সুরা মুজ্জাম্মিল
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ১৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১০:৫০:৩১ সকাল
নিশ্চয়ই ইবাদতের জন্য রাত্রিতে উঠা প্রবৃত্তি দলনে সহায়ক এবং স্পষ্ট উচ্চরনের অনুকূল (৬)
আপনি আপনার পালনকর্তার নাম স্মরন করুন এবং একাগ্রচিত্তে তাতে মগ্ন হোন (৮)
আপনার পালনকর্তা জানেন, আপনি ইবাদতের জন্য দন্ডায়মান হন রাত্রির প্রায় দুই তৃতীয়াংশ, অর্ধাংশ ও এক তৃতীয়াংশ এবং আপনার সংগীদের একটি দলও দন্ডায়মান হয় (২০)
আমরা প্রায়ই নামাজে হুড়াহুড়ি করি (মানে খুজু থাকেনা), মনতো কাছেই থাকেনা (মানে খুসুও থাকেনা) । আবার এটাও আলোচনা করি, মানুষ নামাজো পড়ে আর ফাহেসা ও অশ্লীল কাজ থেকেও বিরত থাকতে পারেনা ।
মহান আল্লাহ রাসুলে করীম সাঃ এর মাধ্যমে আমাদেরকে কি সুন্দর শিক্ষা দিয়েছেন । প্রবৃত্তিগুলোকে দূর করার জন্য অত্যন্ত সুন্দর একটি উপায় হচ্ছে রাতের বেলায় নামাজে দাড়ানো ।
আল্লাহ তার রাসুল সাঃ কে বলছেন, একাগ্রচিত্তে অর্থাৎ পূর্ন মনযোগ সহকারে, সব কিছু থেকে আলাদা হয়ে শুধুমাত্র আল্লাহর জন্য নামাজে দন্ডায়মান হতে ।
আল্লাহ আরো বলছেন, আপনিতো মনযোগের সহিত নামাজে দাড়ান, আপনার সাথীদের একটি দলও দাড়ায় ।
নফল নামাজের মধ্যে উত্তম নামাজ হল, রাত্রি বেলায় অর্থাৎ তাহাজ্জুতের নামাজে দাড়ানো । যার মাধ্যমে খারাপ বাসনা/ বৈশিষ্টগুলোকে পরাজিত করে আল্লাহ নৈকট্য ও সন্তুষ্টি লাভের সুযোগ রয়েছে ।
আল্লাহ আমাদেরকে আমল করার তওফিক দিন । আমিন ।
বিষয়: বিবিধ
১২৮৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন