এতোটাই লোভী.......!!!
লিখেছেন লিখেছেন কাহাফ ২৭ নভেম্বর, ২০১৪, ০১:২৯:৫৮ দুপুর
এক লোক ছিল খুবই লোভী প্রকৃতির, সারা টা ক্ষণ কাটতো লোভের চিন্তায়!
বিনে পরিশ্রমে, মুফতে খেয়ে জীবন কাটানোর ধান্ধায় থাকতো সদা!
অনাহুত মেহমান বনে উপস্হিত হতো দাওয়াতে! খাবার সংশ্লিষ্ট আয়োজনেগরহাজিরী অসম্ভব তার পক্ষে!
বাচ্চা-কাচ্চা রাও পিছু নিয়েই থাকতো তার!সরাতে পারতো না কাছ থেকে!
একবার নিজের কাছ থেকে বাচ্চাগুলো কে সরাতে সে মিছেমিছি বললঃ
'শোন বাচ্চারা! তোমরা সকলে আমার পিছু পড়ে আছ,অথচ পাশের মহল্লায় দাওয়াতের খাবার আয়োজন চলছে!
যাও তাড়াতাড়ি ওখানে!'
এমন কথা শুনে অবুঝ বাচ্চারা দৌড়ে চলে গেল ওদিকে!
এ কথা বলার পর লোকটা নিজেও চিন্তা করতে লাগল, আচ্ছা এমন তো হতে পারে-আসলেই ওখানে দাওয়াত আয়োজন চলছে!খাওয়া যাবে পেট পুরে!
'তাহলে আমি কেন বসে আছি!' এই ভেবে লোকটিও বাচ্চাদের পিছু-পিছু দৌড়াতে লাগল দ্রুত!
(নাফহাতুল আরব)
বিষয়: বিবিধ
১৬৯৮ বার পঠিত, ৫০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসলে যারা লোভী, তারা সবসময়েই নিজের এই জঘন্য প্রবৃত্তির পিছু তাড়া করে ফিরে। জ্ঞান-বুদ্ধির ধার ধারে না।
জাজাকাল্লাহু খাইর।
সুন্দর মন্তব্যের জন্যে জাযাকাল্লাহু খাইরান মামুন ভাই!
সিবিএফ(রিয়াদ)এর প্রোগ্রামে গিয়েছিলাম তাই আজ ব্লগে দেরীতে আসা!
বাসার সবাই ভালো তো.....??
ভাল লাগা ছড়িয়ে গেলেন শ্রদ্ধেয় ভাই!
জাযাকাল্লাহু খাইরান আপনাকে!
এই নেন অনেননননেক ফুল ____>
ভাল লাগা প্রকাশের স্টাইল অনেক আপ্লুত করল আমায়!
এত্বো ফুল.....!!!
ধন্যবাদ সুন্দর লেখনীর জন্য।
সুন্দর ব্যাখ্যাময় এমন মন্তব্যে জাযাকাল্লাহ জানাতেই হয়!
অনেক অনেক ভাল থাকবেন এই দোয়া আল্লাহর কাছে!
ওয়ালাইকুমুস্ সালাম ওয়ারাহমাতুল্লাহ....শ্রদ্ধেয়া আপুজ্বী!
আপনার আগমনে আলহামদু লিল্লাহ!
আপনার অনবদ্য লেখনী আরো বেশী বেশী কামনা করছি!
লেখা কমিয়ে দিলেন কেন??
আল্লাহ সবাইকে হেফাযত করুন,আমিন!
উৎসাহ দেয়ায় জাযাকাল্লাহ জানাচ্ছি!
অনুভূতির ছোঁয়া রেখে গেলেন ভাই!
জাযাকাল্লাহু খাইরান জানাই!
সালাম বড়মামা!
সুন্দর মন্তব্যের জন্যে ধন্যবাদ ও জাযাকাল্লাহ জানাচ্ছি!
লোভি মানুষ ঘুমাতে পারেনা রাতে
১দিন বেশি খায় তাই
আরেকদিন না খেয়ে থাকে তাই।
অনেক সুন্দর কথা বল্লেন তো ভাই!
আসলেই লোভীদের এমন হয়!
ভাল থাকার কামনা!জাযাকাল্লাহ খাইর!
