সাহায্য দরকার! কেউ এগিয়ে আসবেন কি......???

লিখেছেন লিখেছেন কাহাফ ০৭ জানুয়ারি, ২০১৫, ১১:৩৯:৩৬ সকাল



সময়ের বিবর্তনে, জীবনের প্রয়োজনে কত মানুষ কাছে আসে এবং চলেও যায়!

রেখে যায় কিছু স্মৃতি-দাগ-চিহ্ন! যা কখনো ভূলা যায় না! যা মুছে যায় না!

জীবনের ক্ষুদ্র পরিসরে বেশ মানুষের আগমন ঘটে ছিল আমার জীবনেও! কেউ ছিল সাধারণ আর কতক ছিল প্রিয়তায়-শ্রদ্ধায় অসাধারণ!

আমার নির্বুদ্ধিতা-ব্যর্থতায়ই হোক কিংবা ধরে রাখার অক্ষমতায়ই হোক অনেকেই চলে গেছে আমায় ছেড়ে! হারিয়ে গেছে দূরে, অনেক দূরে!

দূরে চলে যাওয়া/হারিয়ে যাওয়া সেই সব প্রিয়জন দের মনে পড়ে খুউব! খুঁজে ফিরি সদা! কতজনকে পাই, আবার কতকের সন্ধান কখনই পাই না!

দীর্ঘ দিন পরে একজনের আভাস মিলল যেন! 'ভূল বুঝে দূরে সরে যাওয়া' একজনের অবস্হান সম্পর্কে ধোঁয়া ধোঁয়া ধারণা পেলাম! 'কিশোরগন্জের গুরু দয়াল বিশ্ববিদ্যালয় কলেজ-এ কোন এক সাবজক্টে অধ্যয়ণরত!' শুধু এতোটুকুই জানতে পারলাম! তার সাথে যোগাযোগের কোন নম্বর বা কোন সূত্রই উদ্ধার করতে পারছি না এখন পর্যন্ত!

প্রবাসী হিসেবে সম্ভাব্য কৃত সকল চেষ্টা বিফলে যাওয়ায় এ বিষয়ে আপনাদের দ্বারস্থ হলাম- সাহায্যের আশায়!

আমার অবস্থান ক্লীয়ার করার জন্যে হলেও তাকে পাওয়া দরকার!

জানি, ব্লগ-ফেইসবুক তথা ভার্চ্যুয়াল জগতের বিস্তৃতি বিশ্বময়!

নানা দেশের- নানান জায়গার উপস্থিতিতে সরব এই জগত! প্রবাসে থেকে আমিও মাঝেমাঝে জানান দেই স্বীয় উপস্থিতি!

কেউ কি একটু সহযোগিতা করবেন আমায় এ বিষয়ে? 'ভূল বুঝে সরে যাওয়া প্রিয় বন্ধুর সন্ধান' জানাতে সাহায্যে এগিয়ে আসবেন কেউ? বিশেষ করে- কিশোরগন্জ জেলার বা ঐ কলেজে আছেন এমন কোন বন্ধু ব্লগার কেউ থাকলে অাওয়াজ দিন প্লিজ!

আপাততঃ সুযোগের সীমাবদ্ধতায় আমার এমন আর্জি!

কেউ থাকলে এগিয়ে আসুন বন্ধু!!!

আমার ফেইসবুক লিংক

বিষয়: বিবিধ

১৭২০ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

299661
০৭ জানুয়ারি ২০১৫ সকাল ১১:৫৯
সন্ধাতারা লিখেছেন : Chalam kahaf vaiya. I do the same request who can help you getting your close friend. Almighty will help you vaiya. Jajakallahu khair.
০৯ জানুয়ারি ২০১৫ রাত ০৪:৫০
242745
কাহাফ লিখেছেন :
সুন্দর অনুভূতির জন্যে জাযাকিল্লাহু খাইর শ্রদ্ধেয়া আপুজ্বী!
হয়তো কেউ এগিয়ে আসবে-সেই প্রত্যাশায় এই আবেদন আমার!!Good Luck
299665
০৭ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:২৩
নোমান২৯ লিখেছেন : Praying Prayingআপনি যেন আপনার বন্ধুকে ফিরে পান।
০৯ জানুয়ারি ২০১৫ রাত ০৪:৫১
242746
কাহাফ লিখেছেন :

'ভূল বুঝে যারা দূরে সরে যায়'তারা সহজে আসে না আর!জানি আমি!
আপনার দোয়ায় 'আমিন'!Good Luck
299670
০৭ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:৫৬
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৯ জানুয়ারি ২০১৫ রাত ০৪:৫২
242747
কাহাফ লিখেছেন :

সুশীল মশায় একটু দৃষ্টি দিবেন কী???
299672
০৭ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:২৫
লজিকাল ভাইছা লিখেছেন : রেখে যায় কিছু স্মৃতি-দাগ-চিহ্ন! যা কখনো ভূলা যায় না! যা মুছে যায় না!

জীবনের ক্ষুদ্র পরিসরে বেশ মানুষের আগমন ঘটে ছিল আমার জীবনেও! কেউ ছিল সাধারণ আর কতক ছিল প্রিয়তায়-শ্রদ্ধায় অসাধারণ!

আমার নির্বুদ্ধিতা-ব্যর্থতায়ই হোক কিংবা ধরে রাখার অক্ষমতায়ই হোক অনেকেই চলে গেছে আমায় ছেড়ে! হারিয়ে গেছে দূরে, অনেক দূরে!

