কেন...???
লিখেছেন লিখেছেন কাহাফ ১৭ সেপ্টেম্বর, ২০১৫, ০২:০১:৩৭ দুপুর
কেন…
স্বপ্ন শুধুই ভেংগে যায়,
মিথ্যে আর প্রবন্চণায়?
তবে কি…
স্বপ্ন দেখা তারই সাজে,
পুরণ হয়ে যার,আসে কাজে??
বিষয়: বিবিধ
১৫৮৩ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এভাবে একদিন স্বপ্ন বাস্তব হয়ে ধরা দিবে ইনশাল্লাহ ।
মুহতারাম ভাই!চমৎকার সুন্দর অভিব্যক্তি মন্তব্যে তুলে ধরলেন! আশা জাগানিয়া কথাগুলো পছন্দ হয়েছে আমার!
আসলেই তাই!
জাযাকাল্লাহু খাইরান!
ধন্যবাদ সুন্দর মন্তব্যে!!
যথার্থ প্রকাশের অক্ষমতায় জীবন শেষ প্রায়!
উৎসাহী মনোভাব জানিয়ে যাওয়ায় ধন্যবাদ ও জাযাকাল্লাহ প্রিয় ভাই!!
হতাশার অন্ধকার আকাশে আশার সুবহে সাদিক হয়ই না যেন,এটো দীর্ঘ কেন অসহ্য ক্ষণ?
আশ্বাসী মন্তব্যে প্রশান্তি মেলে!
জাযাকিল্লাহু খাইরা শ্রদ্ধেয় পিচ্চিজ্বী!!
আল্লাহ সহজ করে দিন! আমীন!
আপনার দোয়ায় আমিন ছুম্মা আমিন হে মুহতারামা!!
বাস্তব বহু দূর,
ভালোস্বপ্ন দেখার ও বাস্তবায়নের কিছু কৌশল আছে- যদিও কষ্টকর ও ঝুঁকিপূর্ণ
অভিজ্ঞদের পরামর্শ নিন!
দোয়া করি..
আসলেই স্বপ্ন যদি ভালোর দিকে হয় এবং কিছু কষ্ট করা হয় তবে তা পুর্ণতা পায়!
সুন্দর পরামর্শের জন্যে ধন্যবাদ ও জাযাকাল্লাহ হে শ্রদ্ধেয়!
আজকের জোনাকির আলো আমার জন্য যে ন আ স মা নে র আলোক-সান্ত্বনা। জোনাকির আলোকসজ্জার 'কারিগর' যেনো বলছেন-
দেখো, নিভে গিয়ে জ্বলে ওঠে জোনাকির আলো; তবু কেন হতাশায় ভঙে পড়ো তুমি হে মুসাফির! তোমার জীবনেও, হতাশার অন্ধকার রাতেও আছে আমার জোনাকির আলো।
যতদিন তুমি আমায় ডাকবে, তোমার চলার পথে আমার জোনাকির আলো জ্বলবে।"
দেখুনতো দিলকা তরপ দূর হয় কিনা!
সুন্দর উপমায়িত আলেখ্য নতুন উপলব্ধিতে ভাসিয়ে নিল যেন!
অন্তর থেকেই বলছি-জাযাকুমুল্লাহু ফিদ্ দারাইন মুহতারাম ভাই!
স্বপ্ন মাঝিকে শুধু বৈঠাটা ধরিয়ে দিও!
আলহামদু লিল্লাহ আ'লা কুল্লি হাল!!
জাযাকুমুল্লাহু ওয়া ইয়্যানা খাইরান ফিদ্ দারাইন,আমিন!
দুয়ার দরখাস্ত রইল!
মন্তব্য করতে লগইন করুন