আপনার ভাল লাগা আমার মধ্যেও অনুরণিত হচ্ছে! ভাল থাকবেন! জাযাকাল্লাহু খাইর!
পিচ্চি বোন আফরা তো আমার পক্ষ হতে জবাব দিয়েই দিয়েছে ভিশু ভাইয়া!
দু'নো জনকেই ধন্যবাদ ও জাযাকুমুল্লাহু খাইরান জানালাম!
কিনে সে নাছির উদ্দিন হোজ্জার বাড়ীর দিকে চলল। পথে তার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল।
বন্ধুঃ এই মরিচা পড়া তরবারি নিয়ে কই যাও?
লোকঃ আজকে মোল্লা নাছির উদ্দিন হোজ্জাকে ঠকাব।
বন্ধুঃ মোল্লা নাছির কে ঠকানো এতো সহজ?
লোকঃ আচ্ছা দেখ না কি করি।
এই বলে লোকটি চলে গেল নাছির উদ্দিন হোজ্জার বাড়ীর দিকে। গিয়ে দেখেন নাছি উদ্দিন হোজ্জা দরজার সামনে আসন গেঁড়ে বসে আছেন।
লোকঃ নাসির সাহেব আমি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমার এই তরবারিটি রেখে আমাকে যদি কয়টা মুদ্রা দিতেন তাহলে অনেক উপকৃত হতাম।
হোজ্জাঃ এই মরিচা পড়া তরবারি দিয়ে কত আর দিব? বড় জোর ১ মুদ্রা দিতে পারি।
লোকঃ (উত্তেজিত হয়ে বলে) কি বলেন আপনি ? আপনি জানেন এই তরবারি দিয়ে সেনাপতি ২০ টি যুদ্ধ জয় করেছে?
আর আপনি কিনা বলছেন এটা দিয়ে মাত্র ১ মুদ্রা দেওয়া যাবে?
হোজ্জাঃ আচ্ছা ঠিক আছে এই নাও ৩ মুদ্রা নাও পরে এসে তোমার তরবারি নিয়ে আমার মুদ্রা শোধ দিয়ে যেও।
লোকঃ জী ঠিক আছে।
লোকটি মহা আনন্দে আবার বাজারের দিকে ছুটে গেল। কামারকে গিয়ে বলে।
লোকঃ কি মিয়া তুমি না বলেছিলে নাছির উদ্দিন কে ঠকানো এতো সহজ নয়। এই দেখো ২মুদ্রার তরবারি দিয়ে ৩ মুদ্রা নিয়ে এসেছি। হা হা হা হা হা হা।
কামার বাজার থেকে ফেরার সময় দেখে নাছির উদ্দিন হোজ্জা তার বাড়ীর সামনে মরিচা পড়া তরবারি টি নিয়ে বসে আছে আর কি যেন চিন্তা করছে।
এবার কামার কাছে নাছির উদ্দিন হোজ্জাকে জিজ্ঞেস করলো
কামারঃ নাছির সাহেব এই মরিচা পড়া তরবারি আপনার কাছে কি ভাবে এলো?
হোজ্জাঃ কিছুক্ষন আগে এক জন লোক এসে এটা আমার কাছে বন্ধক দিয়ে ৩ মুদ্রা নিয়ে গেছে।
কামারঃ কি বলেন? এই তরবারি কিছুক্ষন আগে আমার কাছ থেকে ১ মুদ্রা দিয়ে কিনে এনেছিল।
(হোজ্জা রেগে গিয়ে বলে)
হোজ্জাঃ কি? মোল্লা নাছির উদ্দিন কে ঠকানো? আচ্ছা দেখি কি করা যায়।
এই বলে সে ফন্দী করতে শুরু করলো কি করা যায়। এই বার হোজ্জা শহরে ঘোষণা করে দিল মহারাজার সেই তরবারি হারানো গেছে। আর এটা ঐ লোকটার কানে গেল। সে আবার বুদ্ধি করলো। সে বলল যাই এই সুযোগে নাছির উদ্দিনের কাছ থেকে আরও কিছু মুদ্রা নিয়ে আসি। এই বললে অট্ট হাসিতে ফেটে পড়ল।
লোকঃ নাছির সাহেব আমার সব সমস্যা সমাধান হয়ে গেছে এই নিন আপনার ৩ মুদ্রা আমার তরবারি টি দিন।
হোজ্জাঃ কি বলব ভায়া, মহারাজের সেই তরবারি হারানো গেছে।
(এবার লোকটি রেগে গিয়ে)
লোকঃ না আমি মানি না, আমার তরবারি চাই, প্রয়োজনে আমি আরও ৫ মুদ্রা দিব তারপরও আমার তরবারি চাই।
হোজ্জাঃ আরে বাপরে কালকে কোন কিছুই ছিল না আর আজকে অর্থের বড়াই?
লোকঃ হুম অর্থ আছে তাই করি।
এই নিন আরও ২ মুদ্রা বাড়িয়ে ৭ মুদ্রা দিলাম আমার তরবারি খুঁজে দিন।
(এবার নাছির উদ্দিন সুযোগ কাজে লাগালেন। তার কাছ থেকে ৭ মুদ্রা নিয়ে গিয়ে ঘরের ভিতর থেকে তরবারি এনে দিল)
হোজ্জাঃ এই নিন আপনার তরবারি। বেটা মোল্লা নাছিরকে ঠকাবি????
মন্তব্যের ঘরে আপনার লেখনী আরো ভাল হয়েছে!
সিবিএফ(রিয়াদ)এর প্রোগ্রামে আপনাকে অনেক মিস করেছি!
ভাল থাকার কামনা!
পিচ্চি বোন কেমন আছেন....??
সিবিএফ(রিয়াদ)এর প্রোগ্রামে গিয়েছিলাম আজ! অনেক ব্লগারের সান্নিধ্য ভাল লাগায় ভরিয়ে দিয়েছে তনোমন!
অনেক অনেক শুভ কামনা আপনাকে জানাই!
ভাল লাগার প্রকাশ আপ্লুত করল আমায়!
ভাল থাকবেন আপনারা!
মন্তব্যের ছোঁয়া রেখে গেলেন! অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহ আপনাকে!
'নাফহাতুল আরব' নামে আরবী কিতাবে গল্পটা ছোট কালে পড়েছিলাম! শেয়ার করলাম শুধু!
ধন্যবাদ ও বারাকাকিল্লাহু ফিক জানাই!
ভালো লাগলো কাহাফ ভাই, ধন্যবাদ। আরো ধন্যবাদ আফরা কে গল্পের সুন্দর একটা ফিনিশিং দেওয়ার জন্য।
অনেক আগে পঠিত গল্পটা শেয়ার করলাম শুধু!
লজিকাল ভাইছা আপনাকে ও পিচ্চি বোন আফরা কে অনেক ধন্যবাদ ও জাযাকুমুল্লাহু খাইরান জানাচ্ছি!
ফেরারী মন ভাইয়া! লিখতে পারি না বলে এমন করি! এভাবে বললে আসতেও লজ্জ্বা লাগবে আমার!
ভাল থাকা হয় যেন!অনেক ভাল!
খুব সুন্দর বললেন শেখের পোলা ভাই!
আসলেই তাই! আমরা যেন লোভের বাহুল্যে পড়ে না যাই!
ধন্যবাদ ও জাযাকাল্লাহু খাইর জানালাম!
খাওয়া কি একটু বেশীই পছন্দ আপনার?
অসুবিধা নেই!এখানে মুফতে খাওয়ার বিষয় এসেছে!
তারপরও সর্যি ভাই!
অনুভূতির মধুর ছোঁয়া রেখে গেলেন!
ধন্যবাদ ও জাযাকুমুল্লাহু খাইরান ভাই!!
অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়া আপুজ্বী! সুন্দর বিশ্লেষণময় মন্তব্য বিষয়টা কে আরো ক্লিয়ার করল!
আপনার দোয়ায় ছুম্মা আমিন!
বা'রাকাকিল্লাহু তায়ালা ফি'ক!
আপুর সাথে সহমত!
মন্তব্যের ঘরে অনুভূতির বিশালতা ছড়িয়ে গেলেন! ধন্যবাদ অজস্র ও জাযাকুমুল্লাহু খাইরান শ্রদ্ধেয়া আপুজ্বী!!
মন্তব্য করতে লগইন করুন