পুর্বাকাশে ভোরের আভা
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১১ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:৩৮:০৬ রাত
পথের মোড়ে সুখের লগন
পথ যে এখনো একটু বাকী
ক্লান্ত দেহে সুখের আঁচড়
জল টলমল শোকের আঁখি।
-
জলের মতন বইছে কেমন
অকুল অতল রক্ত নদী
হ্রষ্ট পুষ্ট মানুষগুলো লাশ
নামে ভাসছে নিরবধি।
-
ধরতে হবে ধৈর্য্য আরো
একটু খুব বেশী নয়
পথের শুরু অনেক আগে
সামনে বিজয় নিশ্চয় ।
-
চর্তুদিকে জাগছে মানুষ
চোখের মাঝে অগ্নিলাভা
মধ্যরাত পেরিয়ে এখন
পুর্বাকাশে ভোরের আভা।
বিষয়: বিবিধ
১১৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন