেন :

আপনাদের দোয়া ও পরামর্শ সদাই কাম্য শ্রদ্ধেয় আব্দুল গাফফার ভাই!Good Luck
303928
১১ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৩৫
সন্ধাতারা লিখেছেন : Congratulations everybody of new commette. We hope you all will be able to perform your great role for fulfilling the expectation. Jajakallahu khair vaiya.
১২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:৫১
245930
কাহাফ লিখেছেন :
ভিন্ন আবয়বের চমৎকার মন্তব্য অনুপ্রণিত করবে সিবিএফ-রিয়াদ কে!
সুপরামর্শ ও পাশে থাকার আর্জি রইল শ্রদ্ধেয়া আপুজ্বী!!Good Luck
১৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:০৬
246085
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ কাহাফ ভাইয়া। আপনার মূল্যবান লিখাটি যখন দেখি তখন বাংলায় মন্তব্য করার কোন সুযোগ ছিল না। আবার বাসায় যেতে দেরী হবে বিধায় মন্তব্য করার ইচ্ছা সংবরণ করতে পারিনি, তাই ভিন্ন আঙ্গিকে জবাব দেয়ার প্রচেষ্টা। মোবাইলে বাংলা টাইপ করলে অসংখ্য বানান ভুল আসে আমার অজ্ঞতার জন্য।

আপনাদের শুভ মহতী আদর্শিক উদ্যোগকে স্বতঃস্ফুর্তভাবে স্বাগত জানাই। ক্ষুদ্র যোগ্যতা ও সীমাবদ্ধতা সত্ত্বেও পাশে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ্‌পাক আপনাদের উত্তম কাজগুলোকে কবুল করে নিন। আমীন।
১৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:৩৭
246103
কাহাফ লিখেছেন : ওয়ালিকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ শ্রদ্ধেয়া অাপুজ্বী! আপনার লেখনী-মন্তব্য-প্রতিমন্তব্য চিন্তা কে শানিত করে উপলব্ধিতা কে নতুন অনুভবে পরিবর্তন করে বাধ্য করে বরাবরই!
নিজে কে সৌভাগ্যবান মনে হয়!আপনাদের পিছু হলেও থাকার দূর্বিনিত আকাংখা সব সময়ই আমার!
করুণাময়ের অপার রহমতে সিক্ত হোন আপনি-আমি-সবাই এই দোয়া আল্লাহর কাছে!!
303929
১১ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৩৬
আফরা লিখেছেন : আপনাদের সবাইকে শুভেচ্ছা ও দুয়া রইল আপনারা সত্য সুন্দরের পথ ধরে এগিয়ে যান ।

অনেক ভাল লাগল ভাইয়া আনেক ব্লগারদের চেনা জান হল । শেয়ারের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া ।
১২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:৫২
245931
কাহাফ লিখেছেন :
আন্তরিক দরদভর্তি মন্তব্যে অভিভূত শ্রদ্ধেয়া পিচ্চি আফরাজ্বী! আল্লাহ আপনাদের কেও ভাল রাখুন সব সময়!!Good Luck Good Luck
303967
১১ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৫৪
ফখরুল লিখেছেন : কাহাফ ভাইকে ধন্যবাদ।
১২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:৫৩
245932
কাহাফ লিখেছেন :

আপনাদের শোকরিয়া জানাই শ্রদ্ধেয় ফখরুল ভাই। মায়ের গান কিন্তু শুনা হয়নি এখনো.....।!!!Good Luck
303968
১১ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৫৮
সালাম আজাদী লিখেছেন : যারা এক সময় রিয়াদে ছিলাম তাদের নেবেন?
১১ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:০৭
245848
সোনালী দিন লিখেছেন : Happy ছালাম ভাই ইকামা লাগবে। তাহলেই কেবল নেয়া হবে।
১১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:০৩
245895
সালাম আজাদী লিখেছেন : ভাইজান, ইক্বামাহর ডেইট ওভার। পাসপোর্টের রং টাও উঠে গেছে। লাল হয়ে গেছে ভাই
১২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:৫৫
245933
কাহাফ লিখেছেন :

