আওয়ামিলীগ কি অসহায়বোধ করছে ??

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ১১ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:১৯:০৩ রাত

অজানা আশংকায় ভীত সরকারী গং !!!

আওয়ামিলীগের ইতিহাসে তারা এতটা অসহায়বোধ কখনই করেনি বলে আমার ধারনা । ক্ষমতা ছাড়া নিজেদের অস্তিত্ব নিয়ে এতটা চিন্তিত হবে দলটির উচ্ছিষ্টভোগিরা ! সত্যি অবাক করার মত । সংলাপ নিয়ে তোফায়েল-আমুদের ভাষা যখন এই, তখন দেশের ভবিষ্যত নিয়ে আতংকিত হবার অনেক কারন রয়েছে । বিভিন্ন বাহিনিগুলো এতটা দূর্নিতী ও জুলুম করেছে, এখন যেভাবেই হোক সরকারকে টিকিয়ে রেখে নিজেদের অস্তিত্ব ধরে রাখার চেষ্টা করছে ।

পাকিস্তানি জান্তা ইয়হিয়াদের সাথে ২৫মার্চ ৭১ এর কালোরাত্রির পূর্ব পর্যন্ত বংগবন্ধু সমঝোতার লক্ষ্যে আলোচনা চালিয়ে যেতে পারলে বর্তমান আওয়ামিলীগের এমন কি হল তারা সংলাপের কথাই শুনতে পারছেনা ।

আমার উপলব্ধি ভুল না হলে ' আওয়ামিলীগ কোনভাবেই ক্ষমতা থেকে সরে যেতে চাইছেনা । পেট্রোলবোমা সন্ত্রাস অত্যন্ত সুপরিকল্পিত, যা দিয়ে তারা দেশে-বিদেশে বিরোধী জোটের আন্দোলনকে সন্ত্রাস ও জংগীপনা হিসেবে প্রমান করতে চাইছে'। সংলাপ বিষয়ে সরকারদলীয় নেতাদের সবার একমাত্র ইস্যুই যখন পেট্রোলবোমা, তখন নির্বোধেরও বুঝার কথা এসব সন্ত্রাস কারা করছে ।

আমার ধারনা, সরকারের মেয়াদের বাকী ৪ বছরও যদি বিএনপি জোট অবরোধ দিয়ে থাকে তারা ক্ষমতা ছাড়বেনা । যদিনা কোন তীব্র গনআন্দোলন বা গায়েবী কিছুর উদয় না হয় ।

হায় প্রিয় স্বদেশ তুমি কি সত্যি স্বাধীন !!!!!!!!!!

http://www.bd-today.net/newsdetail/detail/200/112081

বিষয়: বিবিধ

১২৮৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303886
১১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:৫১
sarkar লিখেছেন : হায় প্রিয় স্বদেশ তুমি কি সত্যি স্বাধীন???? স্বাধীন দেশের মানচিত্র টা কে কিুছু শকুন খুবলে খাচছে।যারা নিজেদের কে সরকার মনে করে।
১১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৬:০৬
245797
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : তাদের ইতিহাস ঘাটলে তা সে ৭১এর যুদ্ধ বা যাইহোক না কেন ! সবি শুধু দলটির ক্ষমতা কেন্দ্রিক ।
303891
১১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৫:৪৯
শেখের পোলা লিখেছেন : আল্লাহর উপর বিশ্বাস রাখুন৷ ধর্মের কল বাতাসেই নড়বে৷
১১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৬:০৭
245798
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : রাসুলুল্লাহ সাঃ যুদ্ধে নেমেছেন সাথে আল্লাহর কাছে দোয়া করেছেন । আমরা নিপীড়িত মুজাহিদদের জন্য দোয়াতো করতে পারি ।
303898
১১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৭:১৬
আনিসুর রহমান লিখেছেন : Looks like they AL assess themselves that AL can survive in Bangladesh only with the helps of absulate power.No power No AL. ( বনের নয় বরং মনের বাঘ ই তাদের খাছেছ।)
Final result should be AL WILL BE disapper from land of Bangladesh
১১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:৪১
245802
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : I think so. like death before die !
303906
১১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:২১
নাছির আলী লিখেছেন : মুমিনের হাতিয়ার হচ্ছে আল্লার নিকট দোয়া।
১২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:০১
245956
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : শুধুই দোয়া ?
303965
১১ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৫৩
হতভাগা লিখেছেন : আওয়ামী লীগের চেয়ে বেটার কোন অপশন কি আছে বাংলাদেশের মানুষের কাছে ?

নির্বাচন হলে ২০ দলীয় জোট কিসের ভিত্তিতে জিতবে আওয়ামীগের বিপরীতে ? তাদের রেকর্ড কি খুব সফেদ ?

বিএনপির তৃনমূল কি আওয়ামি লীগের মত শক্ত ?

নিরাপত্তা বাহিনী এবং প্রশাসনকে যে ফ্যাসিলিটিজ দিয়ে রেখেছে এবং সামনে আরও দেবে এই লীগ সরকার - আপনার কি মনে হয় না যে ২০ দলীয় জোট যদি ক্ষমতায় যায়ও তাহলে এরাই বিট্রে করে আবার তাদেরকে ফেলে দেবে না ? উদাহরণ তো আছে আমাদের সামনে ।

বৃহত প্রতিবেশীর ফেভারের দলটিকে কি তারা ক্ষমতার বাইরে দেখতে চাইবে যেখানে তাদের সব সময়ই একটা সুযোগ আছে প্রতিবেশী দেশে Chaos লাগিয়ে রাখার যদি পছন্দের দল ক্ষমতায় না থাকে ?

১২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:০৪
245957
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : আপনার সবগুলো পয়েন্টের সাথে আরো কিছু যোগ করতে হয়, যেমন এক সময়ের দোর্দন্ড প্রতাপশালী বাদশাহকে যখন নির্মমভাবে হত্যা করা হয় তখন উচ্ছিস্টভোগীরা গা ঢাকা দিয়েছিল । একি ঘটনা পূনরায় ঘটলেও অবাক হবার কিছু থাকবেনা । কারন জালিমদের মনের জোর কম থাকে ।
১২ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৪৭
245976
হতভাগা লিখেছেন : ১৯৭৫ আর ২০১৫ - ৪০ বছরের ব্যবধান ।

আওয়ামী লীগ এখন অনেক বেশী সতর্ক ও দূর্দমনীয়
304032
১১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সবাই আওয়ামি লিগ এর রাজনৈতিক সাফল্য দেখছেন। কিন্তু এর অর্থনৈতিব অসাফল্য কি কেউ দেখছেন?

ভিতর থেকে কিন্তু দেশের অর্থনিতি পুরাপুরি ফোপরা।
১২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:০৫
245958
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : দেশ তলাবিহিন ঝুড়ি হলে কি কোন নেতার ভাত-পানি বা আরাম-আয়েশের কোন সমস্যা হবে ? হবেনা । বরং নেতারা এটাই চায় যেন মানুষ কষ্টে থাকে, তাতে তাদের কদর বাড়ে ।
304099
১২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:৩৫
আয়নাশাহ লিখেছেন : "সরকারের মেয়াদের বাকী ৪ বছরও যদি বিএনপি জোট অবরোধ দিয়ে থাকে তারা ক্ষমতা ছাড়বেনা । " খুব কম সময় দিলেন দেখি। আসলে তারা কিয়ামত পর্যন্ত ক্ষমতা ছাড়তে চাইবেনা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File