সুচনা দারুন, আশাকরি, দোয়া করি, আপনার হারিয়ে যাওয়া বন্ধুকে যেন খুজে পান। Allah সহায় হোন। আমীন ।
০৯ জানুয়ারি ২০১৫ রাত ০৪:৫৪
242748
কাহাফ লিখেছেন :
দরদময় সুন্দর দোয়ায় আমিন ছুম্মা আমিন এবং অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় লজিকাল ভাইছা! জাযাকাল্লাহু খাইরও জানাই!
হয়তো আর ফিরে পাব না,কিন্তু ওর স্মৃতি চিহ্ন রয়ে যাবে আজীবন!!!Good Luck
০৯ জানুয়ারি ২০১৫ রাত ০৪:৫৯
242750
লজিকাল ভাইছা লিখেছেন : কিশোরগন্জ জেলার করিম গঞে আমার একটা ছাত্র আছে, যে সেখানকার সরকারী কর্মকর্তা ।
০৯ জানুয়ারি ২০১৫ সকাল ০৫:০২
242751
কাহাফ লিখেছেন :
গুরুদয়াল বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থী কারো সন্ধান পেলেই অনেকটা পথ এগিয়ে যেতাম আমি! কিশোরগন্জ যাব দেশে আসলে ইনশা আল্লাহ!
এখন পর্যন্ত কোন পথ পাইনি!
দোয়া করবেন লজিকাল ভাইছা!!!Good Luck
299675
০৭ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৩২
অনেক পথ বাকি লিখেছেন : আমি ঢাহায় থাহি। তাই ঐ এলাকার কুনু খোঁজ দিবার পার্লাম না বলে দুঃখিত। Sad
০৯ জানুয়ারি ২০১৫ রাত ০৪:৫৬
242749
কাহাফ লিখেছেন :

অনুভূতি রেখে গেলেন তাই যথেষ্ঠ ভাই! দুঃখ তো আমার!ভূল বুঝে সরে গেছে!
হয়তো পাব হয়তো আর কখনই পাব না!
দোয়া করবেন ভাই!!!Good Luck
300474
১৭ জানুয়ারি ২০১৫ রাত ০৪:০২
শেখের পোলা লিখেছেন : আল্লাহ চায়তো পেয়ে যাবেন৷
১৭ জানুয়ারি ২০১৫ সকাল ০৬:০০
243133
কাহাফ লিখেছেন : দোয়া করবেন যেন আল্লাহ তাকে মিলিয়ে দেন হে শ্রদ্ধেয় শেখের পোলা ভাই!
জাযাকাল্লাহু খাইরান!!
300585
১৭ জানুয়ারি ২০১৫ রাত ১০:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শেখের পোলা লিখেছেন : আল্লাহ চায়তো পেয়ে যাবেন
১৮ জানুয়ারি ২০১৫ রাত ০৪:৪৯
243244
কাহাফ লিখেছেন :
আপনাদের সবার আন্তরিক দোয়ায় আল্লাহ হয়তো মিলিয়েও দিতে পারেন-এই আশা নিয়েই আছি এখনো!!
জাযাকাল্লাহু খাইরান ভাইয়া.....Good Luck
301285
২২ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:২৫
বাজলবী লিখেছেন : অাল্লাহ তাঅালা অাপনার অাশা পূরণ করুন।অামিন।
২৩ জানুয়ারি ২০১৫ রাত ০৪:১৮
243785
কাহাফ লিখেছেন : নিরাশার লম্বা চাদরে ঢেকে ঢেকে যায় আশার পুর্ণ শরীর! আপনাদের আন্তরিক দোয়ায় হয়তো সরেও যেতে পারে!
জাযাকাল্লাহু আইজান......
303093
০৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:১৯
দ্য স্লেভ লিখেছেন : হুমম এরপর গরু হারিয়ে গেলেও মানুষ নেটে খুজতে আসবে Happy আল্লাহ আপনার সহায় হোন !
০৫ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৪২
245152
কাহাফ লিখেছেন :

আসলে জীবনের সাথেই জড়িয়ে জড়িয়ে যাচ্ছে এই 'নেট'জগৎ!
ফিরে পাওয়ার অহর্নিশ প্রচেষ্টায় এমন পোস্ট!
আল্লাহ আপনার-আমার-সবারই ভাল করুন!!Good Luck
১০
307670
০৭ মার্চ ২০১৫ রাত ০৮:০৫
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : মহান আল্লাহ আপনার বন্ধুকে আবার আপনার সাথে মিলিত করুন অচিরেই। আর আপনার প্রতি তার ভুল ধারণা ভেঙে সচ্ছ ধারণা জন্ম নিক। মহান আল্লাহ আপনার সহায় হোন।
আমিন।
১০ মার্চ ২০১৫ সকাল ০৬:০৫
249203
কাহাফ লিখেছেন : দুয়াময় অনুভূতির জন্যে জাযাকিল্লাহু খাইরান হে শ্রদ্ধেয়া!
খোজ পেয়েছি,ভূল ধারণা ভাংবে না তার!আরো গভীর হয়েছে এখন হারিয়েই গেল জীবন থেকে!!Praying Praying Praying
১১
320467
১৭ মে ২০১৫ রাত ০২:৩০
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : দোয়া করি, আল্লাহ যেন আপনার নেক বাসনা পূর্ণ করে দেন।
১৭ মে ২০১৫ রাত ০৪:৪৪
261532
কাহাফ লিখেছেন :
দোয়ার প্রতিফল আল্লাহ আপনাকে দান করুন হে শ্রদ্ধেয়!
চির দিনের জন্যেই দূরে চলে গেছে সে! ফিরে আর আসবে না!!Praying Praying Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File