ব্লগার সোনালী দিন ভাই জবাব দিয়ে দিলেন!
আমার আর কিছু বলার নাই হে শ্রদ্ধেয় সালাম আজাদী ভাই!
দোয়ার দরখাস্ত রইল!!Good Luck
303971
১১ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৩০
লোকমান লিখেছেন : নব গঠিত কমিটির প্রত্যেক সদস্যকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।
১২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:৫৬
245934
কাহাফ লিখেছেন :
সময় তাহলে বের করেই ফেললেন কিছুটা?
অভিনন্দন আপনাকে এবং আগামী......কে!!Good Luck Good Luck Good Luck
303975
১১ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৫৪
বাকপ্রবাস লিখেছেন : Rose Rose Rose সবাইকে ফুলেল শুভেচ্ছা, দেশ ও সুস্থ জাতি গঠনে অবদান রাখবে সেই প্রত্যাশায় এগিয়ে চলুক সিবিএফ
১২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:৫৮
245935
কাহাফ লিখেছেন :
অভিভূত সিবিএফ-রিয়াদ আপনার নান্দনিক আন্তরিক মন্তব্যে!
জাযাকাল্লাহু খাইরান!!Good Luck Good Luck Good Luck
১০
303985
১১ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:০৮
মুিনর লিখেছেন : নব গঠিত কমিটির প্রত্যেক সদস্যকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।
১২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৫:০১
245936
কাহাফ লিখেছেন :

আপনাকেও সুন্দর অনুভূতি রেখে যাওয়ায় অনেক অনেক ধন্যবাদ!!Good Luck Good Luck
১১
304002
১১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:২০
সালসাবীল_২৫০০ লিখেছেন : সফলতা কামনা করছি
১২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৫:০২
245937
কাহাফ লিখেছেন :
মোবারকবাদ হে শ্রদ্ধেয়!
এডিট করে দিচ্ছি এখন!!
১২
304028
১১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সবাইকে অভিনন্দন!
১২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৫:০২
245938
কাহাফ লিখেছেন :

শুভেচ্ছা গ্রহন করুন সিবিএফ-রিয়াদের পক্ষ থেকে!দোয়ার আবেদন রইল!!Good Luck Good Luck
১৩
304071
১২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:৫১
শেখের পোলা লিখেছেন : মুবারকবাদ জানাই উদ্যোগী ভাইদের৷
১২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৫:০৩
245939
কাহাফ লিখেছেন :
আপনাদের সুন্দর মতামত ও পরামর্শ কামনা করছে সিবিএফ-রিয়াদ!Good Luck Good Luck
১৪
304077
১২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৬:০০
নাছির আলী লিখেছেন : উদ্যোগী ভাইদের জানাই আন্তরীক মোবারকবাদ।
১২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৬:১৭
245940
কাহাফ লিখেছেন :
সিবিএফ-রিয়াদ আপনাদের সবার এমন আন্তরিক মন্তব্যে অভিভূত!
ভাল থাকবেন ব্লগার নাছির আলী!Good Luck
১৫
304112
১২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৪৯
লজিকাল ভাইছা লিখেছেন : কামরুল হাসান ফরাজী (ব্লগার-কাহাফ) ভাই, কমিউনিটি ব্লগারস ফোরাম এর সবাইকে অভিনন্দন, মুবারকবাদ ।
ভাই, gulf এর news paper গুলোতে মাঝে মাঝে দুই-চার লাইন লিখার চেসটা করেন ।
১২ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৫৯
245979
কাহাফ লিখেছেন :
আস সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ.... শ্রদ্ধেয় লজিকাল ভাইছা!
বিনীত ধন্যবাদ জানাচ্ছি! আপনাদের সুন্দর মতামত ও পরামর্শ সব সময়ই প্রত্যাশা করবে সিবিএফ-রিয়াদ!
১২ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৪৮
245992
লজিকাল ভাইছা লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ, শ্রদ্ধেয় কাহাফ ভাই,ধন্যবাদ আপনাকে। যদি আপনার Facebook link দেন, তবে খুব খুশি হব।
১৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:৪০
246104
কাহাফ লিখেছেন :

নেট-এর ব্যবহারে কাচাঁ একেবারেই আমি! আপনাদের পিছু থেকতে চাই তবুও!
ফেবুতে'Quamrul Hasan Forazi' লিখে সার্চ দিলেই আসবে ইনশা আল্লাহ
১৬
304258
১৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:২৪
তীর্যক১০ লিখেছেন : অসংখ্য ধন্যবাদ সিবিএফ এর সম্মানিত প্রচার সম্পাদক কাহাফ ভাইকে, সিবিএফ রিয়াদ কমিটি নিয়ে লেখার জন্য।

কৃতজ্ঞতা ও মোবারকবাদ সকল শুভাকাংখী গুনিজনদেরকে, আপনাদের অব্যাহত অনুপ্রেরণা, উতসাহ ও পরামর্শ আমাদের পথচলাকে সাবলিল ও সুগম করবে।

আমি দু:খিত পেশাগত ব্যস্ততার কারণে ব্লগে সময় দিতে পারছিনা বলে।
১৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:৪৮
246105
কাহাফ লিখেছেন :

সিবিএফ-এর মুহতারাম সভাপতি বিদগ্ধ ব্লগার তীর্যক১০ ভাইয়ের মন্তব্যের সুচনা দারুণ উৎসাহী করবে অধম আমাকে!

আশা রাখবো- শত ব্যস্ততার পরেও কষ্ট করে ব্লগে একটু সময় দিবেন যেন আমরা শেখার ক্ষেত্রে আরও এগিয়ে যেতে পারি!
جزاهم الله خيرالجزا
১৭
315735
১৯ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৪৫
আওণ রাহ'বার লিখেছেন : কামরুল হাসান ফরাজী [কাহাফ]-
Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Big Hug Big Hug Big Hug Big Hug Big Hug Big Hug Big Hug
১৯ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৫২
256761
কাহাফ লিখেছেন :
কি হল? গালে হাত কেন?
কোন কাজে আসতে পারলে নিজেকেই ভাগ্যবান মনে করবো আমি!

আপনার-আপনাদের জন্যেও অনেক অনেক অনেক অনেক ভালবাসা ও শ্রদ্ধা!!
১৯ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৫৪
256763
আওণ রাহ'বার লিখেছেন : Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Happy Happy Love Struck Love Struck Love Struck Love Struck Love Struckদেখা হবে বিজয়ে Angel Angel Angel Angel Angel Angel Angel
১৯ এপ্রিল ২০১৫ দুপুর ০১:০৬
256766
কাহাফ লিখেছেন :
ইনশা আল্লাহ......
বিজয় হতেই হবে......
মানবতার প্রয়োজনেই!!
১৮
320463
১৭ মে ২০১৫ রাত ০২:২৮
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : বাকপ্রবাস লিখেছেন : সবইকে ফুলেল শুভেচ্ছা, দেশ ও সুস্থ জাতি গঠনে অবদান রাখবে সেই প্রত্যাশায় এগিয়ে চলুক সিবিএফ
আমিও অভিনন্দন জানাই
১৭ মে ২০১৫ রাত ০৪:৪৬
261533
কাহাফ লিখেছেন :
দোয়ার দরখাস্ত আপনাদের কাছে সব সময়ই কাম্য! আমি অধম শেখার প্রচেষ্টায় তাদের সাথে যুক্ত আছি ভাই!!
১৯
321479
২১ মে ২০১৫ রাত ০২:০১
২১ মে ২০১৫ সকাল ০৫:০৩
262558
কাহাফ লিখেছেন :
দোয়ার দরখাস্ত রইল শ্রদ্ধেয় ভাই!!
২১ মে ২০১৫ দুপুর ০১:০২
262617
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : দোয়া থাকবে অবশ্যই। কাজ চালিয়ে যান। কলম/লেখালেখি যেন বন্ধ না হয়। ধন্যবাদ।
২০
324961
০৬ জুন ২০১৫ সকাল ০৯:৩৮
গালিব আক্তার লিখেছেন : নীলাঞ্জনা থেকে কি হরিণী ? সাবধান সুশীল নেকড়েদের থেকে !
১৪ জুন ২০১৫ সকাল ০৭:১৮
267838
কাহাফ লিখেছেন :
এই সব সুশীল নামধারী হায়েনাদের জন্যেই সমাজের আজ করুণ অবস্হা!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File