আওয়ামিলীগ কি অসহায়বোধ করছে ??
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ১১ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:১৯:০৩ রাত
অজানা আশংকায় ভীত সরকারী গং !!!
আওয়ামিলীগের ইতিহাসে তারা এতটা অসহায়বোধ কখনই করেনি বলে আমার ধারনা । ক্ষমতা ছাড়া নিজেদের অস্তিত্ব নিয়ে এতটা চিন্তিত হবে দলটির উচ্ছিষ্টভোগিরা ! সত্যি অবাক করার মত । সংলাপ নিয়ে তোফায়েল-আমুদের ভাষা যখন এই, তখন দেশের ভবিষ্যত নিয়ে আতংকিত হবার অনেক কারন রয়েছে । বিভিন্ন বাহিনিগুলো এতটা দূর্নিতী ও জুলুম করেছে, এখন যেভাবেই হোক সরকারকে টিকিয়ে রেখে নিজেদের অস্তিত্ব ধরে রাখার চেষ্টা করছে ।
পাকিস্তানি জান্তা ইয়হিয়াদের সাথে ২৫মার্চ ৭১ এর কালোরাত্রির পূর্ব পর্যন্ত বংগবন্ধু সমঝোতার লক্ষ্যে আলোচনা চালিয়ে যেতে পারলে বর্তমান আওয়ামিলীগের এমন কি হল তারা সংলাপের কথাই শুনতে পারছেনা ।
আমার উপলব্ধি ভুল না হলে ' আওয়ামিলীগ কোনভাবেই ক্ষমতা থেকে সরে যেতে চাইছেনা । পেট্রোলবোমা সন্ত্রাস অত্যন্ত সুপরিকল্পিত, যা দিয়ে তারা দেশে-বিদেশে বিরোধী জোটের আন্দোলনকে সন্ত্রাস ও জংগীপনা হিসেবে প্রমান করতে চাইছে'। সংলাপ বিষয়ে সরকারদলীয় নেতাদের সবার একমাত্র ইস্যুই যখন পেট্রোলবোমা, তখন নির্বোধেরও বুঝার কথা এসব সন্ত্রাস কারা করছে ।
আমার ধারনা, সরকারের মেয়াদের বাকী ৪ বছরও যদি বিএনপি জোট অবরোধ দিয়ে থাকে তারা ক্ষমতা ছাড়বেনা । যদিনা কোন তীব্র গনআন্দোলন বা গায়েবী কিছুর উদয় না হয় ।
হায় প্রিয় স্বদেশ তুমি কি সত্যি স্বাধীন !!!!!!!!!!
http://www.bd-today.net/newsdetail/detail/200/112081
বিষয়: বিবিধ
১২৮৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Final result should be AL WILL BE disapper from land of Bangladesh
নির্বাচন হলে ২০ দলীয় জোট কিসের ভিত্তিতে জিতবে আওয়ামীগের বিপরীতে ? তাদের রেকর্ড কি খুব সফেদ ?
বিএনপির তৃনমূল কি আওয়ামি লীগের মত শক্ত ?
নিরাপত্তা বাহিনী এবং প্রশাসনকে যে ফ্যাসিলিটিজ দিয়ে রেখেছে এবং সামনে আরও দেবে এই লীগ সরকার - আপনার কি মনে হয় না যে ২০ দলীয় জোট যদি ক্ষমতায় যায়ও তাহলে এরাই বিট্রে করে আবার তাদেরকে ফেলে দেবে না ? উদাহরণ তো আছে আমাদের সামনে ।
বৃহত প্রতিবেশীর ফেভারের দলটিকে কি তারা ক্ষমতার বাইরে দেখতে চাইবে যেখানে তাদের সব সময়ই একটা সুযোগ আছে প্রতিবেশী দেশে Chaos লাগিয়ে রাখার যদি পছন্দের দল ক্ষমতায় না থাকে ?
আওয়ামী লীগ এখন অনেক বেশী সতর্ক ও দূর্দমনীয়
ভিতর থেকে কিন্তু দেশের অর্থনিতি পুরাপুরি ফোপরা।
মন্তব্য করতে লগইন করুন