আর কত নির্যাতন সহ্য করতে হবে?

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১১ ফেব্রুয়ারি, ২০১৫, ০৩:৩৭:৪৩ রাত

ইসলামী ছাত্রী সংস্থার গ্রেফতারকৃত

এই বোনদের অনেক অপরাধঃ

ওরা কোরআন/হাদিস/ইসলামী বই পড়ে।

ওরা মা-বোনদেরকে ইসলামী শিক্কা দেয়।

ওরা ইসলামী পোশাকে চলাফেরা করে।

ওরা নামায পড়ে, সবাইকে নামায পড়তে বলে।

ওরাও বাংলাদেশে ইসলামী শাসন চায়।

আমাদের বোন রা যত গ্রেফতার

হবে ইসলামী ছাত্রী সংস্থার

জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। বাংলার

প্রতিটি ঘরে ঘরে আরো বেশী করে ইসলামের

বানী তারা পৌছে দিবে।।।

হে অবৈধ সরকার, আমাদের এই

বোনদেরকে অবিলম্বে মুক্তি দিন।

বিষয়: বিবিধ

১০৩২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303888
১১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৫:০২
sarkar লিখেছেন : যদি কিছু চাইতে হয় আল্লাহর কাছে চান।অবৈধ সরকারের কাছে চাওয়া অরোন্য রোধন মাত্র।সময় এসেছে এদের কে ঝেঁটিয়ে বিদায় করার।
১১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:২২
245803
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck
303902
১১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:৫৪
কাহাফ লিখেছেন :

এদের সবচেয়ে বড় অপরাধ কথিত আধুনিকতার গড্ডালিকায় ভেসে না যাওয়া!
নৈতিকতাহীন উচ্ছৃংখল সমাজ নির্মানে 'এরা' বড় বাধা!

আল্লাহ জালিমদের ধ্বংশ করুন!আমিন!!
304034
১১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দাবি জানিয়ে এখন লাভ নাই। আদায় করে নিতে হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File