আমজনতা হতবাক
লিখেছেন লিখেছেন স্বপ্নচারী মাঝি ০১ অক্টোবর, ২০১৫, ০১:১৪:৩৭ রাত
ইস্যু আর ইস্যু। একের পর এক ইস্যু। ক্ষমতাধররা ইস্যু তৈরী করে। আর আমরা আমজনতা ইস্যু গিলে খাই। পেট ভরে খাই। কখনও ইস্যুতে চাঙ্গা হই। কখনও হই হতাশ। কখনওবা ইস্যুর ধরণ দেখে হই অবাক থেকে হতবাক। কিন্তু তাতে কিছু করার থাকে না। কারণ আমরা আমজনতা। ইদানিংকালে কেউ কেউ আমাদের কটাক্ষ করে ম্যাঙ্গো পিপল বলে থাকে।
মালালা ইউসূফজায়ী খুব নাম করেছে। বলতে গেলে আমার হাটুর বয়সী এক মেয়ে। জঙ্গী নাটকের ট্রামকার্ড হয়ে আজ সে নোবেল বিজয়ী মালালা। শুনেছি বিশ্বের বড় বড় ক্ষমতাওয়ালাদেরকে জাতিসংঘে গিয়ে তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে হয়। আর আমাদের সে দৃশ্য দেখে পুলকিত হওয়া ছাড়া আর কিছুই করার থাকে না। এবার শুনছি মিশরের রাজপথে রক্তনদীর স্রষ্টা সিসি’র মত স্বৈরাচারকেও নোবেল দেবে গণতন্ত্রের ধ্বজ্বাধারীরা। খবর শুনি, অবাক হই, সবাক হওয়ার সাধ থাকলেও সাধ্য নেই। কারণ, ওসব মাস্টারপ্ল্যানে আমজনতার নাকি মাথা ঘামাতে নেই!
মাত্র কয়েকদিন আগে আমাদের রাজধানী ঢাকা বিশ্বে বসবাসের অযোগ্য দ্বিতীয় শীর্ষ নগরীর খেতাব পেল। খেতাব পাওয়ার সাথে সাথে বিভিন্ন দেশ থেকে সেচ্ছাসেবীরা এসে আমাদের চোখে আঙ্গুল দিয়ে নগর কিভাবে পরিচ্ছন্ন রাখতে হয় শিখিয়ে গেল। এসব দেখে অবাক হইনি। বিস্মিত হইনি। কারণ আমার চেনা ঢাকা শহরটা অনেকটা ওরকমই। সমস্যার কথা বলতে শুরু করলে বেশ কয়েক পাতা লিখেও শেষ করা যাবে না। কিন্তু একটা বিষয় ভেবে পেলাম না। যে দেশের রাজধানী বিশ্বে বসবাসের অযোগ্য হিসেবে শীর্ষ খেতাব পায়, সে দেশের প্রধানমন্ত্রী কিভাবে পরিবেশ বিষয়ক খেতাব ‘চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ’ পায়? সমস্যাটা কার? আমাদের মত আমজনতার? নাকি ক্ষমতাওয়ালাদের? কবির ভাষায় বলতে হয় -
‘দিনকে বানাও রাত তোমরা, রাতকে বানাও দিন
যতই হাসি, যতই কাঁদি, সবই অর্থহীন’
বিষয়: রাজনীতি
১৩৫৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"‘দিনকে বানাও রাত তোমরা, রাতকে বানাও দিন
যতই হাসি, যতই কাঁদি, সবই অর্থহীন’"
শেষের এই দু'লাইনেই সব কথার জবাব আপনিই দিয়ে দিলেন!
ম্যাংগু পিপলের কি আর করার আছে???
মন্তব্য করতে লগইন করুন